![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোটামুটি ভিভিড একটা স্বপ্ন দেখলাম। আমার ডান হাতে একটা ব্লেড ঢুকে আছে। আমি টেরও পাইনি কখন হাতে ব্লেড ঢুকে বসে আছে। ব্লেডের কোণার দিকে কিছু অংশ বের করা। সেখান থেকে ফোঁটায় ফোঁটায় কাল্চে রক্ত বের হচ্ছে। আমি আস্তে আস্তে টান দিয়ে ব্লেডটা টেনে বের করছি। ব্লেডটা টেনে বের করে আনার পর খানিকটা কালো রক্ত বের হয়ে আসল। টেনে বের করার সময় আমি ব্যাথা অনুভব করছি। আমার পেছনে চেয়ারে বসা মহিলাটি মাথা নাড়লেন।
এর মানে কি হতে পারে?
স্বপ্ন দেখার পর জেগে গেছি। ভোর চারটা ২৪ মিনিট বাজে ঘড়িতে।
------------------------------------------------------------
লুসিড ড্রীম গুলো সাধারনত এক ধরনের ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে। প্রথমবার যখন দেখি তখন বয়স খুব কম। তীব্র টাইফয়েড ছিল। আমার মনে হল আমি উপরে উঠে যাচ্ছি। সমান্তরাল একটা কঠোর সমতল বেয়ে। অনুভূতি আর ছবিগুলো শব্দে প্রকাশ করা মুশকিল। এর পর বেশ কয়েকবার ভয়ংকর অসুখে পড়েছি। ১০৫-৬ ডিগ্রী জ্বর আসত। প্রতিবার এই স্বপ্নটা দেখার পর সেড়ে উঠতাম। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আর এই স্বপ্নটা দেখি নাই।
আমার সেবার কুয়েটে মাথা ফাটাল। ছাত্রলীগের ছেলেরা এনুয়াল ফীস্ট নিয়ে বেধড়ক পেটাল সাধারণ ছাত্রদের। আমি সব টের পাচ্ছি কোথায় কি হচ্ছে। শরীরের একটা অঙ্গও নাড়াতে পারছি না। জুনিয়র গুলো না থাকলে সেবার বেঁচে ফেরা হতো না। সামনে আড়াই ইঞ্চি আর পেছনে প্রায় দু ইঞ্চি কাটা। আমি বাসায় কিছু বলি নাই। আম্মা বাসায় একা থাকেন। পরের দিন ভোরে খুলনা থেকে বাসে করে ফিরি ঢাকায়। সারাটা দিন ফোন বন্ধ ছিল। আমার আম্মা কেমন করে যেন টের পেয়ে যান আমার কিছু একটা হয়েছে। প্রায় পাগলের মত হয়ে গেছিলেন সেদিন। এই ঘটনার ব্যাক্ষা আমি আজও দিতে পারি নাই। আম্মা টিভিতে খবরের চ্যানেল দেখেন না। বাসা অজ পাঁড়া গায়ে হওয়ার কারণে এত দূরের সংবাদ পৌঁছানোরও কথা না। এরকম ঘটনা এর আগেও ঘটেছে। আমার বড় খালা যখন ক্যান্সারে মারা গেলেন মা যেন কিভাবে টের পেয়ে গেলেন উনি মারা যাবেন। এর কোন ব্যাক্ষা আমি খুঁজে পাই না।
Genei-OST Gilgamesh by s772023
Click This Link
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
বহুব্রীহি বলেছেন: সেটাই। মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন।
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৩
উদাসী স্বপ্ন বলেছেন: আপনি কুয়েটের? কুন সাবজেক্ট?
যাই হোক আপনার জন্য একটা লিংক
০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
বহুব্রীহি বলেছেন: আমি কুয়েটের সিভিল ০৬ ব্যাচ ভাইয়া।
আমার যতদূর মনে পড়ে আপনিও কুয়েটের, ঠিক কিনা?
লিংকের জন্য অনেক ধন্যবাদ
৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭
উদাসী স্বপ্ন বলেছেন: আমি চুয়েটের। কুয়েটে ভর্তি হইছিলাম সিভিলে। তখন বিআইটি ছিলো। নোনা পানি খেতে পারতাম না বলে অটোমাইগ্রেশন করে চুয়েটে চলে আসি। আমি অনেক বুড়ো, ৯৮ ব্যাচ
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৬
আরজু পনি বলেছেন:
আপনজনরা নাকি বিপদের খবর টের পেয়ে যায় !
অনেক সময়ই এমনটি দেখি ...