নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

আপনার ঘরকে প্রাণবন্ত করতে ১-২ টি বিড়াল পোষতে পারেন

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬



একটি পরিবারের এটি শিশু যেমন সবাইকে আনন্দ দেয়, ঠিক তার সাথে যদি ১/২ টি সুন্দর বিড়াল পোষা যায় তবে আপনি সারাদিন পরিশ্রম করে যখন বাসায় ফিরবেন তখন বিড়ালের দুস্টামি, আর মজার মজার সব অনুভূতি গুলো আপনাকে অনেক আনন্দ দিবে, বিশেষ করে যারা হার্টের রোগি বা একা থাকলে নানা মানসিক টেনশন করেন, আপনারা বিড়াল পোষতে পারেন , বিড়াল ইসলাম ধর্মেও পোষার ব্যপারে সমর্থন করে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর অন্যতম প্রিয় সাহাবী হযরত আবদুর রহমান (ওরফে আবু হুরায়েরা) সব সময় বিড়াল পালতেন । তাই প্রিয় নবীজি তাকে আবু হুরায়েরা বা বিড়ালের পিতা বলে ডাকতেন।
এবং আরব দেশ গুলোতেও বিড়াল প্রতিটি ঘরে ঘরে আছে , এটা তাদের পরিবারেই অংশ ।

ছবি : গুগুল থেকে সংগ্রহ কৃত

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: বিড়ালের ছবি গুলো ভারী মিষ্টি।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: বিড়াল আমার সবচেয়ে পছন্দের প্রাণী

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

প্রামানিক বলেছেন: বিড়াল নিয়ে সুন্দর পোষ্ট।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ ভাইজান

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর সব বিড়ালের ছবি যোগার করেছেন। ভাল লাগল দেখে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বি ভাই, তবে বিদেশে এসব থেকেও সুন্দর সুন্দর বিড়াল পাওয়া যায় দেশে তেমন চোখে পড়ে না ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮

হাবিব বলেছেন: ভালো লাগলো

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধ্যনবাদ ভাই

৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২

নয়া পাঠক বলেছেন: আমি তো পুষি, বর্তমানে ২টি রয়েছে তার একটি পোষ্ট করা ৫নং ছবির মত দেখতে প্রায় একই রকম। অনেক সময় কাটে তাদের সঙ্গে বেশ আনন্দেই।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ওয়াও , আপনার পছন্দ তো খুব সুন্দর

৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন:
নিজেই গুছিয়ে থাকতে পারি না, আর একটা বিড়াল কিভাবে রাখব! ওটার যত্ন আত্তি কে করবে !

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সেটাও ঠিক, তবে পারিবারিক ভাবে পোষলে কষ্ট কম হবে ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

জুন বলেছেন: আপনার লেখাটি কালই পড়েছি কারন আমার অত্যন্ত প্রিয় একটি বিষয় নিয়ে লিখেছেন। সেটা হলো বিড়াল। খুব সুন্দর লেখা আপনার ।
আমিও শুনেছি একাকীত্ব এবং বিশেষ করে স্ট্রেস থেকে মুক্তি দিতে বিড়ালের বিশেষ ভুমিকা রয়েছে । আমাদের নবীজি যে বিড়াল পছন্দ করতেন এবং অনেকের মতে তিনি নিজেও পুষতেন সেটা পড়েছি । তাই তুরস্ক বিশেষ করে ইস্তাম্বুলে এবং মালয়েশিয়ায় প্রায় প্রতিটি পরিবার বিড়াল পুষে থাকে । আমাদের এখানে বেড়াতে আসা এক অতিথি খুবই অবাক হয়েছিল যখন কোন বাসায়ই সে কোন পোষ্য দেখেনি বিশেষ করে বিড়াল।
বিড়াল নিয়ে আমিও ব্লগে একটি লেখা প্রকাশ করেছিলাম । সময় হলে দেখতে পারেন ।
"তুং তুং " এক মুটু বিড়ালের উপাখ্যান
লেখায় ভালোলাগা রইলো ।
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.