নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এসে গেছে...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে

মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।

গগনের নবনীলে মনের গোপনে
বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ
পলাশের নেশা মাখি চলেছি দু’জনে
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

ছবি: পলাশ ফুলে কোকিল
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটছুটি করে কারা!
দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু
আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে
মথা নত করে রব, বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে।।
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে।




ছবি : কৃষ্ণচূড়া


ছবি : জারুল ফুল



ছবি: সুরুযঘূর্ণি ফুল







ছবি: সোনালু ফুল










বসন্তের জনপ্রিয় গানটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: এটি একটি রবীন্দ্র সংগীত, আর ছবি গুলো বাংলাদেশের বসন্তকালীন গ্রামীণ ফুল

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

বাকপ্রবাস বলেছেন: কলকাতার একটা ফিল্মে গানটা ব্যবহার হয়েছে, খুব সুন্দর এবং ভাল লেগেছে গানটা, আর ফুল গুলো দেখে মনের মাঝে মিষ্টি বাতাস খেলে গেলে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮

নীলকন্ঠ কবি বলেছেন: গানটি আমার বেশ প্রিয়, ধন্যবাদ আপনাকে

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১০

সাজিদ শুভ বলেছেন: বেশ ভালো লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.