নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা_ছেলে

বোকা_ছেলে › বিস্তারিত পোস্টঃ

একটি আইডিয়া বর্তমান পরিস্থিতিতে

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩





বর্তমান পরিস্থিতিতে হটাত একটা আইডিয়া মাথায় আসলো। আপনাদের সাথে শেয়ার করি











সব দলকে লড়াই করার জন্য

একটা নির্দিষ্ট ময়দান দেয়া হউক।

সব দল যার যার কর্মী বাহিনী হাজার কুটি যে যা আনতে পারে নিয়া আসিবে। (আমরাও জানিতে পারিবো সঠিক অনুসারী সং্খা । )





এর চারপাশে থাকিবে রেব পুলিশ

বিজিবি যাহাতে ময়দানের বাইরে সং ঘর্স

না ছড়ায়।



তবে এই রেব পুলিশ বিজিবি কারু

পক্ষে বা বিপক্ষে কোনো একশন নিবেনা।



তারপর জয়ী দল ক্ষমতা নিবে পরবর্তী লড়াই পর্যন্ত। এ

লড়াই এ সকল দেশীয় অস্ত্র ব্যাবহার করা যাইবে ।

শুধু ব্যাপক বিধ্বংসী কুনো অস্ত্র ব্যাবহার

করা যাইবেনা। এইবার সাধারন জনগন

বইসা বইসা লাইভ দেখবো আর

নিশ্চিন্তে ঘুমাইবো আর মজা লইবো।

আইডিয়াটা কেমুন?



যার মারামারি করিতে মন চাবে যাইবে। সাধারন জনগন সকল ধ্বংসাত্মক কর্মসুচি থেকে মুক্তি পাইবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.