নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাধারনের সাধারন কিছু করতে চাই

বিবেগের কান্না

আমি সাধারনের অসাধারন।

বিবেগের কান্না › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব মানব জাতই ধ্বংসের মুখে

১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩১

আমি কে?
এর উত্তরটা শুধু আমি শুনেছি। কিন্তু
কোন বাস্তব প্রমান পায় নি।শুধু মা
বাবা আর অন্যের কথার উপর বিশ্বাস
করেই নিজেকে সঠিক বলে দাবি
করেছি।
আমরা মানুষ হিসাবে পৃথিবতে
এসেছি কিন্তু মা বাবা ও অন্যদের
সাথে চলে বিভিন্ন জাতে বিভক্ত
হয়েছি।
মূলত আমরা মানব জাতী। তা থেকে
বিভক্ত হয়ে
কেউ মুসলিম,কেউ হিন্দু,কেউ
খ্রিষ্টান,কেউ বৌদ্ধ।
কতই না জাত রয়েছে এ জগতে।
প্রাচিন যুগের জাতগুলোর সাথে যুক্ত
হয়েছে বিজ্ঞান জাত।
এই জগতের সব জাতই একে অন্যের
সাথে শত্রুর মত আচরন করে।
আর এক জাতী অন্য জাতীর উপর জাত
নিয়ে কুটক্তি করছে।এ কুটক্তির ফলে
বিশ্ব মানবতা আজ হুমকির মুখে ।
বিশ্বে চলছে এখন জাতসমূহের লড়াই।
কে কাকে হারাবে এই নিয়েই সব
চিন্তা।
সর্বশেষে বলব,বিশ্ব মানব জাতই
ধ্বংসের মুখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.