নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে মানুষের অধিকার হননের চেষ্টায় লিপ্ত বর্তমান শাসকশ্রণি, তারা কথায় কথায় কথিত উন্নয়নের দোহাই দেয়, উন্নয়ন কাকে বলে?
লোক দেখানো দুচারটি সড়ক, উড়াল সেতু ও একটি বহুমখীসেতু কোন সভ্য দেশের গণতান্ত্রিক ভিত্তি হতে পারে না, দেশের মানুষের বাকস্বাধীনতা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কতটুকু রয়েছে, এবং রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, একটি দেশের জণগনের জীবনযাত্রার মান ও টেকসই পরিকল্পনা নিয়ে সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করার নাম গণতন্ত্র,
সেখানে বালুর ট্রাক, কিংবা মিথ্যা মামলা দিয়ে হয়রানী, জেল জুলুম, খুন গুম, দুর্নীতি আইনের অপশাসন, মানবাধিকার লঙ্গন, ভোট ডাকাতি সহ প্রতিপক্ষ রাজনীতিবিদকে শত্রু ভাবার মাধ্যমে স্বৈরাচারী চরিত্র ফুটে উঠে, সেটিকে লুটপাটের অংশহিসেবে কথিত উন্নয়নের দোহাই দিয়ে পার পাওয়া যায় না ।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: চোখ মেলে ভালো করে চারদিকে তাকান- তাহলে নিজেই সব দেখতে পারবেন।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
কলাবাগান১ বলেছেন: বিদ্যুত ছাড়া খাম্বার সাথেও গনতন্ত্র এর কোন সম্পর্ক নাই
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: পদ্মাসেতু ২০১৯ সালের আগে উদ্বোধন হওয়ার কথা, এখনো পর্যন্ত ১ স্পাম উঠেছে পিলারের সাথে, কতবার বাজেট পরিবর্তন করা হয়েছে, সারা দেশ ১৯৯৬ সালের পর অন্ধকারে ডুকে ছিলো, বিএনপির কুইক রেন্টালের কারণে প্রাথমিকভাবে ৩৯ জেলায় দ্রুত বিদ্যুৎ পৌছায়, বাকী জেলা গুলোতে পৌছানোর আগে ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যায়, খাম্বাও উন্নয়নের অংশ, বাঁশ তো দেয়নি ।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: খাম্বা খাম্বা আর কত করবনে ভায়া!
একটু ১০ বছরে দলীয় লুটপাটের দিকে তাকান!
আপনারতো লাভ হয়নি! হয়েছে কি?
তবে আর বিবেক নীতি বন্দী রেখে দলান্ধতায় লাভ ক?
তেতুল হুজুরের সাথ মিশে গিয়ে ভোটের লাভ হলেও আত্মার সাথে চেতনার সাথে কি বেঈমানী করেনি আ্ওয়ামীলীগ!
মৃত্যুকে স্মরণ করুন। সত্যের পথে থাকুন।
স্বৈরাচারিতাকে উন্নয়ন দিয়ে জাষ্টিফাই করে যারা তাদের বোধ বিবেক আত্মা সবই মৃত বৈকি!
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
ঢাবিয়ান বলেছেন: বিদ্রোহী ভৃগু , লাভ ছাড়া কি আর কেউ বিবেক নীতি বন্দী রাখে?
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৯
বেনামি মানুষ বলেছেন: আপনার বয়স যথেষ্ট হয়ে থাকলে তো আগের সরকারের গণতন্ত্রও প্রত্যক্ষ করেছেন, নাকি?
আসলে মানুষের যখন দোষ খুঁজতে বা নিন্দা করতে ইচ্ছা হয় তখন যেকোনো ভাবে সেটা করা যায়।
আওয়ামীলীগ, বিএনপি, বর্তমান বা অতীতের সরকার ফ্যাক্ট না।
আমি নিশ্চিত করে বলতে পারি লেখক, আপনি কখনো আওয়ামীলীগ গণতন্ত্র রক্ষা করছে বা দেশের উন্নয়ন করছে সে বিষয়টা মেনে বা মনে নিয়ে চিন্তা করেন নি।
আপনার চিন্তাই হলো তারা গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
পবিত্র হোসাইন বলেছেন: উন্নয়ন আর গণতন্ত্রের সম্পর্ক কোনদিনই ছিল না ।