নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মসজিদে হামলার জের ধরে হামলাকারীর ৭৪ পৃষ্ঠার ইশতেহার পড়ে যদি নিউজিল্যান্ড সরকার তাদের অভিবাসন আইনের সংশোধন করে আরো কঠোর করে তবে দেশটি জঙ্গিবাদ ও বর্ণবাদের কাছে নৈতিক পরাজয় বরণ করবে, তখন হামলাকারী নিজেকে সফল ভাববে এবং এতে করে এই ধরণের হামলা আরো বাড়বে অভিবাসীদের তাড়াতে, তাই নিউজিল্যান্ড এখন কোন দিকে যাবে তা তাদের ব্যাপার। আমি মনে করি আরো বেশি করে অভিবাসী নিয়ে উদারতা দেখিয়ে সন্ত্রাসীদের বৃদ্ধাঙ্গুলি দেখানো উচিত।
আর ছেলে খেলার মতো যাকে তাকে অস্ত্রের লাইসেন্স করে দেয়া ও অস্ত্রের ব্যবহার বন্ধ করতে অস্ত্র আইন সংশোধন জুরুরি।
তারপরও নিউজিল্যান্ডের সাধারণ জনগণের প্রতি আমার সহমর্মিতা ও ভালোবাসা থাকলো, আসলেই তারা একটা গ্রেট জাতি, ধন্যবাদ তাদের প্রধানমন্ত্রীকে ধনব্যাদ তিনি যেভাবে সেখানে ভিকটিমদের পরিবার পরিজনের সাথে এসে তাদের সান্তনা দিয়েছেন এতে করে তিনি সকল মানুষের মন জয় করেছেন । নিউজিল্যান্ড পুলিশকে ধন্যবাদ হামলাকারীকে দ্রুত সময়ে জীবিত গ্রেফতার করায়।
আর সকল খৃস্টান বা অমুসলিম মানেই খারাপ নয় ভালো- খারাপ মিলে পৃথিবী।
একজনের জন্য পুরো জাতিকে কটাক্ষ করা চরম অন্যায় ।
যেমন একজন সন্ত্রাসী হামলা করার পর দেখলাম অন্যরা কিভাবে মুসলিমদের পাশে এসে দাড়িয়েছে, কেউ ফুল মোমবাতি নিয়ে শ্রদ্ধা জানিয়েছে, কেউ প্লেকার্ডে শোক বার্তা নিয়ে কেউ সামাজিক সাইটে সন্ত্রাসীর প্রতি ঘৃণা আর ভিকটিমদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে, বাদ যায়নি তারকারাও , সেই সাথে সমালোচিত কট্টর ডানপন্থী অস্ট্রোলিয়ান সিনেটরের মাথায় ডিম ভেঙ্গে ১৭ বছরের ডিম বয় কনোনিও শান্তিপ্রিয় মানুষের মন জয় করেছে। সুতরাং আমাদের উচিত অমুসলিম তথা পুরা খৃস্টান জাতিকে নিয়ে সমালোচনা না করে বরং সন্ত্রাসীর কোন ধর্ম নেই সেই প্রতিজ্ঞা করে সন্ত্রাসীদের সবাই মিলে রুখে দেওয়া ।
১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: না গেলে তো সন্ত্রাসীর বিজয় হবে
২| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১
আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, তাই ভালো হবে।
১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪০
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বি সন্ত্রাসীদের কোন ধর্ম নেই তা মানতে হবে।
৩| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৮
মৃত্যু হবে একদিন বলেছেন: লেখক বলেছেন: না গেলে তো সন্ত্রাসীর বিজয় হবে
ট্রাম্প কি সন্ত্রাসীদের গডফ্যাদার নয় ।
৪| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
মোঃ ইকবাল ২৭ বলেছেন: যে যাই বলুক হামলাকারীর শাস্তি মৃত্যুদন্ড হবে বলে মনে হয় না।
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: নিউজিল্যান্ডের আইনে মৃত্যুদন্ডের বিধান নেই
৫| ১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
ভুয়া মফিজ বলেছেন: বর্তমান অস্ত্র আইনের সংশোধনী হবে......নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন।
ভালো লিখেছেন। এ ধরনের পোষ্টই আশা করি আপনার কাছ থেকে।
১৮ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ
৬| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: পৃথিবীর কিছু বুদ্ধিমান মানুষ মিলে সব গুলো জঙ্গিকে ধরে একসাথে মেরে ফেলে না কেন?
১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৩
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: এই জঙ্গি আবৃষ্কিার করেছে বুদ্ধিমানরা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে আর ধ্বংস করে আনন্দে মেতে উঠতে, পৃথিবী শান্ত থাকলে যুদ্ধ হবে না, যুদ্ধ না হলে তাদের অস্ত্র কেউ কিনবে না, অস্ত্র না কিনলে তাদের ব্যবসা মন্দ যাবে, আজকে ঢাকার নতুন মেয়রের কান্ড দেখেননি ? প্রথমে ময়লা ফেলে রাস্তা নোংরা করলো তারপর লোক দেখানো পরিছন্নতা অভিযান । সমগ্র পৃথিবীতেও জঙ্গিবাদ নিয়ে এমন নাটকই করে । তা না হলে সবাই ঐক্যবদ্ধ হলে জঙ্গিবাদ সন্ত্রাস মোকাবিলা করতে ১ দিনের ব্যাপার !
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৪
মাহমুদুর রহমান বলেছেন: কিন্তু নিউজিল্যান্ডের মত দেশ ট্রাম্পের মতের বাহিরে যাবে?