নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন কম্পিউটার এর পূর্ণরূপ

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১



কম্পিউটারের পূর্ণরূপ

full elaboration form of computer

C = Commonly
O = Operating
M = Machine
P = Particularly
U = Used for
T = Technical
E = Education and
R = Research

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

একে৪৭ বলেছেন: এইসব অদ্ভুত মনগড়া জিনিস জ্ঞানরুপে কেন ছড়াচ্ছেন!
Computer শব্দের উৎপত্তি computation থেকে, যার মানে the action of mathematical calculation.
Computation এসেছে ল্যাটিন Computatio + ইংলিশ Compute থেকে।
কম্পিউটার ডিভাইস আসার আগে মানুষকে Computer (human computer) বলা হত, যারা ক্যালকুলেশনের কাজ করতো।
আপনার দেয়া পূর্ণরুপ অনুযায়ি মানুষের মাঝে Operating Machine খোজা হাস্যকর।

ইন্টারনেটে যাই দেখেন, চোখ বন্ধ করে মেনে নেয়া উচিৎ না।
আর তা যথেষ্ট যাচাই বাছাই না করে জ্ঞানরুপে প্রকাশ করা অনুচিত।


১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আশাকরি আপনি আমার সম্পর্কে না জেনেই এমন মন্তব্য করেছেন, যাইহোক কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে তখন কম্পিউটার নামটি দেয়ার পিছনে কি যুক্তি বা এটির নিশ্চয় পূর্ণরূপ আছে , আমি যদি ভুল করে থাকি আপনি তা প্রকাশ করুন । আমি তো এটি বিএসসির বইতেই পেয়েছি, এবং উন্নত বিশ্বের সকল ভার্সিটির বইয়ে পিডিএফ আকারে ইন্টারনেটে আছে।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

একে৪৭ বলেছেন: দু:খিত, আমি বিশ্বাস করতে পারছি না আপনি কোন বিএসসি'র বইতে এটা পেয়েছেন, আমি অন্তত চার বছর CSE পড়ে এমন কথা কোথাও দেখিনি।
আর কোন উন্নত দেশের কোন ভার্সিটির বইতে আপনি এটা পেয়েছেন, আপনার কাছে রেফারেন্স থাকলে দিয়ে সাহায্য করতে পারেন, নিজের চোখে না পরা অজানা জ্ঞানকে সমৃদ্ধ করে নিবো।

আর কম্পিউটার এমন আবিষ্কার নয় যে আবিষ্কার করে এর নামকরন করা হয়েছে, এটি একটি বিবর্তনের ধারা।
প্রথমে হাতে কলমে মানষে দ্বারা ক্যালকুলেশেন, তারপর কড়ি বা গুটি দিয়ে ক্যালকুলেশন, তারপর এ্যাবাকাস, তারপর ইলেকট্রনিক ডিভাইস আকারে সামনে আসা ক্যলকুলেটর, এগুলো সবই কম্পিউটার, অর্থা‌ৎ যে ক্যালকুলেশন করে মোটামুটি তাকেই কম্পিউটার বলে। যেমনটা যে খেলে, তাকে খেলোয়ার বলে।
এমনকি শুরুতে মানুষকেও কম্পিউটার বলা হতো, Human Computer লিখে Google করে দেখতে পারেন।

কম্পিউটার হুট করে আবিষ্কার হয়নি যে তাকে একটা নাম কেউ দিয়ে দিবে।



আরও জানতে: Click here

আশা করি আর কোন কনফিউশন থাকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.