![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড়
জীবনে বড় কিছু করতে চাই।বড় কিছু হতে চাই।কিন্তু বড় মাপের চেষ্টা করি না।বড় কিছু হতে হলে কষ্টটাও বড় হবে সাথে পরিশ্রমও।যত বড় বড় ব্যাক্তিরা আছেন তারা নিজেদের পরিশ্রমেই বড় হয়েছেন।তারা পিছনের বাধা পেরিয়ে কঠোর পরিশ্রম করেই বড় হয়েছেন।বাবার গাড়ি-বাড়ি থাকলেই বড় হওয়া যায় না।বড় হতে হলে প্রয়োজন চেষ্টা, ইচ্ছা সেই সাথে পরিশ্রম।ঘরে বসে যুদ্ধের সেনাপতি হওয়া যায় না।যুদ্ধ করতে ময়দানে যেতে হয়।কিন্তু আমি সহ অনেক ব্যাক্তিই ঘরে বসে যুদ্ধ জয় করতে চাই।তাই আমরা বড় হতে পারি না।আমাদের লজ্জা অনেক।এর কারণ"পিছে লোকে কিছু বলে"।এই কলে কথাটির ছলেই আমাদের কষ্টের আগুন জ্বলে।পিছে লোকের কথা শুনে এই জীবন যৌবন তেমন কিছু করতে পারি না।এটা আমার সহ অনেকের জীবনের ব্যার্থতা।পিছে তো লোকে কত কথাই না-বলবে তা শুনে আমরা থেমে যাব এটা হতে পারে না। কিন্তু বলে না, বলবে বলেই কিছু করে না।এটা যেন আমাদের যুব সমাজের অভ্যাসে দাড়িয়ে গেছে।এই থেমে থাকা থেকে আমাদের মুক্ত হতে হবে।যাতে নিজেরা বড় হয়।
বড় হতে হলে মূলত ইচ্ছা, চেষ্টা ও পরিশ্রমই প্রয়োজন।
©somewhere in net ltd.