![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...
পুরনো ডায়রী,পাতায় পাতায় মরিচা ধরেছে
ডায়রীর উপরে মেয়েলি হাতের লিখা ৭১
লাল রক্তের কনিকার চিহ্ন
ভুলোনা আমায়
বিজয়।
আমি সেদিন গিয়েছিলাম ছোটে ভালবাসার টানে
সহস্র রাইফেলের মুহুর্মুহু ধ্বনিকে উপেক্ষা করে
প্রিয়ার কালো চোঁখ দু’টো দেখবো বলে
হায়রে হানার দল! হায়রে বীভৎস জাতি!!
বিবস্র দেহ খানি সহস্র কামড়ের চিহ্ন
এ মানুষ হবার নয়
নিতান্ত নরাধম
পশু।
আমি কচুরীপানা চেপে কাঁটিয়ে ছিলাম কয়েক রাত
তারঃপর মুক্তি বাহিনীতে যোগ দিয়ে
ছোট ভাই বোন মা বাবা হারিয়ে
ছিনে আনলাম স্বাধীনতা
স্বদেশ আমার প্রিয়
বাংলাদেশ।
আমি আজ সবুজের মাঝে অই লালের মর্ম বুঝি
আমি অঝর নয়নে অই লালের মাঝে প্রিয়ার
রক্ত খুজি, বাবার রক্ত,মায়ের রক্ত ভায়ের রক্ত
লক্ষ কোটি শহিদের রক্ত
রক্ত রক্ত
লাল রক্ত।
আমার কান্না আমার মাঝেই সীমাবব্দ থাকে
কারণ আজও আমি একা নিতান্ত একাকী
প্রিয়ার ডায়রীটাই আমার জীবন আর
ডায়রীর ভাজে ভাজে লিখা গুলিই
আমার অস্তিত্ব।
©somewhere in net ltd.