নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

\'সোনালী কাবিন\' যতবারই পড়ি ততবার রোমাঞ্চকর অনুভূতি হয়

২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৫

'সোনালী কাবিন' যতবারই পড়ি ততবার রোমাঞ্চকর অনুভূতি হয়, একজন কবি কি অসাধারণ সনেটই রচনা করেছেন, এমন একজন গুণী কবিকে আমরা তাঁর প্রাপ্য সম্মান দিতে কৃপণতা দেখেছি প্রতিহিংসাপরায়ন হয়ে।

সোনালী কাবিন
কবি আল মাহমুদ
--------------------------
সোনার দিনার নেই, দেনমোহর চেয়না হরিণী
যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি,
আত্মবিক্রয়ের স্বর্ন কোনোকালে সঞ্চয় করিনি
আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি;
ভালবাসা দাও যদি আমি দেব আমার চুম্বন,
ছলনা জানিনা বলে আর কোনো ব্যাবসা শিখিনি
দেহ দিলে দেহ পাবে দেহের অধিক মূলধন
আমারতো নেই শখি, যেই পণ্যে অলংকার কিনি।
বিবসন হও যদি দেখতে পাবে আমাকে সরল
পৌরষ আবৃত করে জলপাই পাতাও থাকবেনা,
তুমি যদি খাও তবে আমাকেও দিও সেই ফল
জ্ঞানে ও অজ্ঞানে দোঁহে পরষ্পর হব চিরচেনা
পরাজিত নই নারী, পরাজিত হয়না কবিরা;
দারুণ আহত বটে আর্ত আজ শিরা- উপশিরা।
এ -তীর্থে আসবে যদি ধীরে অতি পা ফেল সুন্দরী,
মুকুন্দরামের রক্ত মিশে আছে এ মাটির গায়।
ছিন্ন তালপত্র ধরে এসো সেই গ্রন্থ পাঠকরি
কত অশ্রু লেগে আছে এই জীর্ণ তালের পাতায়।
কবির কামনা হয়ে আসবেকি হে বন্য বালিকা
অভাবের আজগর জেনো তবে আমার টোটেম,
সতেজ খুনের মত এঁকে দেব হিঙুলের টিকা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্বি

২| ২৩ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


হাউকাউ ধরণের পদ্য এটা; ব্লগের জাহিদ অনিকেরা এর থেকে হাজার গুণ অনুভবতা আনে কবিতায় প্রতিদিন।

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জ্ঞানী আর সম্মানীদের সম্মান দিলে কারো সম্মান কমে না বরং বাড়ে

৩| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

আরোগ্য বলেছেন: আপনার প্রতি পোস্টে এত ভিউ হয় কিভাবে/?

২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: যেদিন থেকে সামুতে লেখিলিখি করি সেদিন থেকে প্রায় অনেকে এই নিয়ে প্রশ্ন করেছে, কিন্তু আমি তো এটিকে ইতিবাচক বা আমার লিখন পদ্ধতির সফলতা হিসেবে দেখছি। আমার পোস্ট ১২ হাজার বারও পড়িত হলো, এটি হয়তো পাঠকদের ভালো লেগেছে তাই তারা পড়ছে ।

৪| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " জ্ঞানী আর সম্মানীদের সম্মান দিলে কারো সম্মান কমে না বরং বাড়ে "

-এটা কবিতাও হয়নি! উনার লেভেলের পাঠকদের জন্য লেখা হাডু ডুডু

৫| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫২

মাহমুদুর রহমান বলেছেন: বেশ সুন্দর কবিতা।

৬| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: বোরহান সাহেব,
কেউ যদি কখনও বিড়ালকে বাঘের চেয়ে বড়ো করে দেখতে চায় বুঝবেন তার গন্তব্যের শেষ স্থল পাগলা গারদ।

৭| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩২

নূর আলম হিরণ বলেছেন: হিঙ্গুলের টিকা মানে কি?
ব্লগে তো ভিজটরই পাওয়া যায়না এই কবিতা ২৮৬০ বার করা পড়লো?

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: হিঙ্গুল অর্থ সিঁদুর, আর ব্লগে ভিজিটর তো আমি সব সময় ৩ হাজার প্লাস দেখি

৮| ২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুবই জনপ্রিয় ও পাঠক প্রিয় একটি কবিতা।

কবিকে মূল্যায়ন করা হয়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.