![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ূন আজাদের বিখ্যাত উক্তি বা প্রবচন গুলো অনেকেই পড়েছেন । উনার ১০-১২ কমন উক্তি ছাড়া অন্যান্য উক্তি গুলো প্রায় শোনাই যায়না বা কেউ ব্যাবহার করেন না । উনার প্রবচনের সংখ্যা প্রায় ৫০০ 'র অধিক । ১৯৯২ সালে তার কয়েকজন গুণগ্রাহী ছাত্র তার রচিত বিভিন্ন গ্রন্থ, বক্তব্য , সাক্ষাৎকার হতে তার উক্তি গুলো নির্বাচন করে বই আকারে প্রকাশ করে । বইটির নাম ' প্রবচনগুচ্ছ ' । বইটির পিডিএফ লিঙ্ক ঃ click here
নিচে আমার প্রিয় কিছু উক্তি আপনাদের সাথে শেয়ার করলাম ।
১। সতীচ্ছদ আরব পুরুষদের জাতীয় পতাকা ।
২। আমি ঈর্ষা করি শুধু তাদের, যারা আজও জন্মায়নি ।
৩। গাধা একশ বছর বাঁচলেও সিংহ হয়না ।
৪। মৌলবাদ হচ্ছে আল্লার নামে শয়তানবাদ ।
৫। মানুষ মরলে লাশ হয়, সংস্কৃতি মরলে প্রথা হয় ।
৬। টাকাই অধিকাংশ মানুষের একমাত্র ইন্দ্রিয় ।
৭। শিশু, সবুজ ও তরুণীরা আছে বলে বেঁচে থাকা আজও আমার কাছে আপত্তিকর হয়ে উঠেনি ।
৮। ক্ষমতায় যাওয়ার একটিই উপায়ঃ সমস্যা সৃষ্টি করা । সমস্যা সমাধান ককরে কেউ ক্ষমতায় যায়না, যায় সৃষ্টি করে ।
৯। পৃথিবীতে রাজনীতি থাকবেই। নইলে অপদার্থ অসৎ লোভী দুষ্ট লোকগুলো কি করবে?
১০। মসজিদ ও মন্দির ভাঙ্গার সময় একটি সত্য দীপ্ত হয়ে উঠে যে আল্লা ও ভগবান কতো নিষ্ক্রিয়, কতো অনুপস্থিত ।
১১। গত দু-শো বছরে গবাদিপশুর অবস্থার যতটা উন্নতি ঘটেছে নারীর অবস্থার ততটা উন্নতি ঘটেনি ।
১২। পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহিদের নাম মা ।
১৩। মধ্যবিত্ত পতিতাদের সমস্যা হচ্ছে তারা পতিতার সুখ ও সতীর পুণ্য দুটিই দাবি করে ।
১৪। শাড়ি প'রে শুধু শুয়ে থাকা যায়; এজন্যে বাঙালি নারীদের হাঁটা হচ্ছে চলমান শোয়া ।
১৫। জীবনের সারকথা কবর ।
১৬। পুঁজিবাদী পর্বের সবচেয়ে বড়ো ও জনপ্রিয় কুসংস্কারের নাম প্রেম ।
১৭। স্বার্থ সিংহকে খচ্চরে আর বিপ্লবীকে ক্লীবে পরিণত করে ।
১৮। কবিতা এখন দু' রকম ঃ দালালি ও গালাগালি ।
১৯। এই বদ্বীপে দালালি ছাড়া ফুলও ফোটেনা, মেঘও নামেনা ।
২০। বিনয়ীরা সুবিধাবাদী, আর সুবিধাবাদীরা বিনয়ী ।
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
বদনাচোর বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫১
আদম_ বলেছেন: গত দু-শো বছরে গবাদিপশুর অবস্থার যতটা উন্নতি ঘটেছে নারীর অবস্থার ততটা উন্নতি ঘটেনি ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
উদাস কিশোর বলেছেন: দারুন পোষ্ট