নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা ও দুই বোনের আহাজারী বিনা দোষে তিন বছর জেলা খাটা জাহালামকে জড়িয়ে ধরে
ছবি : জাহালামকে মুক্ত দেখে ভাইয়ের কান্না
গতকাল দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটি সেমিনারে বলেছে বাংলাদেশের এক তৃতীয়াংশ বন্দী বিনা বিচারে জেল খাটছে।
দেশের দুর্নীতিবাজ আসল রাঘববোয়ালরা যখন আঙ্গুল পুলে কলাগাছ হয়ে যাচ্ছে, সবগুলো ব্যাংক যখন মূলধন খেয়ে বসছে শেয়ারবাজার যখন ধ্বংস হলো কই কাউকে তো গ্রেফতার করা হয়নি! বা কারো নামে মামলা দিয়ে তাকে সাজা দেয়া হয়নি , অথচ একজন নিরিহ পাটকল শ্রমিকের নামে ১৮ কোটি টাকার দুর্নীতির মামলা দিয়ে তাকে যাবজীবন কারাদন্ড দেয়া হলো, ভাগ্যক্রমে ৩ বছর জেল খেটে রক্ষা পেলো এই নিরিহ মানুষটি ।
এতে স্পর্ট হয় দেশে কত লক্ষ মানুষ বিনা দোষে সাজা পাচ্ছে, আর দুর্নীতি দমন কমিশন হলো একটা দলের সহযোগী সংগঠন তারা তাদের বাদ দিয়ে নিরিহ ও বিরোধী শক্তির দোষ ক্রটি নিয়ে ঘাটাঘাটি করে, এবং কোন তদন্ত ছাড়া যার তার নামে মামলা দিয়ে রাখে ।
আমারা ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই । আর কোন জাহালামকে বিনা দোষে জেলে দেখতে চাই না।
কে দিবে তার জীবন থেকে চলে যাওয়া তিন বছর, তার মা বোন পরিবারের কষ্টের দিনগুলো ?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: যথার্থ বলেছেন, ধন্যবাদ
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই হতছাড়ার ৩টি বছরের কি হবে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: কি আর হবে, গরীব হয়ে জন্ম নিলে এই রকম শোষিত শ্রেণির রোষানলে পড়ে জীবনটা এলোমেলো হওয়াটাই স্বাভাবিক আমাদের ভূখন্ডে।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
বাংলার মেলা বলেছেন: পজিটিভলি দেখুন। যে লোকের দুর্নীতির সাজা জাহালম খাটল, তার সামর্থ আছে পয়সা কামানোর, দেশের উন্নয়নে অবদান রাখার। আর জাহালম বাইরে থেকে কামাই করলে কি হত? বড়জোর তার মা-বোনের অন্নসংথানের ব্যবস্থা করতে পারত - তাতে দেশের কোন উপকার হতনা। মাঝখান থেকে দুদকের কর্তাব্যক্তিরা কিছু কামিয়ে নিল। ভাল না?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১০
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনার যক্তিটি এবেকারে মন্দ না, আইনের শাসন বলে কিছু্ নেই .... জোর যার মুল্লুক তার তা বাংলাদেশের জন্য পারফেক্ট
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
নজসু বলেছেন:
একেই বুঝি বলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
তার সৎভাই তাকে ফাসিয়ে দিয়েছে।
কথিত সৎভাই টাকা লোন করে, সেইম ঠিকানা ব্যাবহার, পিতার নামও সেইম। সেই কারনেই ভুল।
আসলে এই দুইজনই বলির পাঠা।
মুল ডাকাত সোনালী ব্যাঙ্কের কিছু কর্মকর্তা। তারা অলরেডি রিটায়ার করে ভেগেছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: মূলহোতা যে তার সৎ ভাই তা তো কোন মিডিয়ায় আমার চোখে পড়েনি ! আপনি কি নিশ্চিত হয়ে বলছেন?
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
সাইন বোর্ড বলেছেন: স্বাধীনতার সুফল ভোগ করছি আমরা এভাবেই...
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বী সত্য উপলব্ধি করছেন
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পুলিশের তদন্ত আর দেশের বিচার ব্যবস্থা দেখে করুণা হয়। কী হবে এদের দিয়ে?
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
আরোগ্য বলেছেন: কোন দেশে যে বাস করি। কোন কিছুর উপর ভরসা নেই বিশেষ করে সরকারি ব্যবস্থা।
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভয়ানক। এক কোটি টাকা ক্ষতি পূরন দিলেও এই ক্ষতি পূরন হবার নয়।
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কে দেখবে এই অবিচার!!!
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: এই দেশে দরিদ্ররা বড় অসহায়।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০
তারেক ফাহিম বলেছেন: দরিদ্রতায় বড় অপরাধ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
রোকনুজ্জামান খান বলেছেন: অসহায়ের পাসে কেউ নাই,
টাকা ছাড়া আদালতে বিচার হয় না ,,,
তাই অসহায় মানুষ গুলি দিনের পর দিন এভাবেই থাকবে ........!
কারণ সে গরীব...........?