![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
বিহঙ্গ
যদি না ফেরে দিগনন্তের সুনীল গগণ
যদি না ডাকে বিহঙ্গ তব নিকুঞ্জ ছায়
যদি না ফোটে গোলাপ বেলি পুস্প শাখায়
তবু মিনতি, ওরে মৌনতা,মৌনতা মোর
এখনি, অন্ধ,বন্ধ কোরো না পাখা।
যদি দু চোখ ভরিয়া নামে বেদনার জল
যদি হৃদয় ভাঙ্গিয়া আসে ক্লান্তির ঢল
যদি মৃত্যুর আশঙ্কা তব ঘীরে চারিধার
বিষের যন্ত্রণায় তব দেহ হয় মাখা
তবু মিনতি, ওরে মৌনতা,মৌনতা মোর
এখনি, অন্ধ,বন্ধ কোরো না পাখা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩১
প্রথম স্পর্শ বলেছেন: প্রিয়তে নিলাম ভ্রাতা
শুভেচ্ছা অনিমেষ
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
নান্দনিক কাব্যকথা!