![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ টিউশনি তে দেরী হয়ে যাবে । সুমন তাড়াহুড়া করে মেস থেকে বের হল । ৩ টা বাজতে চলল। রেজা'র কাজ টা করে দিতে হবে।কে না কি ফোন দিয়ে কথা বলে না,শুধুই হাসে।কোনভাবেই বের করতে না পেরে সিদ্ধান্ত হল ঝাড়ি দেয়ার।
বন্ধুমহলে সুমনের একটা সুনাম আছে ... মেয়ের গলা শুনলেই বিগলিত হ্য় সে এই টাইপ এর ছেলে না।
ঘড়ি দেখল সুমন । ৩:৩৫ মিনিট । দুপুরের এই টাইম এ একটা থেকে চারটা এই তিন ঘন্টা কলরেট অর্ধেক ।রিং হচ্ছে ।কেমন একটা টেনশন কাজ করছে । একটা সিগারেট ধরাল সুমন ফোনটা কানে রেখেই ।এরপর অপেক্ষার পালা।মনে পড়ে যাচ্ছে কাল রাতের কথা।হোস্টেল এ ছিল কাল।বেলাল,নাজমুল,আতিক,রাতুল,এনাম সবাই ছিল। সর্বসম্মতিতে সিদ্ধান্ত হল রেজা'র ডিস্টার্বকারিনীকে ঝাড়ি দেয়ার।ফোন করলে কথা বলে না ...বেশ কয়েকজন হাসাহাসি করে,কেউ কথা বলে না।
হ্যালো ... কে বলছেন বেশ সুরেলা একটা কন্ঠ ভেসে এল ।
আমি সুমন । আপনি কে ?
আপনি কাকে ফোন করেছেন ?
ওকে বুঝতে পেরেছি ।আমি রেজা'র ফ্রেন্ড ।আপনার নাম্বারে ফোন করলে কথা বলেন না কেন?
কখন ?
গতকাল ।
ওপাশ থেকে হাসি...আমি রিসিভ করি নাই তো । আমার বান্ধবী করেছে ।আবারো হাসি ...
একটু ঝাড়ির স্বরেই বললাম... এটা কোনো কথা হল ।আপনি মিস্ডকল দিবেন আর ফোন দিলে কথা বলবেন না ।
ওপাশ থেকে এবার একটু অনুশোচনার স্বরে ... দেখেন ভাই্য়া আসলে আমার মোবাইল থেকে ফারজানা কল দিয়ে দুষ্টামী করেছে।
যা হোক আমি ফারজানাকেও চিনি না,আপনাকেও না...
আবার সেই হাসি ...
আমার নাম উম্ উম্ . . . বর্ষা। ফারজানা আমার কলেজ ফ্রেন্ড ।আমরা একসাথে পড়ি।
ও । ভালো তো কোন কলেজে পড়া হ্য় ?
ফোনের ওপাশ থেকে অন্য কারও গলা ।কেউ কাউকে ডাকছে।
ফিসফিস করে বলল...মা আসছে ।আপনার সাথে পরে কথা বলব।বাই।
ফোনটা কেটে গেল ।
এই যে ভাই আস্তে চালান । এভাবে কেউ রিকশা চালায় ?
রিকশা্ ওয়ালার কোন বিকার নাই।হঠাত রিকশা থামতে লাগল ।কি হল? আরে আজব তো।
কেমন আছো ...রেজার প্রশ্ন ।আপনি রিকশা থামালেন কেন ?
তোমার সাথে কথা বলার জন্য ।কি কথা । চল কোথাও বসি।
না না আমার কোচিং আছে ।এই রিকশা চল।
রিকশা যাবে না।
কি চান আপনি ? কথা বলতে চাই।ফোন করলে কথা বল না কেন?
আম্মু বকা দেয় ।
যখন কলেজে থাক তখন?
আমার ইচ্ছে ।
ভাল।মোবাইল কিনে দিব ?
না না ... আম্মু মেরে ফেলবে।
আমি যাব , আমার দেরি হয়ে যাচ্ছে ।
ওকে যাও । ভাল থেক ।
এই মামা , সাবধানে যাও ।
অপশ্রীয়মান রিকশার দিকে তাকিয়ে আরও একটা দীর্ঘশ্বাস বের হল রেজার ।
২| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪
এই মুহূর্ত বলেছেন: অবশ্য ই চলবে ...
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:২১
মশিকুর বলেছেন:

গল্প চলুক