![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব অসহায় অবস্থার মধ্য দিয়ে সময়টা যাচ্ছে আমাদের। কী করবো কোথায় যাবো কিছু বুঝতে পারছি না।
দয়া করে ধৈর্য সহকারে বিষয়টা একটু পড়বেন।
আমার মায়ের এক চিলতে জমিতে(ঢাকার হাতিরঝিল প্রকল্প সংলগ্ন)টিনশেডের একটা ঘর করেছিলাম আমরা। আমার মা-বাবা থাকতেন সেখানে আর ছিলো কিছু ভাড়াটিয়া। আমাদের আড়াই কাঠা জমি ও আমার খালার দেড় কাঠা জমি মিলে একত্রে বাড়িটা করেছিলাম আমরা।
একসাথে হোল্ডিং করা এবং বিদ্যুৎ, পানি লাইনও আমাদের একসাথে করা। এ জমিটা ৩০ বছর ধরে ক্রয় করা এবং সকল প্রকার খাঁজনা, বিদ্যুৎ-পানি বিলও সময়মতো পরিশোধ করে আসছি।
ঈদের কয়েকদিন আগে এক ব্যক্তি (সঙ্গত কারণে নাম প্রকাশ করছি না) তার দলবল সহ আমার মায়ের বাড়িটা দখল করে নেয়। আমার মায়ের বসবাসকৃত কক্ষ লুটতরাজ করে তালা লাগিয়ে দেয়। আমার খালার অংশ বাদে আমার অংশটা দখল করে নেয়। এবং সাথে সাথে ১৪৫ ধারা নোটিশ আমাদেরকে জারি করে। অথচ তার ক্রমাগত হুমকির মুখে আমরাই ১৪৫ ধারায় পিটিশন করেছিলাম। এবং পুলিশ সে স্থানে শান্তি শৃংখলা বজায় রাখার নোটিশও দখলকারীকে প্রদান করেছিলো।
তদন্তকারী পুলিশের পরামর্শে এই কাজ করেছে বলে আমরা জানতে পারি। দখল এর সময় এবং পরে থানা-পুলিশের সাথে যোগাযোগ করে কোন ফল পাইনি আমরা।
আমার মায়ের জমির পাশে একজনের জমি ছিল ২.৫ কাঠা যা আমার বাবা ২৩ বছর পূর্বে বিক্রি করেন। তিনি দীর্ঘ ২৩ বছর টিনশেড ঘর বানিয়ে বসবাস করেন। কোন সমস্যা হয়নি। হাতিরঝিল রাস্তা হওয়াতে তার বাড়ি ২০০৭ সালে সেনাবাহিনী তত্ত্বাবধানে অধিগ্রহণ হয়। সে তার বাড়ির টিন-বাঁশ-কাঠ ইত্যাদি খুলে নিয়ে চলে যান। আমার মা এবং খালার বাড়িটি আল্লাহর রহমতে থেকে যায়।
দীর্ঘ ৫ বছর পর এসে সে লোকের প্রতিনিধি পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাবশালী এক ব্যক্তি আমার মায়ের বাড়িটি তার বলে দাবী করে। তিনি নাকি বায়নাসূত্রে জমিটির মালিক। আমরা যতই তাকে বুঝাতে চাই আমার মা এর জমি আর বাবার জমি আলাদা। দলিল আলাদা, সিটি দাগও আলাদা। সে তা বুঝতে নারাজ। সে বলে তার বায়নাকৃত জমিটি অধিগ্রহন হয় নি। তার জমি কোথায় যাবে? যেহেতু আমার বাবার কাছ থেকে জমিটি ২৩ বছর আগে কেনা হয়েছিলো তাই তার স্ত্রীর কাছ থেকেই সে ক্ষতিপূরন হিসেবে তা জোর করেই নিবে। প্রথম দিকে সে টাকা পয়সা দিলে দাবী ছেড়ে দেবে বলেছিলো। কিন্তু আমরা তা দিতে অপারগতা প্রকাশ করায় সে আরো হিংসাত্মক হয়ে যায়। আমরা স্থায়ী/অস্থায়ী ইনজাংশন এর জন্য আবেদনও এর মধ্যে করেছিলাম আর ১৪৫ ধারায় পিটিশন তো ছিলই। কিন্তু সে সব আইন-আদালত-থানা পুলিশ তোয়াক্কা না করে বাড়িটি দখল করে নিয়েছে। আমার মা বা পরিবারের কোন সদস্যদের এলাকাতেই ঢুকতে দিচ্ছে না। এলাকার রাজনৈতিক গ্রুপ এর আড্ডা এখন আমার বাড়িতে, পুলিশরা আমার করা কষ্টের বাড়িতে বসে খিঁচুড়ি রেঁধে দখলদারদের সাথে বসে খাচ্ছে।
দখলকারী কর্তৃক জীবনের হুমকি, মিথ্যা মামলা দেবার ভয় এবং বাড়ি হারিয়ে ভীষন অসহায় অবস্থায় দিনাতিপাত করছি আমরা।
এ অবস্থায় আমরা কী করতে পারি কিছুই বুঝছি না। আপনাদের সু-পরামর্শের প্রত্যাশা করছি।
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪০
এম এস হোসেন চঞ্চল বলেছেন: ভাই সংবাদ সম্মেলন করতে ভয় পাই। যে লোক এর শিষ্য এ কাজ করেছে তার পোষ্টার মোড়ে মোড়ে , বিলবোর্ডে শোভা পায়। সবাই তাকে সমীহ করে চলে।
২| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৩
রেশম বলেছেন: ক্যান, হাচিনা বু-র মুপাইল নং আপনের কাচে নাই?
২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৮
এম এস হোসেন চঞ্চল বলেছেন: তাকে সহজে পাওয়া যায় না নাকি শুনেছি। তবে আমার প্রতিপক্ষ গোপালগঞ্জ এর হওয়াতে সংশয়ে আাছি। আর পুলিশগুলোও সব গোপালগঞ্জ এর।
তারপরো চেষ্টা করবো।
২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৮
এম এস হোসেন চঞ্চল বলেছেন: তাকে সহজে পাওয়া যায় না নাকি শুনেছি। তবে আমার প্রতিপক্ষ গোপালগঞ্জ এর হওয়াতে সংশয়ে আাছি। আর পুলিশগুলোও সব গোপালগঞ্জ এর।
তারপরো চেষ্টা করবো।
৩| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৬
অনিমেষ হৃদয় বলেছেন: বাহ... বহুদিন পর একজন একই পথের পথিক পাওয়া গেল!
ওই বাড়ির আশা ছেড়ে দিন ভাই। ২০০৯ সালে আমাদের পরিবারের বিগেস্ট ট্র্যাজেডি হিসেবে আমরাও একই ঘটনার ভুক্তভোগী হয়েছি। মিরপুরে সাড়ে চার কোটি টাকার বাড়ি সম্পূর্ণভাবে দখল করে নিয়েছিলো। এম.পি. থেকে শুরু করে থানার কনস্টেবল, সবার হাত ছিলো সেখানে। শুধু তাই না... প্রাণের উপর হুমকি দিয়েছিলো, দুটো বছর রীতিমতো পালিয়ে চলেছি। কি যে ভয়াবহ কষ্ট!!
এই মরার দেশে এর প্রতিবাদ করে কিছুই হবে না। বাড়ি আপনি তো পাবেনই না, উলটো আমাদের মতো অবস্থা হবে। ইনজাংশন একমাত্র রাস্তা হতে পারে, যেটা আমরা ট্রাই করেছিলাম। কিন্তু প্রতিপক্ষ খুবই শক্তিশালী ছিলো, আমরা সফল হতে পারিনি।
দুঃসহ কিছু স্মৃতি মনে করিয়ে দিলেন
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৩
এম এস হোসেন চঞ্চল বলেছেন: ভাই জীবনে এমন দুঃসহ অবস্থায় পড়বো চিন্তা করিনি। নিজের কেনা, কাগজপত্র ঠিক, খাজনা পত্র আপডেট, খালি জায়গাও না আস্ত একটা করা বাড়ি দখল করে নেবে, চিন্তার বাইরে ছিল।
দোয়া কইরেন, জীবনটার যেন কিছু না হয়।
৪| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৯
অবাক েরাবট বলেছেন: অনেক ব্যাথিত হলাম । কিন্তু আপনার জন্য মহান আল্লাহতায়লার কাছে দোয়া করা ছাড়া এই মূহুর্তে আর কিছুই করতে পারছিনা ।
সাংবাদিক ভাইয়েরা নিউজ করুন প্লিজ ।
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৬
এম এস হোসেন চঞ্চল বলেছেন: কোন অনুসন্ধানী সাংবাদিক ভাই চাইলে রিপোর্ট করতে পারে। কিন্তু এমন প্রভাব এবং শক্তিশালী চক্রের বিরুদ্ধে কিছু করা যাবে বলে মনে হয় না। তবুও আশায় আছি কেউ বিষয়টা নিয়ে উপকার করার মানসিকতা নিয়ে আমাদের কিছুটা সহায়তা করুক।
৫| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩০
তির্থক আহসান রুবেল বলেছেন: কাগজপত্র ঠিক থাকলে সেগুলোর কপি সহ ঘটনাটা লিখিত আকারে জমা দিতে পারবেন??? চেষ্টা করে দেখতে পারি। মেইল করে ফোন নাম্বারটা দিবেন: মেইল করবেন: [email protected]
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৭
এম এস হোসেন চঞ্চল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমি নম্বরটা দিয়ে দিচ্ছি এখনই মেইল করে আপনাকে।
৬| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৩
আমি সেই বলেছেন: ভাই আপনার এই ঘটনার শঙ্কায় আমি নিজেও আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করে নলছিটি শহবে (ঝালকাঠী) এসে পাহারা দিচ্ছি ভাঙ্গা ঘর ও বিবাহযোগ্য বোন। মায়ের এক টুকরো জমি ভূমি খেকোদের হাত থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাচি্ছ। জানিনা কি হবে।
তাই আপনাকেও বলি চেষ্টা করে যান। যদি নাই পারেন তবে ফি সাবিলিল্লাহ......। আল্লাহর বিচার আছে। তিনি সাড়ে তিন হাতের এক ফোঁটা বেশী জায়গা নিয়েও ঐ দস্যুকে কবরে নিবেন না।
আপনার জন্য দোয়া করি। আমার জন্যও দোয়া করবেন।
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৪
এম এস হোসেন চঞ্চল বলেছেন: অবশ্যই। আপনার জন্যও দোয়া রইল।
চারদিকে আজ শুধু খোকোদের দল। বাজে একটা সময় পার করছি
আমরা।
৭| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৪
আবাব বলেছেন: টাকা পয়সা নিয়া বিদেশ চলে যান।
না হলে, মাথা ঠান্ডা রাখেন। কিছু অস্ত্র-পাতি কিনেন। মা-বাবা নিয়ে অন্য কোথাও বাসা ভাড়া নেন। এরপরে, প্রভাবশালী এর ১৪ গুষ্টি ক্লিয়ার করেন।
থানা - পুলিশ, কোর্ট-কাচারি - কোনো কিছুতেই কিছু হবে না।
২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৫
এম এস হোসেন চঞ্চল বলেছেন: ক্রমাগত হতাশার কথা শুনছি।
জানি না কী হবে!
৮| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৯
অরন্য জীবন বলেছেন:
৯| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪১
রাফাত নুর বলেছেন: ব্লগে কি কুন সাংবাদিক নাই ? এইডার একটা বিহিত করুক।
১০| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কষ্ট পেয়ে সমবেদনা জানানো ছাড়া আর কিছু করার ক্ষমতাযে আমার নেই......
১১| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৮
মনুমনু বলেছেন: একই পথের পাথিক আমিও। ৩৬ বছর আগের কেনা আমার বাবার জমির মালিকানা নিয়ে দাবি করছে আরেক লোক,যার গুরুর পোস্টার মোড়ে মোড়ে।
ভাই , আপনার আর এস দাগ কার নামে?
১২| ২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫১
রায়হান কবীর বলেছেন: ভাই আপনার মোবাইল নাম্বার আমাকে দিতে পারবেন?
আমি আপনার জন্য চেষ্টা করতে চাই। আমার মেইল [email protected]
১৩| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৭
িফল্ড মার্শাল বলেছেন: কি ব্যাপার আপনারা কি প্রধানমন্ত্রীকে ফোন করতে পারেন না ?? ফোন করেন এখনই । আইন নিজের হাতে নিবেন না ।
১৪| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৭
আংকেল স্যাম বলেছেন: ভাই গত বছর রুপনগরে আমাদের জমিতে একদিন হঠাত করে এক আওয়ামী নেতা নিজের সাইন বোর্ড বসায় দেয়। রাতের বেলায় শালার সাইনবোর্ড উপড়ায় দিয়ে আসছি। এরপর আর এখনও লাগতে আসেনি। স্থানীয় এক বিএনপি নেতার সাপোর্টে পাল্টা একশনের প্ল্যানও ছিলো।
আপনার এলাকার বিএনপি বা জামাত নেতাদের কাছে যান সাপোর্টের জন্য। দেখুন তারা কি বলে। এখানে দলাদলি বা লজ্জার কিছুই নাই, ব্লগের চেয়ে বাইরের বাস্তব দুনিয়াটা অনেক কঠিন।
২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩৩
এম এস হোসেন চঞ্চল বলেছেন: আসলেই ভাই বাস্তব দুনিয়াটা কঠিন।
১৫| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:২০
বিপ্লব৯৮৪২ বলেছেন: কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে তার মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দিয়েছিলেন দেশবাসীকে তাদের সমস্যার কথা জানানোর জন্য।
ই-মেইল নম্বর হচ্ছে [email protected], আর মোবাইল নম্বর 01711520000 এবং 01819260371।
আমি আপনাকে দিলাম আর আপনার পোস্টকে পর্যবেক্ষনে রাখলাম।দয়া করে নিয়মিত আপডেট দিবেন। প্রধানমন্ত্রীর কথা আর আপনার এই ঘটনাকে টেস্ট কেস হিসেবে নিলাম।
আর একটা কথা কোন অবস্থাতেই আপনার মা যেন কোন কাগজ বা দলিলে সই না করে।
২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৩০
এম এস হোসেন চঞ্চল বলেছেন: ধন্যবাদ। কিন্তু মোবাইল নম্বরে তাকে কি সব সময় পাওয়া যায়? আর পাওয়া গেলেও আমার জন্য কতটুকু কী করবেন? উল্টো ঝামেলায় না পড়ে যাই। গোপালগঞ্জ এর লোক রেখে আমার কথা কী তিনি শুনবেন সে ভয়ে আছি।
১৬| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪০
বিপ্লব৯৮৪২ বলেছেন: সব সময় নেতিবাচক চিন্তা না করাই ভালো।
২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৫
এম এস হোসেন চঞ্চল বলেছেন: ধন্যবাদ। উৎসাহ পেলাম।
১৭| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ৩:২৬
ইন্সিত বলেছেন: বিপ্লব৯৮৪২ বলেছেন: সব সময় নেতিবাচক চিন্তা না করাই ভালো।
১৮| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৪
পাস্ট পারফেক্ট বলেছেন: ঐ লোকের এন্টি খুজেন। হেব্বি পাওয়ারফুল বলে কিছুই নাই। প্রতিকূল পরিবেশে সেই বালছিড়াও মিউ মিউ করে।
১৯| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১২:১২
টিকেটার বলেছেন: ব্লগে অনলাইন নিউজের অনেক সংবাদিক আছে তারা চাইলেই হেল্প করতে পারে
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ১১:২২
কানাবাছুর বলেছেন: সংবাদ সম্মেলন করেন... অথবা আইন-শালিশ কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনে গিয়ে কথা বলতে পারেন...