![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো তোর হাত মোরা ছাড়বোনা
এখান থেকে এক চুলও নড়বোনা
মাগো দেখ তোর জন্য তরুণ প্রাণ
লিখছে আবার স্বাধীনতার গান
কেঁদেছিতো অনেক বিনিদ্র রাত
শুনেছিতো কত কত অজুহাত
বুকে ছিলো অনেক নতুন আশা
তরুণরাই হবে হাতিয়ার
মাগো তোর হাত মোরা ছাড়বোনা
এখান থেকে এক চুলও নড়বোনা
মাগো দেখ তোর জন্য তরুণ প্রাণ
লিখছে আবার স্বাধীনতার গান
কেঁদেছিতো অনেক বিনিদ্র রাত
শুনেছিতো কত কত অজুহাত
বুকে ছিলো অনেক নতুন আশা
তরুণরাই হবে হাতিয়ার
দেখিনি আমরা ৫২
দেখিনি আমরা ৬৯
দেখিনি আমরা ৭১
দেখেছি তোর চোখের অশ্রু
দেখিনি আমরা ৫২
দেখিনি আমরা ৬৯
দেখিনি আমরা ৭১
দেখেছি তোর চোখের অশ্রু
আর নয়, আর নয় মোরা চুপ
দেখছে সবাই আজ নতুন রূপ
করবো বিচার 'তাদের' এবার
হাসাবো এবার তোর মুখ
করবো বিচার 'তাদের' এবার
হাসাবো এবার তোর মুখ
করবো বিচার 'তাদের' এবার
হাসাবো এবার তোর মুখ
ডাউনলোড
©somewhere in net ltd.