নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

ভারতে গো মূত্র রপ্তানির উদ্যোগ নেয়া হোক !

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১


প্রতিবেশী ভারতে প্রতি লিটার দুধের দাম ৫০ টাকা
আর প্রতি লিটার গরুর মুতের দাম ৮০-১০০ টাকা !

বাংলাদেশে প্রায় ১ কোটি গরু আছে !
প্রতিটি গরুর মুত কালেকশান করে ভারতে রপ্তানি করা গেলে তো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো ভালো থাকতো,

তাছাড়া মিত্রদেশ হিসেবে মুত আমদানিতে বাংলাদেশকে প্রাধান্য তো দিতেই হবে ভারতকে ।



তথ্যসূত্র : গো মূত্রের দাম দুধের চেয়ে দিগুণ

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

আরোগ্য বলেছেন: এই মুহূর্তে লগইন করার কোন ইচ্ছা ছিলো না।
কি বুঝে এই ছবি দিলেন। আমার দেখেই বমি বমি লাগতেছে। আল্লাহ মাফ করুক। এ কেমন অজ্ঞতা। মা বলে বুঝলো কিন্তু কেউ তার মার প্রস্রাব খায়? আসতাগফিরুল্লাহ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আমারও বমি বমি আসছে, তবে এসব কুসংস্কারের বিরুদ্ধে না লিখলে কখন যে আমাদের দেশের মানুষ এসব কুসংস্কারে বিশ্বাস করে না বসে, কেমন রূচিবোধ তাদের চিন্তা করুন, এদানিং সকল জাতীয় পত্রিকায় বিষটি দেখে হাসবো না কাদবো .. তারা কিনা আমাদের জ্ঞান দিতে আসে ওয়াক থু ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: কুসংস্কার।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

কানিজ রিনা বলেছেন: মুত্র রপ্তানি ব্যবসাটা শুরু করুন আইডিয়াটা
মন্দ না। তয় ষাঢ়ের মুত চলবে কিনা দেখেন।
ছবিতে দেখছি শুধু গাভির মুত ধরে খাচ্ছে।
হা হা হা কাঁচের গ্লাসে গরুর মুত দেখতে
মদের মত দেখাচ্ছে। আমাদের দেশের মাতাল
গুল গরুর মুত খেয়ে দেখতে পারে কারন
গরুর মুতের রঙের সাথে মদের রংয়ের মিল
আছে। ওহঃ তাইতো ভারত যা করে আমাদের
দেশেও তাই করা উচিৎ। বেশ ভাল একটা
ব্যবসার আইডিয়া দিয়েছেন। হোটেল মোটেলে
গরুর মুত বোতলজাত করে চালালে মদখোর
গুল খেয়েও দেখতে পারে। ভাল ভাল বেশ
পোষ্ট দিয়েছেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ আপনাকে , যথার্থ বলেছেন

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: বাংলাদেশ থেকে ভারতে গো মূত্র রপ্তানি করার জন্য বাংলাদেশ ও ভারতের মাঝে ডিল হওয়ার কয়েকদিনের মাঝে শুনবেন বাংলাদেশের এক্সপোর্টাররা গো মূত্রে ভেজাল মেশাচ্ছে।

ভারতের মানুষ গো মূত্র খেতে (পান) পারে, কিন্তু ওরা ভেজাল খাবেনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ১ কোটি গরু গড়ে ৫ লিটার মুতলে প্রতিদিন ৫কোটি লিটার। পাইকারী হিসেবে ২০ টাকা দরে দিলে ১০০ কোটি টাকা প্রতিদিন। মাস শেষে ৩ হজার কোটি !

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

ভুয়া মফিজ বলেছেন: এতো সুন্দর ব্যবসার আইডিয়া!!!

অন্য কেউ শুরু করার আগে শুরু করে দেন। জমজমাট ব্যবসা হবে। বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম গো-মুত্র রপ্তানীকারক দেশ, আর আপনার কোম্পানী হবে পৃথিবীর প্রথম গো-মুত্র রপ্তানীকারক কোম্পানী!!! =p~

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ১ কোটি গরু গড়ে ৫ লিটার মুতলে প্রতিদিন ৫কোটি লিটার। পাইকারী হিসেবে ২০ টাকা দরে দিলে ১০০ কোটি টাকা প্রতিদিন। মাস শেষে ৩ হজার কোটি

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২

প্রশ্নবোধক (?) বলেছেন: কয়েকদিন আগে বনি আমিনের একটা ভিডিওতে দেখলাম, কলকাতা দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন নদী থেকে মাটি আর জল তুলে পূজার্থীদের কাছে একটু মাটি আর হাফ লিটার জল বিশ টাকায় বিক্রি করছে, আর এই মহা পবিত্র মাটি জল সমানে বিক্রি হচ্ছে। =p~ ছেলেগুলো আসলেই বুদ্ধিমান। সামান্য মাটি আর পানি থেকে ব্যবসা করে ফেলল হাজার হাজার টাকা। :D

তাই আমাদেরও মুত্র রফ্তানী করা উচিত। ওরা গু কেন না খায় তাতে আমাদের কি? আরো বেশি করে খা।
কি চমৎকার দেখা গেল, আমাদের মন্ত্রী মহোদয়েরা উনাদের কাছে গিয়েছেন ট্রেনিং নিতে। :P

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: ওরা গরুর মুত্র খাইলেও ভেজাল খায় না, কথাটা সুন্দর।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
৮০র দশকে ইত্তেফাকে দেখেছিলাম এদেশেই উটের মুত্র পান করতে লাইন লেগে গেছিল।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯

কেএসরথি বলেছেন: @হাসান কালবৈশাখী - এখন কি বাংলাদেশের পিছনেও লাগবেন নাকি?

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯

বাংলার মেলা বলেছেন: উটের মূত্র হল হিন্দুদের গোমুত্র বিষয়ক গ্লানি ঢাকার জন্য মুসলমানদের বিরুদ্ধে একটা দুর্বল ডিফেন্স মেকানিজম। যতদূর জানা যায়, সূর্যের তীব্রতা থেকে বাঁচানোর জন্য ক্ষতস্থানে উটের মূত্রের প্রলেপ দেবার জন্য একটা হাদিসে পরামর্শ দেয়া হয়েছিল - হাদিসটি সঠিক না জাল - সেটি জানা যায়নি। তবে সঠিকও যদি হয়ে থাকে, তার মাধ্যমে মুসলিমদেরকে হেয় করা যাবেনা, কারণ সেখানে উটের মুত্র খেতে বলা হয়নি। আর এই আধুনিক যুগে এসে বর্জ্য পদার্থ ভক্ষণের মত বেহায়া কর্মকান্ডকে যারা উটের মূত্রের আবরণে ঢাকতে চায়, তাদের জন্য সত্যি লজ্জা হয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: কর্মের সুবাধে আমিও আরব দেশগুলোতে অবস্থান ছিলো, কই এই ধরণের কোন কিছু তো শুনি নাই, জাল হাদিস হতে পারে

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দাদারা শুধু নিতে জানে, দিতে জানে না!!!

মূত্রপানের হাহাকারে গরুর পা ধরে থাকবে, তবু আপনার মুত্র :P থুরি আপনার গরুর মুত্র নেবেনা!
তাতে যে তাদের লস!

পাগলেও তাদের ভালা বুঝে আমাদের চেতনার দলই কেবল বুঝলো না!
ট্রানজিট, করিডোর, নৌ করিডোর, ব্যবসা, বাংলাদেশর বুক চীরে তাদের যাতায়াতের রাস্তা!
গার্মেন্টসে অবৈধ ভাবে চাকুরী, এ দেশে চাকুরী করে ঘটিগুলোর ঐদেশ সম্পদ কেনা! সবই দিয়েও
শুধু মুত্র রপ্তানীর অনুমতি আনতে বলেন!!! পারবেনা!

দাদারা বলবে মুসলমানের পালা গরুর মুত্র চলবে না।!

গো-মুত্র পান করে!!! :-P :-P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: মন্তব্যটি খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

নীল আকাশ বলেছেন: এতো দেখি সুন্দর ব্যবসার আইডিয়া!
এবার যদি আমদানী রপ্তানীতে গ্যাপটা একবারে হুট করে কমানো যায়!
চমৎকার পোস্ট!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বি আমারও তাই মনে হয় বিনা পুঁজিতে অধিক মুনাফা

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

ম্যাড ফর সামু বলেছেন: ব্যবসার আইডিয়া ভালো, তবে যেখানে কোরবানীর সময় আমরাই ভারত থেকে গরু আমদানী করি, সেখানে ভারতে এই জিনিস রপ্তানি,..... চেষ্টা কইরা দ্যাখতে পারেন.. বায়ার পান কি না, পাইলে যোগাযোগ কইরেন আমার ইমপোর্ট-এক্সপোর্ট লাইসেন্স আছে? ব্যবসায় সহযোগিতা করমু ইনশাআল্লাহ... B-)) B-)) B-))

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

গরল বলেছেন: গোমূত্রের সাথে সোডা ও পছন্দমত বিভিন্ন ফ্লেভার দিয়ে বোতলজাত করতে পারলে অবশ্যই সগল ব্যাবসা হবে =p~

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

তারেক ফাহিম বলেছেন: দারুন আইডিয়াতো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.