নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাইফুল , পড়াশুনা করেছি কম্পিটার সায়েন্সে। আমি প্রচলিত অর্থে কোন লেখক নই তবে লেখালেখিটাকে অন্তর থেকে ভালোবাসি। তাই ভালোবাসার টানেই মাঝে মাঝে সমাজ, সংস্কৃতি এবং প্রযু্ক্তি নিয়ে দু’এক লাইন লেখার চেষ্টা করি।

[email protected]

[email protected] › বিস্তারিত পোস্টঃ

সাইমুম সিরিজ ৬০ : হুই উইঘুরের হৃদয়ে

০৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ঘটনাস্রোতে আহমদ মুসাকে আবার নিয়ে এল হুই উইঘুরদের দেশে। মৈত্রী ও সমঝোতার অবস্থা ভেঙে পড়ায় উইঘুররা আবার সংঘাতে জড়িয়ে পড়েছে। অবিশ্বাস ও হিংসার আগুন পোড়াচ্ছে সরকার ও উইঘুর- দু'পক্ষকেই। হাইজ্যাক হওয়া একটা জাহাজে আহমদ মুসা এসে পৌছল চীন উপকূলের এক ষরে। ভয়ংকর সন্ত্রাসীরা বন্দী করল সান ইয়াত ঝুং ও লু ঝি ঝাও নামের চীনা দুই তরুণ-তরুণীকে। তাদের রকষা করতে গিয়ে আহমদ মুসাও বন্দী হলো। শীঘ্রই আহমদ মুসা জানল চীন জুড়ে ভয়ংকর শক্তিশালী সন্ত্রাসীরা চীনা এক রাজতন্ত্রের উত্তরসূরী এবং বাইরের সমর্থনপুষ্ট। আরও জানল চীনা সরকার ব্যবস্থা এবং হি উইঘুর সকলেরই এরা শত্রু এদের লক্ষ্য নৈরাজ্য সৃষ্টি করা। এরা একদিকে উইঘুরদের উস্কানী দিচ্ছে, অন্যদিকে সরকারকে উইঘুরদের বিরুদ্ধে ব্যবহার করছে। আহমদ মুসা জড়িয়ে পড়ল ঘটনার সাথে। চীনা দুই তরুণ-তরুণীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে পালাল বন্দীখানা থেকে। এই তরুণটি চীনা কম্যুনিস্ট পার্টি ও দেশের প্রেসিডেন্টের ছেলে এবং তরুণীটি চীনা সেনাপ্রধানের মেয়ে। ... আহমদ মুসা প্রবেশ করল রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের মূল স্রোতে। শুরু হলো তার মিশন। এই মিশনে লু ঝি ঝাও ও সান ইয়াত ঝুং প্রধান চরিত্র হয়ে দাঁড়াল কিভাবে? সন্ত্রাসী-ষড়যন্ত্রকারী কারা? বিদেশি শক্তিই বা কারা?
কিভাবে হুই উইঘুরদের রক্ষার মিশন নিয়ে এগোচ্ছে আহমদ মুসা? কোন পরিণতির দিকে গড়াচ্ছে তার কঠিন মিশন? এসব প্রশ্নের জবাব নিয়ে এসেছে ‘সাইমুম ৬০ ‘হুই উইঘুরের হৃদয়ে’।

আজই সংগ্রহ করতে পারেন।
'সাইমুম সিরিজ ৬০ : হুই উইঘুরের হৃদয়ে'
- আবুল আসাদ
ঘুরে আসুন : https://www.boibazar.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.