নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামি অতি সাধারণ, সাধারণ থাকতেই ভালবাসি ।

প্রথম স্পর্শ

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

প্রথম স্পর্শ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু বিয়োগ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২


পলাশ ফুটেছে শিমূল ফুটেছে এসেছে দারুন মাস
শিমূলের পানে চাহি জলিল গাহিল, বুঝিলাম
বসন্তের পূর্বাভাস ।

বন্ধুরা সকলে রোদ ভর দুপুরে শিমূলের তূলা কুড়াতাম
পড়ন্ত বিকেলে স্কুলের বারান্দায় আতস তুরকি বাজী
আনন্দে মেতে ফোটাতাম ।

রাস্তার পাড় ঘেষে শিমুলের শাখা এসে মেলেছে যে তারি বাহু ডাল
তার শাঁখে বসে অপু দিগন্তের নীল একে
দেখিলেই পরান টালমাটাল ।

অদিত্য ভীন ধর্মী গো মাংস ভোজি কর্মী বলতো হেসে ধর্ম এখন রাখ
হা হোতাস পাড়াপাড়ি এক সময় মারামারি
রক্তে ঝরা ঊহাবের নাক।
বসন্তের ঝরা ফুল হাসন হেনা টগর, বকুল
বাতায়নে কোহেলির ডাক
রাতের অন্ধকারে আড্ডা মারা নদীর ধারে
শুনিতাম শেয়ালের হাক।

দিন গুলি মোর সোনার খাচায় রইলোনা
সে যে আমার নানা রঙের দিন গুলি
হৃদয় টানে বন্ধু আমার রইলোনা
কিসের পানে চেয়ে বল তারে ভুলি।

বিকালের আডডায় বন্ধুরা লরিতে
ছিলনা সেথায় বিপলব, ঊহাব নিতু অপু রায়
অকাল মৃত্যু স্মৃতির পরশে
বেদনা যে নীল হয়ে যায়।

বন্ধু বিয়োগ বন্ধু হারা বিষের চেয়ে যন্ত্রণার
যেথায় তাকাই সেথায় বহ্নি দহন উত্তাল চারিধার
বন্ধু বিয়োগ অকাল মৃত্যু
এ জীবনে কভু চাই না আর।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৫

বিলিয়ার রহমান বলেছেন: বসন্তের আবহে স্মৃতিকাতরতা!:) ভালোই হয়েছে!:)

আশা রাখছি সামনে আরো ভালো লিখবেন !:)

হ্যাপি ব্লগিং!!:)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩০

প্রথম স্পর্শ বলেছেন: হ্যাপি ব্লগিং!
শুভ কামনা রইল।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর।

ভালোলাগা+

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭

প্রথম স্পর্শ বলেছেন: অনেক শুভ কামনা রইল
ভাল থাকেন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.