![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
আহা অভাব! বড়ই অভাব!! নিদারুন অভাব!!!
পথের ধারে বেড়ে উঠা ঐ অনাথ শিশু গুলি
কূড়িয়ে খায়,যেথায় যা পায়
সলিশনের নেশায় মত্তে অতীত দিন কে ভুলি।
নারী, পুরুষ সবে যেন তাদের আজ, নেই কোন ভেদাভেদ
এক সাথে রয় এক সাথে শয় এক সাথে গড়াগড়ি
লজ্জা হেরেছে ক্ষুধার কাছেতে নেই যেন কোন লাজ
কি পাবে কি খাবে তারই ভাবনা ভাবে র্নিশি দিন ভরি।
পথের ধারটি ধরে চলে কত মানবতার অফিসার
বিচার পতি নামিদামি কত দেশের কর্ণধার
দেখেও দেখে না পথের ধারের ওই ছোট্ট শিশুটারে
এটাই কি সাম্য মানবতার দাবী এটাই কি মানব অধিকার?
দিনে দিনে মায়াহীনে ফুটপাতে শিশু একদিন হয়েছে বড়
কংক্রিটের হৃদয় যে তাঁর বুঝে না মায়া কি মমতার
ভাল যে তাঁর নেশা পেশা শুধুই অন্ধকার,
ইহা ছাড়া আর যে কিছু ভাল লাগে না তাঁর।
সময়ের কাজ সময়ে কর অসময়ে তাহা মিছে
মনিষির বাণী চিরন্তন জানি বলি তাদেরও তো আছে অধিকার,
সমাজ,সংসার,জাতি, ধর্ম উরদ্ভে এসে ফিরাতে হবে ভালো যে বেসে
বিকল্প এর নেই কিছু যে আর।
নইলে একদিন অরাই হবে কষ্টের শিরোমনি
সেদিন কেউ যে রবে না সুখে, কাঁদবে দুঃখে বলবে শুধু হাহাকারের বাণি
চলোনা মোরা এখন থেকেই পথের ধারের শিশু টিরে
মায়ার জালে মায়ার পালে সু-পথে ফিরিয়ে আনি।
©somewhere in net ltd.