নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের টান
- এম বোরহান উদ্দিন রতন
তেমন কোনো মানানসই শব্দ আমার সংগ্রহে নেই
যা দিয়ে নিদেনপক্ষে অহংকার করতে পারি
এই যে অক্ষরের প্রাসাদ,দাঁড়িয়ে আছে মাটির উপরে
ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের কোল আলো করে।
এটা কোন অলৌকিক ঘটনা নয়
এটা আসলে বর্ণমালার একটি সাজানো বাগান।
তুমি কি এই বাগানের মালী?
গুগল সার্চ করেও সেসব কিছুই জানতে পারলাম না
কেবল রাত জেগে বসে আছে ফুলের সৌরভ।
উন্মুখ হয়ে যাঁরা এখানে ছুটে আসছেন তাঁরাই আসলে ক্ষুধার্ত নাগরিক
আমি বলি ভ্রমরের দল, পসরা বাগান ঘুরে ঘুরে মধু আহরণ করাই ওঁদের কাজ।
আমিও আসি অক্ষরের উজান দেখতে। আমিও আসি ফকিরের বেশে,
আসি আর চোখ থেকে অসন্তোষ খুলে রেখে বাড়ি ফিরে যাই।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ আপনাকে ..
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
নীলকন্ঠ কবি বলেছেন: খুব ভালো লেগেছে
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!