নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চয়ন কান্তি

চয়ন কান্তি › বিস্তারিত পোস্টঃ

বিদায় বাংলাদেশ! কোটি মানুষের স্বপ্ন ভঙ্গ :((

১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:২৮

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ আজকে বিদায় নিল। ওয়েস্ট ইন্ডিজের উপর তাকিয়ে ছিলাম আমরা সবাই কিন্তু দূখ্যের সাথে দেখলাম তারা পারল না ইংল্যান্ডকে হারাতে। সাউথ আফ্রিকাকে হারানোটা অসম্ভব বিশেষ করে ওদের ফাস্ট বলারদের জন্য। এক খেমার রোশের বলিং এ আমাদের টাইগাররা (?) যেভাবে পালানোর রাস্তা খোজে সেখানে স্টেইন, মরকেলদের বলে তারা পিচেই হার্টফেল করবে। যাই হোক আবার চার বছর ধরে আমাদের অপেক্ষার পালা।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আরে ভাই আল্লাহর উপর ভরসা রাখেন!

২| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৩

অশ্বথবৃক্ষ বলেছেন: ভারতীয় জারজ চয়ন খুন্তির পশ্চাদ্দেশে একটা তীব্র গদাম দেয়অ হলো ।

৩| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৪

সাইফ বাঙ্‌গালী বলেছেন: ঐ মিয়া এইডি কি কন। আমরা ঠিক কোয়ার্টার ফাইনাল খেলবো দেখে নিয়েন। আগেই হাবিজাবি এইসব কি?

৪| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৯

সাইফ বাঙ্‌গালী বলেছেন: ভারত এবার আখেরি ডোবা ডুববে। তোমাদের বান্ডুলাকার যতই সেন্চুরি মারুক, কুনু লাভ নাই। বিশ্বকাপ জেতার যোগ্যতা তোমাদের নাই। আর কয়টা বছর যাইতে দাও, তোমাদের পরবর্তি বিশ্বকাপ জয়ের আগেই দেখবা আমরা বিশ্বকাপ জিতা আনছি।

৫| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৯

কিছুক্ষণ বলেছেন: ভাই আপনি কি ওয়েস্ট ইন্ডিজের দয়ার দিকে তাকাই ছিলেন?? বাংলাদেশ এখন পর্যন্ত যা করছে কারো দয়ায় তো করে নাই! নিজ যোগ্যতায় ২য় রাউন্ডে গেলে যাবে না গেলে না যাবে কিন্তু আমরা ভালটাই আশা করতে পারি।

৬| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১০:৪১

ইংলা বলেছেন: গদাম

৭| ১৭ ই মার্চ, ২০১১ রাত ১১:০১

অক্টোপাস বলেছেন: কান্তিরে গদাম!

৮| ১৮ ই মার্চ, ২০১১ রাত ১:৩৪

ক্যাপ্টেন০৫ বলেছেন: ভারতীয় জারজ সনতান চয়ন খুন্তির পশ্চাদ্দেশে একটা তীব্র গদাম দেয়অ হলো ।

৯| ১৮ ই মার্চ, ২০১১ রাত ১:৪০

আইলা বলেছেন: চয়ন ছাগু মগবাজার থেকে কত পাইলা এ বালপোষ্টের জন্য

১০| ১৮ ই মার্চ, ২০১১ রাত ১:৪৪

ফাহরুখ খান বলেছেন: ভারতীয় জারজ সনতান চয়ন খুন্তির পশ্চাদ্দেশে একটা তীব্র গদাম দেয়অ হলো ।

১১| ১৮ ই মার্চ, ২০১১ রাত ৩:৪৭

শুভ্র নামের ছেলে বলেছেন: ভাই অন্য কোন দল কি কি পাতাইসে সেটা আমাদের মাথায় না রাখলে চলে না? আমরা আমাদের মত কাজ করে যাব, ভাল খারাপ যে রেজালটই আসুক হাল ছাড়ব না।

আপসেটের উপর ভরসা রাখা ঠিক না, তবে আশা রাখতে পারি। ভরসা আর আশা কিন্তু এক না, আর যতদুর শুনছিলাম ডি ভিলিয়ার্স, তাহির আর স্টেইন খেলবে না নেক্সট ম্যাচে, একটা চান্স নিতেই পারি। শুরুতে চাপে ফেলে দিলে আর ক্যালিসকে উইকেটে রেখে সিঙ্গেল ব্লক করতে পারলে ওদের মিডল অর্ডারে প্রেসারে একটু হলেও পরবে।

এবার কোয়ার্টার ফাইনালে না গেলেও ক্ষতি নাই, শেষ ম্যাচ পর্যন্ত যে আমরা আমাদের সুযোগ ধরে রাখছিলাম সেটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। সব ক্রিকেটাররাই ২৭-৩০ বছরের মধ্যে সবচেয়ে ভাল খেলে, আমাদের প্লেয়াররা ওই লেভেল পৌছাক, দুনিয়া ফাটায়ে দিবে।

১২| ২২ শে মার্চ, ২০১১ রাত ২:০২

আমি তুমি আমরা বলেছেন: ক্যাপ্টেন০৫ বলেছেন: ভারতীয় জারজ সনতান চয়ন খুন্তির পশ্চাদ্দেশে একটা তীব্র গদাম দেয়অ হলো ।

১৩| ২৮ শে মার্চ, ২০১১ সকাল ৭:৪৪

জিসান শা ইকরাম বলেছেন:
তরপরো সাথে থাকবো টাইগারদের :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.