![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের প্রথম আলো যারা পড়েছেন তারা হয়তো লক্ষ্য করবেন যে, প্রথম আলোর প্রথম পৃষ্ঠা, সম্পাদকীয় পাতা ও আন্তর্জাতিক খবরের পাতার বিশাল একটা অংশ জুড়ে শুধু ভারতের নির্বাচনের খবর।
এছাড়া বিগত কয়েক দিনের প্রথম আলো পত্রিকায় বিশাল একটা অংশ জুড়ে শুধু ভারতের নির্বাচনের খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশ হচ্ছে। এছাড়া নির্বাচনকালীন নানা ছোট ছোট ঘটনাও প্রথম আলোতে বেশ গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের নির্বাচন বা সরকার পরিবর্তন অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বাংলাদেশ নয় বিশ্ব রাজনীতিতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। তবে প্রথম আলো পড়লে মনে হচ্ছে ভারতে নয় বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে। এছাড়া মনে হচ্ছে ভারতের নির্বাচনের জন্য বিশ্ব থমকে আছে। বিশ্বের আর কোন ঘটনাই গুরুত্বপূর্ণ না একমাত্র ভারতের জাতীয় নির্বাচন ছাড়া। প্রথম আলোর এই রকম নগ্ন ভারত প্রীতি আমরা এর আগেও দেখেছি। এই মতি গং বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য মনে করে। আমার মনে হয় বাংলাদেশের 'র' এর প্রধান এজেন্ট এই মতি। তাই প্রথম আলোর সাথে সুর মিলিয়ে বলতে চাই ''যতদিন মতি গং দের হাতে দেশ, পথ পাবেনা বাংলাদেশ''।
পাঠক দের জন্য কয়েকটি স্ক্রিন শট আপলোড করলাম...
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৯
বদনাচোর বলেছেন: জি, আমরা হুজুগে বাঙ্গালি তো তাই এসব নিয়ে লাফালাফি করতে পছন্দ করি।
আমার উদ্বেগ দেশের সার্বভৌমত্ব নিয়ে
২| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৩
ঢাকাবাসী বলেছেন: ভারত বড় দেশ আর তার নির্বাচন নিয়ে সুপার পাওয়ারগুলোও ভাবে। আমাদের গায়ে লাগানো প্রতিবেশী ভারত। ভারতকে নিয়ে সারাক্ষন বামরা বিম্পিরা মায় আম্লীঘরা কথা বলছে। আমরা ভাবলে বা প্রথম আলু ভাবলে কি দোষ করলো বুঝছিনা!
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১
বদনাচোর বলেছেন: অবশ্যই ভাবব কিন্তু তাই বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে জাব কেন?
৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০
এস প্রামানিক বলেছেন: ১) আপনি প্রথম আলো-র প্রচ্ছদ ভারত বিভাগে আছেন।
২) আপনি একটি না একাধিক ছবি তিন বার পোষ্ট করেছেন।
৩) "প্রথম আলোর নগ্ন ভারতপ্রীতি ও মতি গং দের কথিত দেশপ্রেম (!)" এই শিরনাম টি কতটুকু যোক্তিক।
৪) আপনি নিজেই নগ্ন হয়ে গেছেন।
৫) শুধু দেশী-ও পএিকা-য় নয়, বাংলাদের রাজনীতি তথা গোটা অভান্তরিন বিষয়গুলো ভারতীয় নির্বাচন উপর অনেকাংশে জড়িয়ে পড়েছে,আশাকরি ৫-জানু্য়ারী-কথা আপনি ভুলে যাননি।
৬) বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য কেন মনে হলো ?
আগে নিজের দৃষ্টিভংগি বদলানো জরুরী।
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৬
বদনাচোর বলেছেন: ১) প্রথমেই বলতে চাই, ভারত বিভাগ কেন খোলার কি দরকার ?
আন্তর্জাতিক পাতায় প্রায় আধিকাংশ খবরই ভারতের নির্বাচন নিয়ে।
২) দুঃখিত স্ক্রিন শট গুলা দেখতে প্রায় এক হওয়ায় এই ভুলটি হয়েছে
৩) এই কথাটি বললাম তাদের 'যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ' এই শ্লোগানের উপর ভিত্তি করে।
৪) আপনি কি আমার প্রোফাইল পিক এর কথা বলছেন?
৫) এটা সম্ভব হয়েছে আমাদের সরকার, মিডিয়া ও জনগণের একাংশের অন্ধ ভারত প্রীতির কারনে ।
৬) হাসিনা সরকার ও মতি গং রা তো তাইই মনে করে।
আমার দৃষ্টিভঙ্গি ঠিকি আছে। ধন্যবাদ
৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬
আহমেদ রশীদ বলেছেন: ভাইরে ভারত তো বাংলাদেশের জন্য পারদ। তাই আর কি??????? আল্লায় জানে মোদী আবার এ দেশের উপর কোন ভূত চাপায়
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৩
বদনাচোর বলেছেন: মোদী আসলে মনে হয় দেশে আরেকটা যুদ্ধ হবে
৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩
ধুমধাম বলেছেন: এখানে নগ্ন ভারতপ্রীতির কিছুইতো দেখলাম না!
১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪
বদনাচোর বলেছেন: জনাব ধুমধাম, প্রথম আলোর প্রথম পাতা, সম্পাদকীয় পাতা ও আন্তর্জাতিক পাতা দেখলেই বুঝতে পারবেন
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সাথে একমত। ভারতের নির্বাচন ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সেটা আমাদের কেন এত মাথা ব্যাথার কারণ হচ্ছে ঠিক বোধগম্য নয়। আমি অবশ্য ওসব খবর বরাবরই এড়িয়ে যাই। বিষয়টি নিয়ে অাপনার উদ্বেগকে আমি সাধুবাদ জানাই।