নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে চালাক কিন্তু বোকা !

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

বকলম

আমি আরিফ, পুরো নাম শরীফুল আরিফ। আরিফ নামের অর্থ নাকি "যে জানে" কিন্তু এদিক দিয়ে আমার নাম আমার উপর মোটেই সদয় নয়। এতই কম জানি যে বকলম বললেই হয়তো যথার্থ হবে। আমি চট্টগ্রামের ছেলে। সৌদি আরবে একটা পাওয়ার কন্সট্রাকশন কোম্পানীতে আইটি এন্ড প্লানিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি। বলতে পারেন কম্পিউটারের হাতুরে ডাক্তার। রক্তের গ্রুপ : বি+

বকলম › বিস্তারিত পোস্টঃ

কেমন জীবন সঙ্গী চান?

১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৮

বিবাহ একটি সামাজিক বন্ধন বা চুক্তি। জীবনের নিয়মকে সচল ও স্বাভাবিক রাখতে যার প্রয়োজনীয়তা বোধ করি কেউ অস্বীকার করবেন না। জীবনের একটা সময়ে এসে চাই আর না চাই এই বিবাহ একটা ভাবনার বিষয় হয়ে যায়। যারা বিয়ের আগেই একে অপরের পরিচিত তাদের জন্য বিবাহটা যতটা সহজ যারা বিয়ের পূর্বে পরিচিত নয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই ভাগ্য নিয়ন্ত্রিত। এতকিছুর পরও বিবাহ নিয়েই যত প্রেম, বিরহ, ঘটক আর ঘটনার সাতকাহন। তারই এক কাহন হলো পাত্র পাত্রীর পছন্দ। এক্ষেত্রে সবারই কিছু আশা আকাঙ্খা থাকে মনের মতো একজন জীবন সঙ্গী পেতে। এখানে সেই বিষয়টিই জানার থাকবে আপনাদের কাছ থেকে "কেমন জীবন সঙ্গী চান?" তার মধ্যে কি কি বিষয়গুলো থাকতে হবে। যারা বিবাহিত তারাও তাদের বিবাহ লব্ধ জ্ঞান বা অভিজ্ঞতা এখানে শেয়ার করতে পারেন। তো আর দেরি কেন, মন খুলে নিঃসংকোচে বলে ফেলুন আপনি কেমন জীবন সঙ্গী বা সঙ্গীনি চান?

মন্তব্য ৬৯ টি রেটিং +৫/-৩

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৫

রনি রাজশাহী বলেছেন: ..................................

২| ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৬

সক্রেটিস বলেছেন: পরে কমেন্টামু, অখন খিদা পাইছে! খায়া আসি।

৩| ১৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৮

দেখা হয়নাই চোখ মেলিয়া বলেছেন: আসলে জীবন সংগী নির্বাচনের ক্ষেত্রে, পূর্বে জানাশুনা খুব একটা কাজে আসেনা বলে আমার মনে হয়। কারন বেপারটা নির্ভর করে সেক্রিফাইচ ক্ষমতার উপর। সেক্রিফাইচ ক্ষমতা যত বেশি হবে, জীবন সংগীর "সঙ্গ" টা ও তত দীর্ঘ হবে।

১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৯

বকলম বলেছেন: সারাটি জীবন কি "সেক্রিফাইচ" ই করিয়া যাইতে হইবে?!!!!

৪| ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩

ড্রিমক্যাচার বলেছেন:
যে মেয়ে বাপের একমাত্র মেয়ে, যে মেয়ের বাপের অনেক টাকা আছে, ঢাকায় গোটা চারেক বাড়ি/ফ্লাট আছে।গোটা চারেক গাড়ি আছে যার মধ্যো মিনিমাম ১ টা পাজেরো, যে মেয়ের বাবা তার জামাইকে ফোর হুইল ড্রাইভ যৌতুক হিসাবে দিবে, যে মেয়ে সুন্দরী, দীর্ঘ কেশের অধিকারী ভালো রান্না বান্না জানে, গান জানে, উচু স্বরে কথা বলে না, নম্র ভদ্র, স্বামীর পাএর নিচে বেহেস্ত এটা মনে প্রানে বিস্বাস করে এরকম মেয়ে বিএর জন্য খুজছি। সনধান থাকলে জানায়েন

১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৭

বকলম বলেছেন: আপনি কি একটা মেয়ের কথা বলছেন? এ তো এক জনের মধ্যে পাওয়া যাবে না। আপনাকে অনেকগুলো বিয়ে করতে হবে।

৫| ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২৯

সক্রেটিস বলেছেন: ড্রীমক্যাচারে ইহ জনমে বিয়া কর্তারবো না মনে লয়... ;)

১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০২

বকলম বলেছেন: হয় কর্তারবো না, না হয় একাধিক বিয়া করতে হইব।

৬| ১৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১০

ভন্ডুল বলেছেন: ঘটক বকলমভাই একটা পাতরি দেন। বড়লোক বাপের একমাত্তর মাইয়া চাই।

১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

বকলম বলেছেন: আমি ঘটক ও নই আর আপনার "পাতরি" দেয়াও আমার পক্ষে সম্ভব না, আমি নিজেই পাত্র হইয়া পাত্রীর সন্ধান করিতেছি।

৭| ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১০

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: বিয়ে করে কি লাভ ?

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৫

বকলম বলেছেন: বিয়েতো বিজনেস না যে বিয়ে করতে গিয়ে লাভ-লোকসান চিন্তা করতে হবে। এটা একটা রিকোয়ারমেন্টস্।

৮| ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২১

রাতমজুর বলেছেন: ড্রিমক্যাচার বলেছেন:
যে মেয়ে বাপের একমাত্র মেয়ে, যে মেয়ের বাপের অনেক টাকা আছে, ঢাকায় গোটা চারেক বাড়ি/ফ্লাট আছে।গোটা চারেক গাড়ি আছে যার মধ্যো মিনিমাম ১ টা পাজেরো, যে মেয়ের বাবা তার জামাইকে ফোর হুইল ড্রাইভ যৌতুক হিসাবে দিবে, যে মেয়ে সুন্দরী, দীর্ঘ কেশের অধিকারী ভালো রান্না বান্না জানে, গান জানে, উচু স্বরে কথা বলে না, নম্র ভদ্র, স্বামীর পাএর নিচে বেহেস্ত এটা মনে প্রানে বিস্বাস করে এরকম মেয়ে বিএর জন্য খুজছি। সনধান থাকলে জানায়েন.

সেম রিকোয়ারমেন্ট।

১৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৬

বকলম বলেছেন: সেম এ্যনসার আপনার জন্যও।

৯| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২০

েজবীন বলেছেন: ছবি পাল্টে ফেলেছেন....চেনাই মুশকিল..........:)

২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪৮

বকলম বলেছেন: আমিতো মনে করতাম কেউ আমারে চিনে না, বা মনে রাখে না এই ব্লগে!

হুমম, জেবীন.. ভোল পাল্টাইছি। আর নয় ব্ল্যাক এন্ড হোয়াইট । :)

১০| ২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২২

মানুষ বলেছেন: ড্রিমক্যাচার বলেছেন:
যে মেয়ে বাপের একমাত্র মেয়ে, যে মেয়ের বাপের অনেক টাকা আছে, ঢাকায় গোটা চারেক বাড়ি/ফ্লাট আছে।গোটা চারেক গাড়ি আছে যার মধ্যো মিনিমাম ১ টা পাজেরো, যে মেয়ের বাবা তার জামাইকে ফোর হুইল ড্রাইভ যৌতুক হিসাবে দিবে, যে মেয়ে সুন্দরী, দীর্ঘ কেশের অধিকারী ভালো রান্না বান্না জানে, গান জানে, উচু স্বরে কথা বলে না, নম্র ভদ্র, স্বামীর পাএর নিচে বেহেস্ত এটা মনে প্রানে বিস্বাস করে এরকম মেয়ে বিএর জন্য খুজছি। সনধান থাকলে জানায়েন

আমিও লাইনে দাঁড়াইলাম

২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৪২

বকলম বলেছেন: মানু, "যে মেয়ের বাপ ছেলেকে ঘর জামাই হিসেবে রাখবে" লাইনটা মনে হয় বাদ পড়ছে। :)

১১| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:২২

েজবীন বলেছেন: হুম, দেলোয়ার জাহান ঝন্টু'র
নাচে গানে ভরপুর
একদম রঙ্গিন বকলম ফুরফুর :D

২৬ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৪

বকলম বলেছেন: "নাচ মেরি ময়না তু পাইসা পাবি রে....." সিনেমার গান প্রাকটিস করতাছি :)

১২| ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩১

চিকনমিয়া বলেছেন: বকলম জেডা কি ছি:নেমাত নামবেন নিকি?
ফুডু সোন্দর হইচে:)

২৬ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৭

বকলম বলেছেন: চিকনমিয়া, "চুল পাকিলে লোকে হয়না বুড়ো, প্রেমের বয়স এইতো শুরু" গানটা শোন নাই?!

হ্যা ভাই.....বকলম জেডা এখন সিনেমায়...
ও আজা নাচলে.... ও আজা নাচলে.... :)

১৩| ২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৩

মানবী বলেছেন: পোস্টের শিরোনাম দেখে বুঝতে পারছিনা নতুন "ম্যারেজ ব্যুরো"র জন্য জনমত চাওয়া হচ্ছে কিনা :-*


:)

২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৮

বকলম বলেছেন: :P
কেমন আছেন মানবী। আপনার শুটকি রান্নার রেসিপিটা এখনও দিতে পারিনি বলে অপরাধবোধে ভুগছি। রান্নার 'র'ও যে জানে না বা শুটকির গন্ধও যে ছেলে সহ্য করতে পারে না সেই ছেলে যদি মা'র কাছে এর রেসিপি জানতে চায় তবে নির্ঘাৎ তিনি ভেবে নিবেন ছেলের নিশ্চই কোন মানসিক সমস্যা দেখা দিয়েছে দীর্ঘসময় বিদেশে একলা থেকে থেকে।

দোয়া করেন যাতে অচিরেই অন্ততঃ হবু বউয়ের (এখনও অজ্ঞাত) কাছ থেকে অন্ততঃ রেসিপিটা সংগ্রহ করতে পারি। :P

১৪| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:৩১

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: বলমের চিখারা তো ভালোই দেকা যাচ্ছে।

১৫| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৩

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: amar akjon patro chai lomba phorsa vuriwala takawala, udar moner boyos basi hole apotti nai.sondhane thakle janaben.opekhae roylam

১৬| ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

দিশাহারা ওমর সোলাইমান বলেছেন: @জলে ভাসা - দুয়া করি যাতে পান।

১৭| ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: @desehara omar bhai doa koera lav nai valo hoy jodi akjoner sondhan den.sunlam apnar office a naki onek vuriweala,takawala lok ase.he..he.. he ...

১৮| ০২ রা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: টাক ওয়ালা? নাকি টাকা ওয়ালা?
টাক ওয়ালা হৈলে মাসু আছে... আর টাকা ওয়ালা হৈলে আম্রার অফিসের ক্যাশিয়ার আছে ;)

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৮

বকলম বলেছেন: :)

১৯| ০২ রা নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: sob cholbe but taka ta nejer hoyte hobe arekjoner taka pocket a rakhe amon takawala dorkar nai.takawalar tak thakle o problem nai.kintu jar kase chailam se dekhi kisu bole na

২০| ০২ রা নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭

বকলম বলেছেন: সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই মর্মে জানানো যাইতেছে, এই পোষ্টের লেখক স্বয়ঃ পাত্র। তাহাকে ভুল বা শুদ্ধক্রমেও কেউ ঘটক ভাবিবেন না।

তবে আপনাদের চাওয়া পাওয়া এখানে ব্যক্ত করিতে দ্বিধাবোধ করিবেন না। ইতিমধ্যে টাক ওয়ালা, ভুড়িওয়ালা পাত্রদেরও যেই ভাবে ডিমান্ড আসিতেছে তার মধ্যে আমি জাতির পজেটিভ এ্যটিচুড এর নমুনা লক্ষ্য করিতেছি। সূতরাং কালবিলম্ব না করিয়া আপনাদের অভিপ্রায় ব্যক্ত করিতে থাকুন। কিউপিড ও ইরস আপনাদের সহায় হোন।

২১| ০৩ রা নভেম্বর, ২০০৮ রাত ৮:১২

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: hmm apni o mondo na.chehara valo e.kintu sob e bhai moja korar jonno bola konotai serious na.vul hoye thakle maf kore deben.tata..

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

বকলম বলেছেন: @পদ্ম, সতংর্কীকরণ বানীকে সিরিয়াসলি নেয়ার কোন কারন নেই, ওটাও নেহায়েত ফান করে লেখা। আপনার মন্তব্যের জবাব শুরুতে দেয়া হয়নি বলে দুঃখ প্রকাশ করছি। ভালা থাকবেন। Cheers...!

২২| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭

সারিয়া তাসনিম বলেছেন:
দোস্ত , তুমি কেমুন সঙ্গী চাও হেইডা তো কইলানা ?
দেশে আইবা কবে ? আমরা কি খুঁজা খুঁজি শুরু করুম ?

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯

বকলম বলেছেন: এতক্ষনে কেউ একজন আসল কথা জিজ্ঞাস করল :P
দোস্তাইন, আমি যদি ঐশ্বরীয়ার মত কাউরে চাই তাইলেতো হইব না, নিজের চেহারাডাও একবার আয়নায় দেখতে হইব। তাই আমার প্রাথমিক ক্লাইটেরিয়া হইলো:
মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের এতিম বা বিবাহের জন্য আর্থিকভাবে স্বচ্ছল নয়, বড় ভাই, চাচা, মামা বা কোন আত্মীয়ের কাছে থাকে বা নিজ বাড়ীতে থাকে, পরিবারের সমস্ত কাজ নিজেকে সামলাতে হয়, অল্পতে তুষ্ট, সেক্রিফাইসিং মেন্টালিটি, একবেলা না খেয়ে থাকলেও যে অভিযোগ করবেনা, চেহারায় মায়াবতী ভাব আছে, কমপক্ষে এইচ,এস,সি পাস, স্বভাব চরিত্র ভাল, সিম্পল সাদামাটা জীবন যাপন পছন্দ করে, অহংকারী বা উচ্চাভিলাসী নয়, এমন যদি কাউকে পাওয়া যায়।

দেশে আইতাছি নেষ্টট মান্থ।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:২১

আজনবী বলেছেন: বিয়ে করার আগে নিজের কিছু যোগ্যতা যাচাই করে নিন।

Click This Link

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১১

বকলম বলেছেন: আজনবী ভাই, সত্য উত্তর দেয়ার চেষ্টা করেছি।
১। আপনি কতটা শিক্ষিত = স্নাতোকোত্তর
২। আপনি কি পরিমান অর্থ উপার্জন করেন = একজন অতিরিক্ত মানুষের ন্যূনতম চাহিদা মেটাতে সক্ষম।
৩। আপনি কতটা ধৈর্যশীল = চেষ্টা করি যতটা থাকা যায়।
৪। অন্যকে (বিশেষ করে মেয়েদের) কতটা বুঝতে পারেন = পূর্বাভিজ্ঞতা নেই।
৫। আপনি শারিরিকভাবে সুস্থ্য কি না = রোগবালাইতো আছে দুনিয়ায়, ভাল থাকার আছে যে উপায়।
৬। অন্যের মতমতকে গুরুত্ব দিতে কতটা আগ্রহী = যতটা যুক্তিপূর্ণ ও বাস্তব সম্মত হয়।
৭। প্রয়োজনে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে কতটা আগ্রহী = সেটা পরিস্থিতি অনুযায়ী।
৮। অল্পতেই রাগ করেন, না কি ধৈর্যের সাথে পর্যবেক্ষন করেন = সহজে রাগ করি না, তবে রাগলে কইলাম খবর আছে।
৯। রেগে গেলে তার বহিঃপ্রকাশ কি ভাবে করেন, যদি চিৎকার করেন বা মারামারি করেন সেটা আপনার জন্য খুবই আত্মঘাতী, গাম্ভীর্যের সাথে ঠান্ডা মাথায় বিষয়টাকে যতটা কৌশলে সমাধান করতে পারবেন আপনি ততটাই সফল এবং সুখী হতে পারবেন। = রেগে গেলে চুপচাপ থাকার চেষ্টা করি।
১০। অন্যের দোষ বেশী ঘাটাঘাটি করেন কি না = এখন পর্যন্ত না।
১১। অন্যের গুনকে কতটা মূল্যায়ন করেন = বহিঃপ্রকাশ কতটা করতে পারি জানি না, তবে মন থেকে ১০০%।
১২। সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগেন কি না = না বরং উল্টোটা।
১৩। যৌতুককে ঘৃনা করেন কি না? = আবার জিগায়!

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: আজনবী ভাই আপনার যোগ্যতা যাচাই প্রশ্ন আগেই দেখছি।।লাভ নাই কেউ সতিয কথা বলবে না

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১২

বকলম বলেছেন: আমি বলার চেষ্টা করলাম, বিশ্বাস অবিশ্বাস যার যার ব্যাপার।

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: লেখক ভাই ধনযবাদ

০৪ ঠা নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৩

বকলম বলেছেন: ধন্যবাদ আনন্দের সহিত গৃহীত হইলো।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৮

আজনবী বলেছেন: @ বকলম, আপনি খুব সহজেই আপনার যোগ্যতাকে যাচাই করতে পেরেছেন, তাই সিদ্ধান্তটাও সহজেই নিতে পারবেন আশা করছি।

@ জলে ভাসা পদ্ম আমি, কেউ সত্যি কথা না বললে আমার কোনো সমস্যা নেই। আসলে প্রশ্নগুলো পাঠকদের নিজের কাছে করার জন্য পোষ্টটা দিয়েছিলাম।

০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

বকলম বলেছেন: সম্পর্কটা দ্বিপাক্ষিক তাই এক হাতে তালি বাজানোটা সম্ভব নয়।

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: আমি বকলম ভাইয়ের সাথে একমত আজীবন ভাই প্রশ্ন রাখেন আমাদের জনয। আমরা উওর দিব।যোগযতা সবারই যাচাই করা উচিত।

২৮| ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫১

জলে ভাসা পদ্ম আমি বলেছেন: লেখক ভাই আপনি যেমন মেয়ের কথা বলছেন আমি তেমন একজনরে চিনি তবে পড়ালেখা মনে হয় একটু কম আছে তবে গুণবতী কনফার্ম

০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:০০

বকলম বলেছেন: হা হা হা। সংবাদের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২৯| ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭

অরণ্য আনাম বলেছেন: দুঃখিত ভাই, আমি কারো সাথে একমত হতে পারলাম না। কারণ আমি কখনো বিয়ে করবো না। বিয়ে, সংসার-এইসব আমাকে দিয়ে হবে না। আমার বন্ধুরা বলে- "গল্পের শেষের মত-"অবশেষে তাহারা বিবাহ করিয়া সুখে দিন-রাত্রি যাপন করিতে লাগিল" - এই টাইপ মানুষ আমি না।

কেউ ভুল করে ভাববেন না যে প্রেমে হতাশ হয়েছি। আমি প্রেমে হতাশ হয়নি্ সফল হয়েছি। শুধু তা বিবাহ পর্যন্ত টেনে নিয়ে যেতে চাই না। কারণ, আমি সংসারি না। আমি চাইনা কোন মেয়ে আমার জন্য সারা জীবন দুঃখ-কষ্ট পাক। এখন অবশ্য একজন পাচ্ছে- যাকে ভালোবেসেছি। তবে এই কষ্টটা পরের কষ্ট থেকে কম।

০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

বকলম বলেছেন: আপনার এই ডায়লগগুলৌ এতদিন আমিও মেরেছি। কিন্তু এখন Expire Date পার হবার উপক্রম। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি বিয়ে শাদী যদি করি তবে এখনই First & Last Chance. এরপর বুড়ো বয়সে বিয়ে করে নিজের কাছে ছোট হতে চাই না। তাই করলে শ্রীঘ্রই করব দেশি গিয়ে আর যদি করতে না পারি তাহলে আবার আপনার ডায়লগ দেয়া শুরু করব :P । আবার সুযোগের অভাবে ভদ্রলোক :P। তবে আপনার মত "ধরি মাছ না ছুই পানি" না। একটা মেয়েটে ভালবাসবেন কিন্তু তাকে বিয়ে করবেন না, তাতে কি মেয়েটা সারাজীবন কষ্ট পাবে না?!! আপনারতো নিজেকে ভাগ্যবান মনে করার কথা যে কেউ আপনাকে ভালবাসে। কাপুরুষ না হয়ে বীরপুরুষ হোন। আপনি যদি মেয়েটাকে বিয়ে না করেন, তাহলে মেয়েটা হয়তো অন্য কাউকে বিয়ে করবে। তাতে আপনি যেমন মেয়েটার জীবনটা নষ্ট করলেন, মেয়েটাও আর একটা ছেলের জীবন নষ্ট করবে। ভালবাসাকে আপনারা এত ঠুনকো মনে করেন কেন?!! হয়তো সহজে পান বলে তাকে সন্মান করতে জানেন না। হয়তো ভালই বাসেন না, অভিনয় করেন।

৩০| ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৮

অরণ্য আনাম বলেছেন: আপনারা যারা বিয়ে করবেন, শুধু একটা দাওয়াত দিবেন। এই বিয়ের দাওয়াত খেতে খেতেই জীবন পার করবো।

৩১| ০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০০

মুহিব বলেছেন: জীবন সঙ্গী না চাওয়াই ভাল।

০৫ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২

বকলম বলেছেন: মুহিব ভাই, অনেক কষ্ট থেকে বললেন মনে হয় কথাটা ?! :)

৩২| ১১ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪২

সক্রেটিস বলেছেন: লেখক বলেছেন: এতক্ষনে কেউ একজন আসল কথা জিজ্ঞাস করল :P
দোস্তাইন, আমি যদি ঐশ্বরীয়ার মত কাউরে চাই তাইলেতো হইব না, নিজের চেহারাডাও একবার আয়নায় দেখতে হইব। তাই আমার প্রাথমিক ক্লাইটেরিয়া হইলো:
মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবারের এতিম বা বিবাহের জন্য আর্থিকভাবে স্বচ্ছল নয়, বড় ভাই, চাচা, মামা বা কোন আত্মীয়ের কাছে থাকে বা নিজ বাড়ীতে থাকে, পরিবারের সমস্ত কাজ নিজেকে সামলাতে হয়, অল্পতে তুষ্ট, সেক্রিফাইসিং মেন্টালিটি, একবেলা না খেয়ে থাকলেও যে অভিযোগ করবেনা, চেহারায় মায়াবতী ভাব আছে, কমপক্ষে এইচ,এস,সি পাস, স্বভাব চরিত্র ভাল, সিম্পল সাদামাটা জীবন যাপন পছন্দ করে, অহংকারী বা উচ্চাভিলাসী নয়, এমন যদি কাউকে পাওয়া যায়।

দেশে আইতাছি নেষ্টট মান্থ-
-------------------------------------
কিছু মনে করবেন না। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনার কথা শুনে মনে হল আপনি কাউকে করূনা করতে চাইছেন। বা এমন কাউকে চাচ্ছেন জীবন্সঙ্গী হিসাবে যেন ডমিনেট করতে পারেন।

১১ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

বকলম বলেছেন: হা হা হা, আপনি যা ভাবছেন তা নয়। এমন কাউকে চাচ্ছি যে আমাকে ডমিনেট বা ব্ল্যাকমেইল করবে না।

৩৩| ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৭

নুশেরা বলেছেন: কী খবর, দেশে আসছেন/এসেছেন কবে? পাত্রীর খোঁজ মিললো?

১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

বকলম বলেছেন: দেশে আসছি ২ ডিসেম্বর ইনশাআল্লাহ্। এক পাত্রী নাকি পার্লার থেকে মেকআপ করে আসছে, তারপরও দেখতে ভাল না, আম্মার এই কথা শুনে আমার হাসতে হাসতে খিল ধরার অবস্থা।

৩৪| ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৩

মানুষ বলেছেন: আমার ফর্মায়েস অনুযায়ি কাউকে পাওয়া গেল কি না দেখতে এসেছিলাম। বড়ই আশাহত হইলাম।

১২ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

বকলম বলেছেন: মানু, পাইবা পাইবা.. পাত্রীর পেশা সিনেমার টিকেট ব্ল্যাক করা। :P রাজী আছ কিনা কও?

৩৫| ১২ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩

মদন বলেছেন: অংক কইষা বিয়া হয়নারে কদু। চোখ বন্ধ কইরা ঝাপ দিয়া ফালাও চান্দু.... ;)

১২ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০০

বকলম বলেছেন: চোখ বন্ধ কইরা ঝাপ দিতে কইতাছ?!!! লা ইলাহা ইল্লা আন্তা.....

৩৬| ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪২

শিবলী বলেছেন: ভাই, আপনার এক কমেন্ট থেকে জানলাম, আপনে আল ফালাহ গলি তে ছিলেন!!

আমিও তো ছিলাম ভাই। ৪ বছর হল চলে এসেছি ঢাকায়!!

আসেন মেইলে খুচরা আলাপ করি :)

[email protected]

১৬ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৬

বকলম বলেছেন: আমার yahoo ID : [email protected]

৩৭| ১৭ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

হুমেরা বলেছেন: হগলে কত কতাই কইলো...কিন্তু আফনের পাত্রীর খবর তো দিলো না।
যাউগ্গা, কোনো ব্যাপার না। দোয়া করি, শিগ্গিরি যেন পাত্রী পাইয়া যান।

১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩১

বকলম বলেছেন: আমিন :)

৩৮| ১৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫

নুশেরা বলেছেন: ব্লগীয় ছড়াটা আবার দেখুন তো:)

১৭ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

বকলম বলেছেন: দেখলাম :) যা লিখলেন আমিতো মেয়েদের মতো লজ্জায় লাল নীল হইয়া গেছি :P

৩৯| ২০ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৪

প্রলয় হাসান বলেছেন: ফ্লিকারে আপনার ফেয়ার ওয়েল অব এনাদার ডে দেইখা আমি টাসকি খায়া গেছি। আপনি কি জানেন আপনি কি তুলছেন?:|


ছবিটি কোথা থেকে তুলিছিলেন?

২২ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫১

বকলম বলেছেন: টাসকি খাওয়ার কারনটা কি?!!!
ছবিটা তুলেছি আমার অফিসের পার্কিং লট থেকে, জায়গাটা হলো আল খোবার, সাউদী এরাবিয়া।

৪০| ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

ঝড়ো হাওয়া বলেছেন: কিভাবে বুঝবো "কনে / পাত্রী" আমার জন্য উপযুক্ত ?
এই ধরনের কোনট টিপস নাই ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.