নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

এই লেলিহান অগ্নিশিখার দাবানল যেদিন স্বৈরাচার দলের নেতাদের পশ্চাতদেশে লাগবে সেদিন বুঝবে উন্নয়ন আর উন্নত শব্দের বিশেষণ কি।

৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৫

এই লেলিহান অগ্নিশিখার দাবানল যেদিন স্বৈরাচারের পশ্চাতদেশে লাগবে সেদিন বুঝবে উন্নয়ন আর উন্নত শব্দের বিশেষণ কি। পাঠা দিয়ে পাঠা বলি দেয়া হয়, পাঠা দিয়ে গোড়ার কাজ করনো যায় না।

#একটি দেশের রাজধানীর আভিজাত এলাকায়
ফায়ার হাইড্রেন্ট সিস্টেম নেই।
নেই BMS (building management system ) প্রযুক্তির বিল্ডিং তৈরির বাধ্যবাধকতা ।
নেই সঠিক পরিকল্পনা মতো বিল্ডিং তৈরির অনুমতি

তারপর দেশের ফায়ার সার্ভিসের কাজে নিয়োজিত বাহিনীর নেই উন্নত ট্রেনিং, নেই পর্যাপ্ত সরঞ্জাম, নেই হাইস্পিড ওয়াটার থ্রো হেলিকাপ্টার।

সবচেয়ে অবাক করা কান্ড হলো আমরা দেখেছি ভবণে আটকা পড়া মানুষ গুলোর বাঁচার জন্য আকুতি কিন্তু তাদের উদ্ধার করার কোন সিস্টেমই নেই। অথচ তারা আবার বড় চাপাবাজি করে আমেরিকানরা সহ বিশ্ব নাকি তাদের অনুসরণ করে!

বিশ্বের যে কোন দেশের ফায়ার ডিফেন্সের কাছে প্যারসুট থাকে এবং আগুন লাগা বিল্ডিং এর নিচে বিশাল পাম্প করা বেড (জাম্প এয়ার বেড) থাকে যা মাটিতে বিছানোর সাথে সাথে হাওয়ায় পুলে উঠে যাতে সেখানে কেউ লাফ দিয়ে পড়লেও যেন গুরুতর আহত না হয়। কিন্তু স্বৈরাচারী কি উন্নয়ন করছে তা তো দেখলো জাতি।

আমাদের তো কথা ছিলো সাদা কাফনে আতর সুগন্ধি মেখে পরম যত্নে স্থায়ী নিবাসে যাবার, আমরা কেন অভিশপ্ত অগ্নিস্ফুলিঙ্গে চিতার আগুনে পুড়ে ছাঁঁই হচ্ছি। কি দোষ ছিলো আমাদের?

অভাগা জাতির কপালে স্বৈরাচার ঘাপটি মেরে বসে আছে, পদ্মাসেতু আর ২ চারটা উড়ালসেতুর তীর্যক ধ্বনি তুলে।
যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই সেখানে পদ্মাসেতু দিয়ে হবে?
স্বৈরাচারের পতন চাই, ন্যায় বিচারের বাংলাদেশ চাই।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


এসব আগুনের পেছনে আপনাদের মতো মানুষ জড়িত আছে নাকি?

৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সকল কিছুতে ব্যর্থ হয়ে ব্যর্থরা না হয় অন্যের ঘাড়ে দোষ চাপায় কিন্তু আপনি কিসের জন্য তাদের পথ অনুস্বরণ করছেন ? আমরা জড়িত আছি তা বের করার দায়িত্ব তো আপনাদের হাতেই বের করুন না করে সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে শাস্তি দিন। এবং আগুন থেকে মানুষকে বাঁচানোই হলো ১ম কাজ সেটি করতে ব্যর্থ হয়েছে অবৈধ নাইট ভোটের সরকার ।

২| ৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতার পর জাতির জীবনে নেমেছিল আগুনের লেলিহান আক্রমন!
পাটের গুদাম জ্বলত এখানে সেখানে! ইতিহাস বলে ঐ সময়ে কলকাতায় পাটকল স্থাপনের হার বেড়ে গেছিল।

এখন যেভাবে আগুনের তাপে জাতি দিশেহারা! কে জানে ভেতরে কোন দুরভিসন্ধাতে দেশকে শত্রুরা কোথায় নিতে চাইছে।
অকার্যকর রাষ্ট্র, অব্যবস্থাপনার অজুহাত দেখীয়ে বিদেশী বিনিয়োগ ছিনিয়ে নেবার কূটকৌমল কিনা? কে জানে?

বাসে একজন বলছিল- খালেদা জিয়াকে মিথ্যা অপবাদ দিতে আগুন সন্ত্রাসী বলতো! তার অভিশাপে সেই আগুন তাকেই গিলে খাচ্ছে! মিথ্যার বিচার আল্লাহ করেন। আগে আর পরে।
আমজনতা আর কি কেবলই শুনে যাই!

অনিশ্চিত সড়কে, অনিশ্চিত ভবনে মৃত্যুর অপেক্ষায় আমজনতা।
আর মিথ্যুকের চাপাবাজি চলে নিরন্তর!

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:০০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: যথার্থ বলেছেন

৩| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


আমার দৌড় ব্লগ অবধি, তাই আপনাকে প্রশ্ন করে দেখলাম; আমি তো আর আমান উল্লাহ আমান, কিংবা খয়রুল কবীর খোকন অবধি যেতে পারছি না।

৪| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে জেলে পুরেও আগুন সমস্যার সমাধান হচ্ছে না, চিন্তার বিষয়

৫| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: দিন দিন ঢাকা শহর, ঢাকার মানুষ আরও বেশী অধপতনে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.