নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

নিউজিল্যান্ডে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে পালিত হবে ২ মিনিট নীরবতা পালন সেই সাথে রেডিও ও সকল টেলেভিশনে একযোগে সম্প্রচার হবে জুমার আযান

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৮

নিউজিল্যান্ড সন্ত্রাসের কাছে মাথানত না করে শির উঁচু করেই চলছে...
দেশটির ইতিহাসের কালোদিন হিসেবে গত শুক্রবারে ঘটে গেলো নিষ্ঠুর হত্যাযজ্ঞ তারপর থেকে তারা সন্ত্রাসের কাছে মাথা নত না করে উল্টো মুসলিমদের পাশে থেকেছে, তাদের প্রধানমন্ত্রী মাথায় হিজাব পরে মুসলিম রিতিতে নিহতদের পরিবারের সদস্যদের বুকে জড়িয়ে কান্না করেছেন, এবং আইন সংশোধনের ঘোষণা সন্ত্রাসীকে গ্রেফতার, তারপর সংসদে জুরুরি অধিবেশন ডেকে সেখানে শুরু করলেন পবিত্র কোরআন তিলোয়াত দিয়ে এবং প্রধানমন্ত্রী নিজে সালাম দিয়ে বক্তব্য শুরু করলেন ।

বসে নেই নিউল্যান্ডবাসীও তারা বিভিন্ন স্থানে মুসলিমদের সাথে এক্মতা প্রকাশ করে কোথায় আযান শুনছে সম্মলিতভাবে , কোথায়ও হিজাব পড়ার ঘোষনা, কোথায় মসজিদ পাহারা দিচ্ছে , আর হামলার পর তারা ফুল আর মোমবাতি শোক বার্তা নিয়ে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

এবং তারকারাও সামাজিক সাইটে সন্ত্রাসের প্রতি ঘৃণা জানিয়েছে। এবং তাদের এক ফুটবলারকে দেখলাম গোল দেয়ার পর সিজদাহ দিতে। আর নিউজিল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়াম তো তাদের জাতীয় প্রতীকে নামাজরত মুসল্লিদের প্রতীকি দিয়ে বাহবাহ পেয়েছেণ ।

তারা এবার ঘোষণা দিলো সকল মসজিদের প্রতিদিন নিরাপত্তা প্রহরী নিযোগ দিবে, এবং আযান তাদের রাষ্ট্রীয় টিভি ও রেডিওতে সম্প্রচার করবে । এটি মুসলিম বিশ্বের জন্য গৌরবের ও ইতিবাচক, এখন কেবল আমাদের পক্ষ থেকে সর্তক থাকতে হবে শান্তির ধর্ম ইসলামের নাম ব্যবহার করে সকল উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর উত্থান যাতে না হয়, তারা বিকৃতরূপি শয়তান, তাদের কারণে আজ সমগ্র মুসলিমদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইসলামে সন্ত্রাসের জায়গা নেই। উগ্রবাদী জঙ্গিরা কখনো ইসলামের প্রকৃত আদর্শ ধারণ করে না

নিউজিল্যান্ডে টিভি ও রেডিওতে আযান সম্প্রচারের সিদ্ধান্ত

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৬

গরল বলেছেন: অসাধারণ প্রতিবাদ, এর চেয়ে ভাল উদাহরণ হতে পারে না।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২১

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বি ঠিক বলেছেন, অন্য পশ্চিমা দেশ হলে কিন্তু মসজিদ বন্ধ করে দিতো ।

২| ২১ শে মার্চ, ২০১৯ দুপুর ১:২০

আমি মুক্তা বলেছেন: সাবাস নিউজিল্যান্ড! কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী মহোদয়ের জন্য।

২১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: নিউজিল্যান্ডের প্রতি আমাদের ভালোবাসা আজীবন থাকবে

৩| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো।

৪| ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: তাতে লাভ কি? এত গুলো প্রান তো আর ফিরে আসবে না।

৫| ২২ শে মার্চ, ২০১৯ রাত ২:১১

আকতার আর হোসাইন বলেছেন: কয়টা বাজে হবে, সরাসরি সম্প্রচার /

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.