নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়ে নিন কিছু বিজনেস আইডিয়া এবং হয়ে যান উদ্দোক্তা!

আইডিয়া কিং

আইডিয়া কিং › বিস্তারিত পোস্টঃ

বিজনেস আইডিয়া!! অফিস এক্সেসরিছ ইম্পোর্ট বিজনেস

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

বিজনেস আইডিয়াঃ



অফিসিয়াল এক্সেরসরিছ যেমনঃ ফাইল, স্টেপলার, পিন, ক্যালকুলেটর,ক্লিপ, পাঞ্চ মেশিন ইত্যাদি আমদানী হতে পারে আপনার অন্যতম ব্যবসা।

বেশিরভাগ পন্যই চায়না থেকে আমদানী করা হয়।

ইচ্ছা থাকলে আজকে থেকেই নেমে পরতে পারেন নতুন এই ব্যবসায়।







ব্যবসায় নামার আগে যা করতে হবেঃ

১.আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে।

২.পন্য সম্পর্কে ভালো আইডিয়া নিন।

৩. টার্গেট প্রাইস ঠিক করুন।

৪. পাইকারী বিক্রেতাদের সাথে কথা বলুন।



ইম্পোর্ট সংক্রান্ত যাবতিয় তথ্যের জন্যঃ ইমপোর্ট এন্ড এক্সপোর্ট বিজনেস হেল্পলাইন



ওয়েব সাইট

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

রাজীব বলেছেন: খুব ভালো আইডিয়া, অনেক দিন ধরে এটি নিয়ে ভাবছি। ডিটেইলস জানেন নাকি?

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

আইডিয়া কিং বলেছেন: এই লিংকে যোগাযোগ করে দেখুনঃ

https://www.facebook.com/export2import

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

বিশ্বাস করি 1971-এ বলেছেন: হ! অফিস গুলাতে সাপ্লাই দিবেন বাকিতে আর পরে টাকার লাইগা ঘুরতে ঘুরতে লাভ বাদ আসল নিয়াই টানাটানি লাগবো!

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

আইডিয়া কিং বলেছেন: ভাই/বোন, আপনি মনে হয় লেখাটি ভালো করে পড়েন নি।

এইটাতো ভাই ফেরীওয়ালা ব্যবসা না যে, ঘুইরা ঘুইরা অফিসে সাপ্লাই দিবেন। এইটা ইম্পোর্টের বিজনেস, প্রোডাক্ট যারা পাইকারী বিক্রি করে তাদের কাছেই আপনি সেল করে দিতে পারেন।

বিজনেস কিন্তু সবাইরে দিয়া হয়না, মন খারাপ করবেন না। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.