নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকা সিয়াম

বোকা সিয়াম

খুব সহজ সরল এবং বোকা একজন মানুষ

বোকা সিয়াম › বিস্তারিত পোস্টঃ

মুজেযা

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৪

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অসংখ্যা মুজেযার মধ্যে কোন মুজেযাটি সবচেয়ে বেশি বিমোহিত করে বর্তমান সময়কার মানুষকে?
আসলে হুজুর পাক (সা.) এর সকল মুজেযাই অভূতপূর্ব। এর মধ্যে একটি মুজেযার কথা আমি আলোচনা করতে চাই।

বেশ কিছুদিন যাবৎ মিরাজ এর ঘটনা আমার মাথায় নানা ধরণের প্রশ্নের দানা বেধে ওঠে। সারাক্ষণ শুধু একটি কথাই ভাবি কীভাবে আল্লাহ তার রাসূলকে আসমানে উঠিয়ে নিলেন। আমার দৃঢ় বিশ্বাস এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ যা কিছু করেন তার প্রত্যেকটি বিষয়ের পেছনেই কোন না কোন লজিক কাজ করে। কিন্তু আমার এক বন্ধু বললেন তুমি যাই বল না কেন সবচেয়ে বড় যে মুজেযা তা হল- আল কুরআন

আমি কিছুক্ষণ চিন্তা করলাম এবং ভাবলাম কথা সত্যিই মানুষ এখন চাইলে আকাশে উড়তে পারে। এমন দিন খুব দূরে নয় যেদিন মানুষ গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়াবে। সময় কে পাড়ি দেয়ার জন্য টাইম মেশিন ব্যবহার করবে। চাইলেই চোখের সামনে ঘটবে অভাবনীয় কিছু ঘটনা।

কিন্তু একটি কুরআন কি আর রচনা করা সম্ভব হবে? সম্ভব কি হবে এর একটি ক্ষুদ্র সূরা? অথবা একটি মাত্র আয়াৎ? না সম্ভব নয়। তাই এখন অসম্ভব অনেক ঘটনা মাথায় আটকে রেখে শুধু কুরআন নিয়েই ভাবছি।

মহাবিশ্বের অজানা তথ্য নিহিত আছে কুরআনে। আছে আল্লাহকে পাওয়ার রাস্তা। আর এখনতো মানুষ এলিয়েন খুজে বেড়াচ্ছে তারও বর্ণনা আছে কুরআনে। আসুন কুরআন নিয়ে ভাবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.