নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতেই ভালবাসি ।

প্রথম স্পর্শ

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

প্রথম স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের কোন এক মা’কে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৬


একাত্তরের কোন এক মা’কে

কুমড়ো ফুল তো এখনো তুলিনি শাখে
ওগো স্বামী ! কি হলো আজ সাজ সকালে
কাকেরা কেন ডাকে ।
হতাশা চোখে মা এদিক সেদিক চায়
ওরে বাছা ধন সোনা মনি মোর
আয় কোলে ফিরে আয় ।
তবে কি আমার খোকার কিছু হলো
পাক সেনারা তবে কি আমার...খোকা
ওগো কিছু একটা বলো ।
লাঠি ছাটা তরে,ঢিল পাথরে পাজি কাকের দল
যাতো এখন হতচ্ছড়ারা যাবি কিনা বল ।
আজ যে আমার সোনার মানিক আসবে ফিরে ঘরে
তায় দেখিস না আঙিনা আমার কত ঝল মল করে ।
বাঁশের ঝাঁটা মা দু’হাতে উসলায়,
দেখো দেখি কান্ড কি করি এখন কি করি উপায়
দূর থেকে যেন ফটিক বাবু হাঁকে
ওরে তোরা সব এসে দেখে যা সোনার খোকা টাকে ।
খোকা এসেছে,এসেছে আমার খোকা ?
ঝাপসা চোখে মা তাকায় উঠান ভরে
ঐ দেখ মা ঘূমিয়ে তোমার খোকা
সহস্র মানুষের যেথায় আনাঘোনা
শকুনিরা ব্যপচ্ছেদ করে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.