নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে চাইলে একবার পড়ে নিন

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

অনেক তরুণ উদীয়মান ছোট ভাইরা প্রায় আমাকে মেসেজ দিয়ে বলে কি কাজ শিখবো। বর্তমান বিশ্বের চাহিদা ও বাংলাদেশের তরুণদের যোগ্যতা মেধা অনুযায়ী কিছু প্রোগ্রামের নাম নিচে দিলাম।

কথা দিচ্ছি আপনি সঠিক প্রতিষ্ঠানে মন দিয়ে ১/২ বছর কোর্স করে কাজে লেগে যান আর পিছনে তাকতে হবে না।

কোর্সগুলো নিম্নে দেয়া হলো:
1. Basic Computer Knowledge
★ English, Bengali or Arabic typing course
★Microsoft Office :
*MS word
*MS Excel
*MS PowerPoint
(অবশ্যই কোর্স গুলো ২০১০ এর পরের ভার্সনে শিখবেন)
কাজের ক্ষেত্রে : যেকোন অফিস আদালতে বা দৈনিক ব্যবসায়ের হিসাব ও তথ্যকে কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করা সহ যে কোন হিসাবরক্ষন বিভাগে বা প্রশিক্ষণে প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থদের বুঝাতে কোর্সটি লাগবে ।

2. Graphics Design
★Adobe Illustrator
★Adobe Photoshop
★CorelDraw

*Printing Expert
* CTP Palate Setting and Process
(আপডেট ভার্সনে শিখার চেষ্টা করবেন)
কাজের ক্ষেত্রে : যেকোন প্রিন্টিং প্রেস, ইলেক্ট্রিক ও প্রিন্টি মিডিয়া বা ছোটখাটো এডভ্যাটাইজিং কো। তে জব করতে পারবেন তাছাড়া নিজেও প্রতিষ্ঠান দিতে পারবেন, কাজের ধরন, বিজনেস কার্ড, বিয়ের কার্ড, ম্যাগাজিন , পোস্টার , ফেস্টুন, ক্যালেন্ডার, লিফলেট, পাইল, হ্যান্ডবিল , বই, সহ বিলবোর্ড, ক্রস্ট সহ সকল প্রিন্টিং কাজ করতে পারবেন, এমনকি ফটো স্টুডিওতেও ।

3. Web Design :
* Basic
* HTML
* CSS
* Java
* MySQL
*Wardpress
*Dream O.
* Photoshop
* Hosting
* Optimise programme

ওয়েব সাইট নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারবেন,

4. C program ( Visual Basic
*Apps Development
এ্যাপস নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন বা নিজে প্রতিষ্ঠান দিতে পারবেন

5. Networking
* Lan, Man, wan
* Cisco Certified
* CNA
* CCNA
(সবচেয়ে সময়সাপেক্ষ ও বর্তমাসে ডিমান্ড বেশী)

যে কোন প্রতিষ্ঠানের আইটি ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন, দেশের বাহিরে অনেক ডিমান্ড , েএবং টেলিকমিনেকেশন কোম্পনীতেও কাজ করা সহ আইটি সাপোর্ট কোম্পানী তে কাজ করতে পারবেন ।

৬. Autocad Design
* 2D, 3D, MaX
* Drafting (Electronic, Mechanical, Architectural and Furniture & Decorations
* Building Design, Car Design and decoration

ইঞ্জিনিয়ারদের খসড়াতে আপনি ড্রাফটিং করতে পারবেন অপারেটর হিসেবে

7. Embroidery Design
কাজটির প্রচুর ডিমান্ড বিভিন্ন গার্মেন্টেন্সে কাজ করালে ৩০ হাজার - ১ লাখ টাকা বেতন দিবে।
যেকোন তৈরিকৃত পোষাকের উপরে এমব্রডারি করা যাবে, এবং কাজের চাহিদা প্রচুর বিশেষ করে গ্রামেন্টস গুলোতে
Software name : Wilcom

8. Video Editing Course

*Adobe Premiere pro
কাজের ক্ষেত্র মিডিয়া টিভি চ্যানেল ও ইউটিউব সহ বানিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠিান

9. Mastering Graphics
(শুধু মাত্র ক্রিয়েটিভ আর্টিষ্টদের জন্য বিশেষ করে যারা বইয়ের প্রচ্ছদ সহ ক্রিয়েটিভ কাজ করে)


10. Hardware and troubleshooting
*Laptop, Desktop total problem solve
* how to install opereting system win7, 8, 10, Linx, me and Apple MAc,

* how to All Software install....

উপরের ১ নং টা প্রথমে লাগবে সেটি কোন আহামরি প্রোগ্রাম নয়, নিচের যে কোন বিষয়ের উপর মনযোগ সহকারে একাধারে ২ বছর পরিশ্রম করে শিখলে জীবনের চলার পথ টা অনেক সহজ হয়ে যাবে।

আর উপরের প্রতিটি একটি করে শিখতে প্রোগ্রাম শিখতে সময় লাগবে ২ - ৬ মাস যে কোন ১ টি শিখলেই হয়। শিখতে ৫- থেকে ৩০ হাজার টাকা খরচ হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি ২ বার পড়েছি; আশাকরি, এপেন্টমেন্ট লেটার পাবো কালকে ভোরে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: লেখক বলেছেন: আপনার কাজই হলো সকল ইতিবাচক দিকগুলোকে নেতিবাচক হিসেবে তুলে ধরা, আপনি কি ব্লগের বাহিরে অন্যকিছু করেন কিনা? নাকি সারাদিন পন্ডিতের মতো এসব করে বেড়ান ব্লগে

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: এত সহজ না ভাইডি।
যদি এত সহজই হতো তাহলে দেশে এত বেকার থাকতো না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আমি তো সফল হয়েছি ভাই, বাংলাদেশর ৬ লক্ষ তরুণ এখন ফ্রিল্যান্সিং করে , তারা কিভাবে সফল হয়েছে তার পিছনের গল্প শুনবেন, আইমান সাদিক এখন ব্রিটেনের রানী থেকে পুরস্কার নেয়, সালমান মুক্তাদির সহ যারা শুধু ইউটিউব দিয়ে উঠছে, আমি তরুণদের কেবল উৎসাহিত করতে চেয়েছি ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজীর মন্তব্য আপনি ধরতে পারেন নি।
বুঝতে পারেন নি।

এটা দুঃখজনক।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: একটা কোর্স করবো করবো করেও করা হচ্ছে না।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯

নতুন নকিব বলেছেন:



সুন্দর পোস্ট। আপনাকে ধন্যবাদ।

হতাশ হওয়ার কিছু নেই। বরাবরই আমি আশাবাদী মানুষ। আশার মাঝেই তো লুকিয়ে থাকে সফলতার স্বর্ণখনি।

টেকনিক্যাল কাজগুলো শিখে তরুন প্রজন্ম তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়তে সক্ষম হবে। +++

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুধু পৃথক ক্যারিয়ার নয়, বর্তমান সময়ে সকলের ০১ নং সিরিয়ালের সবকয়টির উপর ভাল দক্ষতা অর্জন জরুরী।

ভাল পোস্ট, অনেকের কাজে দিবে। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.