নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকের কাছে হয়তো আরবি টাইপিং শিখা কঠিন মনে হতে পারে তবে বাস্তবে বাংলা ও ইংরেজি থেকেও সহজ আরবি টাইপ কারণ আরবি হরফে (অক্ষরে) কোন যুক্ত বর্ণ নেই।
২৯ টি আরবি হরফ ভালোভাবে চিনে রাখলেই হয়।
ا ب ت ث ج ح خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن ه و ي
এর বাহিরেও কিছু হরফ ব্যবহার হয় যেমন : নকতা ছাড়া ى এবং ء ئ ؤ لا
সেই ক্ষেত্রে হরফের নুকতাওয়ালা হরফ গুলোকে মনে রাখলেই কাজটি সহজ হবে, আরবি টাইপিং করার সময় দেখাযাবে অনেক বর্ণমালা/হরফের ধরণ একই রকম সেই সেক্ষেত্রে বর্ণমালা গুলোকে চেনার উপায় হলো নুকতা কয়টি তা উপরে না নিচে। সেটি ভালো করে রপ্ত করতে হবে ।
শুধু খেয়াল রাখতে হবে কীবোর্ডে ইংরেজি কোন অক্ষরের ভিতর আরবি কোন হরফ আছে, এবং আরবি হরফ শব্দের শুরুতে বসলে কেমন দেখায় এবং মধ্যখানে কেমন ও শেষে কেমন এই তিনটি ফর্মূলা শিখতে পারলে আরবি টাইপিং শিখতে ১ ঘন্টা লাগবে ।
যেভাবে আরবি টাইপিং অপশন চালু করবেন :
আরবি টাইপিং করতে কোন এক্সটা সফওয়্যার এর প্রয়োজন নেই, আপনার পিসির Control Panel - Region and Language Option- Keyboards and Languages - Change keyboards - General Option - Add Arabic ( Saudi Arabia )
Ctrl + Alt চেপে ইংরেজি থেকে আরবি করুন তারপর টাইপিং করুন । পুনরায় ইংরেজি করতেও Ctrl + Alt চাপুন ( অবশ্যই এই কমান্ড আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন ।
সবাইকে ধন্যবাদ
- এম বোরহান উদ্দিন রতন
প্রফেশনাল ট্রেইনার
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জাযাকাল্লাহ খাইর
২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ
৩| ০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৪:২০
বিষন্ন পথিক বলেছেন: মাশাল্লাহ মাশাল্লাহ! আরবী কি বোর্ডের রহমত ! পোস্ট এখনি ৫০৭৩ বার পঠিত।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জাযাকাল্লাহ খাইর
৪| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪০
রাজীব নুর বলেছেন: আরবী টাইপিং শিখে কি করবো?
কোথাও তো কাজে লাগবে না।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২১
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: এটি হয়তো আপনার কাজে আসবে না, তবে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশী বা যারা বিদেশ যেতে চায় তাদের অনেক কাজে আসবে সেখানে কম্পিউটারের ভাষা থেকে শুরু করে সব আরবি, আর কোন অফিসে কাজ করতে হলে তাকে অবশ্যই আরবী জানতে হয় ।
৫| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১০
এম এ কাশেম বলেছেন: চেতনা আমাদের এতটাই অনঢ করে দিয়েছে যে:
১। আরবী টাইপিং এর নাম শুনেই দেখি কারো কারো গা জ্বলে,
জ্বলুক, জ্বলে পুড়ে ছাই হোক।
২। কারো কারো কাজে লাগতে পারে।
৬| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১১
এম এ কাশেম বলেছেন: বলেছেন: চেতনা আমাদের এতটাই অন্ধ করে দিয়েছে যে:
১। আরবী টাইপিং এর নাম শুনেই দেখি কারো কারো গা জ্বলে,
জ্বলুক, জ্বলে পুড়ে ছাই হোক।
২। কারো কারো কাজে লাগতে পারে।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৩
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সেটাই অনেকে আরবি শিখার জন্য এদিক সেদিক ছুটাছুটি করে তাদের অনেক উপকার হবে । ধন্যবাদ আপনাকে
৭| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৫৬
নতুন নকিব বলেছেন:
ভালো শিক্ষনীয় পোস্ট।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৩
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ
৮| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২২
রাকু হাসান বলেছেন:
আপনার সাম্প্রতিক সময়ের দুটি পোস্ট আলোচিত ব্লগে । যে টপিক নিয়ে লিখছেন এত পঠিত হওয়ার কথাই না । এর পেছনে কি কারণ থাকতে পারে ?
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৮
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সেটি তো আমি জানি না ভাই যারা পড়েছেন তাদের হয়তো বিষয়টি ভালো লেগেছে বা শিরোনামটি হিট হয়েছে ।
৯| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৪
নীলকন্ঠ কবি বলেছেন: বেশী উপকারী একটা পোস্ট, পন্দের তালিকায় রাখলাম
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:০৭
ইনাম আহমদ বলেছেন: মাশাল্লাহ মাশাল্লাহ!
অতি গুরুত্বপূর্ণ পোস্ট দেয়ার জন্য অনেক শুকরিয়া। আল্লাহ আপনার মঙ্গল করুন।