নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

কবি শুক্রবারে বিদায় নিতে চেয়েছিলেন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪



রাত্রিশেষে কোনো শুভ শুক্রবারে তিনি বিদায় নিতে চেয়েছিলেন, প্রকৃতি তাঁর ডাকে সাড়া দিয়েছে, শুক্রবার দিনশেষেই তিনি বিদায় নিলেন, আজ নিখিল বাংলা শোক করুক, ভাষার প্রিয়তম সন্তানের জন্য, কবিতার সন্তপুরুষের জন্য শোক করুক, তাঁর শেষ ইচ্ছা পূর্ণ হয়েছে, মৃত্যুর লোবানমাখা সেই কবিতায় তিনি মৃত্যু পেরিয়ে দেখতে পান,

স্মৃতির মেঘলা ভোর
- আল মাহমুদ
-----------------
কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে
মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ;
অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে
ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।
ফেলে যাচ্ছি খড়কুটো, পরিধেয়, আহার, মৈথুন—
নিরুপায় কিছু নাম, কিছু স্মৃতি কিংবা কিছু নয়;
অশ্রুভারাক্রান্ত চোখে জমে আছে শোকের লেগুন

কার হাত ভাঙে চুড়ি? কে ফোঁপায়? পৃথিবী নিশ্চয়।
স্মৃতির মেঘলাভোরে শেষ ডাক ডাকছে ডাহুক
অদৃশ্য আত্মার তরী কোন ঘাটে ভিড়ল কোথায়?
কেন দোলে হৃদপিণ্ড, আমার কি ভয়ের অসুখ?
নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলায়!
আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার
যদি হয় ভোরবেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: আল্লাহ কবিকে জান্নাতবাসী করুক!

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৬

নজসু বলেছেন:




প্রকৃতি তাঁর ডাকে সাড়া দিয়েছে- কথাটা কেমন যেন হয়ে গেলো না।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: তার আত্মার মাগফিরাত কামনা করছি।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

আরোগ্য বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইচ্ছা পূরণের মালিক তার ইচ্ছা ঠিকই পূরণ করেছেন কিন্তু সরকারি ব্যবস্থার কতটা অক্ষম যে তার দাফনের ক্ষুদ্র ইচ্ছা পূরণ করতে পারে নি।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাওয়া পূরণ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.