নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

পিসিতে স্টার্ট মেনুর Snipping Tool এর কাজ সম্পর্কে আপনি জানেন কী?

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩০



আপনার পিসির উইন্ডো বাটন / Start Button -এ ক্লিক করলে Snipping Tool নামক যে অপশনটি দেয়া আছে তার কাজ অনেকে জানে না, এই টুলটির কাজ হলো কম্পিউটারের স্কীন থেকে যেকোন পিকচার ক্রিয়েট করা। অনেক সময় দেখা গেছে আপনার একটি ছবি বা খুব প্রয়োজন তবে ছবিটি কোনভাবেই ডাউনলোড করা যাচ্ছে না। বা পিসির স্কীন থেকে নেট ব্রাউজার সফটওয়্যার থেকে কোন গুরুত্বপূর্ণ তথ্য ছবি আকারে রাখা প্রয়োজন তাহলে আপনি এই Snipping Tool এ ক্লিক করে তারপর New তে ক্লিক করুন দেখবেন আপনার মাউস পয়েন্টার প্লাস চিহ্ন হয়ে গেছে তখন আপনি যেটুকু জায়গা সিলেক্ট করে টানবেন ততটুকু পিকচার আকারে দেখাবে, তারপর উপরের মেনুবার থেকে File এ ক্লিক করে সেভ অপশন ব্যবহার করে JPEG ফরমেটে সেভ করতে পারবেন । অথবা পাশে থাকা Copy অপশনে ক্লিক করে উক্ত ছবি ওয়ার্ড ইলাসটেটর বা ফটোশপেও পেস্ট করতে পারবেন ।
অবশ্যই এই অপশনটি উইন্ডোজ ৭ থেকে যেকোন আপডেট ভার্সনে পাবেন তবে উইন্ডোজ এক্স পি তে নেই ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: এটা তো অতি সাধারন ব্যাপার।
কে না জানে? সবাই জানে।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪১

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আমি যা জানি তা আমার কাছে অতি সাধারণ মনে হয়, তবে মজার ব্যাপার অনেকেই জানে না তাও চোখে পড়লো ।

২| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১১

রাকু হাসান বলেছেন:

আপনার পোস্টটি সাধারণ একটি বিষয় নিয়ে লেখা । যারা জানে না তাদের অবশ্যই কাজে লাগবে । তবে আপনার পোস্টটি যথেষ্ট দুর্বল । এই বিষয়েই আরও অনেক কিছু লেখার সুযোগ ছিল । পাঠক হিসাবে আমি আপনার পোস্টে এই টুলের ব্যাপারে পূর্ণাঙ্গ ধারণা পাইনি । ভাসা ভাসা কথা বলে গেছেন । শুভকামনা করছি ।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আসলে দীর্ঘ লেখা পাঠক পড়তে চায় না বিধায় লেখাকে সীমিত রাখার কারণেই এমন মনে হচ্ছে, আপনার জন্য্ও শুভ কামনা থাকলো

৩| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জানি। ধন্যবাদ আপনাকে

৪| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩

নীলকন্ঠ কবি বলেছেন: আমার নিজেও জানা ছিলো না, ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: যাক তাহলে পোস্টটি দেয়া স্বার্থক হয়েছে

৫| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কাজটা এতদিন আমি প্রিন্টস্ক্রীন বাটন(পেইন্ট-এ পেস্ট করে) দিয়ে করতাম। এই টুলস দিয়ে করা যায় আজকেই জানলাম!!!

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: যাক তাহলে পোস্টটি উপকারে আসলো

৬| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০১

তারেক ফাহিম বলেছেন: প্রিন্টস্কিন কি দিয়েও কাজ করা যায়।

৭| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০

মাহমুদুর রহমান বলেছেন: যারা এই বিষয়ে জানে তারা তো জানেই কিন্তু সবাই তো আর কম্পিউটারে অভিজ্ঞ নন।

৮| ০৬ ই মার্চ, ২০১৯ ভোর ৫:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই টুলস দিয়ে করা যায় আজকেই জানলাম!!!
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.