নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোরহান উদ্দিন রাব্বানী

দাম্মাম,সৌদি আরব

বোরহান উদ্দিন রাব্বানী › বিস্তারিত পোস্টঃ

পবিত্র কুরআন তিলাওয়াতের ফজিলত সমূহ

২৫ শে মার্চ, ২০১৫ রাত ৯:২১

পবিত্র কুরঅান তেলাওয়াতের মাঝে অনেক ফজিলত রয়েছে,
যেমন:=
১. দিলের জং ( গুনাহের কালিমা) মুছে যায়।
( শুআবুল ঈমান:৩ ,৩৯, হা:নং ১৮৫৯)
২. আল্লাহ তাআলার মহাব্বত বৃদ্ধি পায়্ ।
(সূরা আনফাল, ২/শুআবুল ইমান ৩/ ৩৯৪,হা: নং ১৮৬৩)
৩. প্রত্যেক হরফে কমপক্ষে
১০টি করে নেকী পাওয়া যায়, না বুঝে নড়লেও ।
(তিরমিযী, হা:নং ৩১৩৫,মুস্তাদরাক, হা:নং ২০৪০)
৪. কুরআন তেলাওয়াত কারীগন আল্লাহর ঘনিষ্ট লোক।
(মুসনাদে আহমদ হা:নং ১২২৯২)
৫. কুরআন তেলাওয়াত কারীগণ দ্বারা
ফেরেশ্তাদের শ্রেণীভূক্তহওয়া যায়। (সহীহ মুসলিম হা:নং ৭৯৮)
৬. কষ্ট সাধ্যকরে কুরআন পাঠকারীর জন্য দু’টি পুরস্কারের
প্রতিশ্র“তি রয়েছে। (সহীহ মুসলিম হা: নং: ৭৯৮)
৭. জান্নাতের উচ্চ স্তর পাওয়া যায়। (মুসনাদে আহমদ হা: ৬৭৯৯)
৮. জান্নাতে সম্মানের টুপি পারাবে।
( আল মুসতাদরাক লিল হাকাম:২০৮১)
৯. তেলাওয়াত কারীর পিতা-মাতা নূরের টুপি লাভ করবে।
(সুনানে আবু দাউদ হা: ১৪৫৩)
১০. কুরআন তেলাওয়াত কারীর
আশপাশ বরকত ময় ও নূরময় হয়ে ওঠবে।
(সুনানে তিরমীযী হা: ৩০৯৭)
১১. কুরআন জাতির মর্যাদাকে উন্নত করে।
(সহীহ মুসলিম হা: ৮১৭)
১২. কুরআন শিক্ষা গ্রহণকারী ওশিক্ষা প্রদানকারী সর্বোত্তম ব্যক্তি।
(সহীহ বুখারী হা: ৫০২৭)
১৩. কুরআন নিয়ে মশগুল থাকার কারনে যিকির ও দোয়া করার জন্য
অবসর না পাওয়া বক্তিকে দোয়া কারীদের থেকে ও বেশী দেওয়া হয়।
( সুনানে তিরমিযী হা: ৩১৫৩)
১৪. কুরআন তেলাওয়াতের যোগ্যতা একটি ইর্ষানীয় বিষয়।
(সহীহ বুখারী হা: ৫০২৫)
১৫.কোন দল যদি কোন ঘরে আল্লাহর পাকের কুরআন তেলাওয়াত
করাতে থাকে। তাদের উপর প্রশান্তি বর্ষিত হয়। আল্লাহর রহমত
তাদেরঢেকে নেয়। রহমতের ফেরেশ্তারা তাদেরকে বেষ্টন করে ফেলে আর আল্লাহ পাক ফেরেশ্তাদের মজলিসে তাদেরনিয়ে আলোচনা করেন। ( সুনানে আবু দাউদ : ১৪৫৫)
তবে পবিত্র কুরঅান তেলাওয়াতের কিছু অাদব রয়েছে.....
১. গভীর শ্রদ্ধা ও এহতেরামের সহিত ওযুসহ কেবলামুখী হইয়া
বসিবে।
২. পড়ার সময় তাড়াতাড়ি না করিয়া তারতীল ও তাজবীদের সহিত
পড়িবে।
৩. উপরে উল্লেখিত নিয়মে রহমতও আজাবের আয়াতসমূহের হক আাদায় করিবে।
৪. ভান করিয়া হইলেও কান্নার চেষ্টা করিবে।
৫. রিয়া – লোক দেখানেরর ভয় হইলে বা অন্য কোন মুসলমানের
কষ্ট বা অসুবিধা হওয়ার আশঙ্কা হইলে চুপেচুপে পড়িবে,নতুবা জোরে
পড়িবে।
৬. মিষ্ট স্বরে পড়িবে। কেননা কালামেপাক মিষ্ট স্বরে পড়িবার জন্য বহু হাদীসে তাকীদ আসিয়াছে।
৭. কুরআন তেলাওয়াতের পূর্বে মিসওয়াক করে নেওয়া উত্তম।
৮. ভালো পোশাক পরিধানকরে খুশবু মেখে এবং পরিপাটি হয়ে
তেলাওয়াতে বসা।
৯. তেলাওয়াতেরসময় টেক বা হেলান না দেওয়া।
১০. কুরআন তেলাওয়াতের স্থান পবিত্র ও পরিচ্ছন্ন হওয়া উ্ত্তম।
১১. দরদ এবং ওয়াজদ (মহব্বত) এর স্বরে তেলাওয়াত করা উত্তম।
১২. কুরআন শরীফ রেহাল /বালিশ/ প্রভৃতি উচু কিছুর রেখে তেলাওয়াত করবে। অার মনেরও কিছু অাদব রয়েছে।
যেমন=
১. কালামে পাকের আজমত ও মর্যাদা অন্তরে রাখিবে যে, ইহা কত উচ্চ মর্যাদা সম্পন্ন কালাম্
২. যে মাহান আল্লাহ তায়ালার এই কালাম,তাহার উচ্চ শান , মহত্ত্ব ও বড়ত্ব অন্তরে রাখিবে।
৩. অন্তরকে ওয়াসওয়াসা ও বাজে খেয়াল হইতে পবিত্র রাখিবে।
৪. অর্থের' প্রতি চিন্তা করিবে এবং স্বাদ লইয়া পড়িবে। হুজুর সা: একবার সাররাত্র এই পড়িয়া কাটাইয়া দিয়েছেন্
ﺇِﻥْ ﺗُﻌَﺬِّﺑْﻬُﻢْ ﻓَﺈِﻧَّﻬُﻢْ ﻋِﺒَﺎﺩُﻙَ ﻭَﺇِﻥْ ﺗَﻐْﻔِﺮْ ﻟَﻬُ
ﻓَﺈِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻌَﺰِﻳﺰُ ﺍﻟْﺤَﻜِﻴﻢ .ُ
অর্থ= হে আল্লাহ আপনি যদি তাহাদিগকে শাস্তি দেন তবে তাহার
তো আপনারই বান্দা। আর যদি মাফ করিয়া দেন তবে আপনি
পরাক্রমশালী ও হিকমতওয়ালা। ( সূরা:মায়েদাহ. ১১৮)
হযরত সাইদ ইবনে জুবায়ের (রাযি ) একরাত্রে এই আয়াত পড়িতে পড়িতে সকাল করিয়াছেন।
ﻭَﺍﻣْﺘَﺎﺯُﻭﺍ ﺍﻟْﻴَﻮْﻡَ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟْﻤُﺠْﺮِﻣُﻮﻥ …َ
অর্থ হে অপরাধীদল আজ (কিয়ামতের দিন) তোমরা অনুগত
বান্দাদের হইতে পৃথক হইয়া যাও। (সূরা ইয়াসীন: ৫৯)
৫. যখন যে আয়াত তেলাওয়াত করিবে তখন অন্তরকে সেই
আয়াতের অধীন ও অনুগত করিয়া লইব্। যেমন , রহমতের আয়াত তেলাওয়াত করিবার সময় অন্তর আনন্দে ভৱিয়ো উটিবে,আৱ আজাবের আয়াত তেলাওয়াত করিবার সময় অন্তর কাঁপিয়া উঠিবে।
৬. উভয় কানকে এমন নিবিষ্ট করিয়া রাখিবে যেন আল্লাহ তায়ালা স্বয়ং কথা বলিতেছেন আর তেলাওয়াতকারী নিজ কানে শুনিতেছেন্,…৷
আল্লাহ তায়ালা দয়া করিয়া আমাকে ও আপনাদিগকে এই আদবসমূহের প্রতি লক্ষ রাখিয়া তেলাওয়াত করার তওফীকত দান করুন৷…( আমনি)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬

বোরহান উদদীন বলেছেন: সমাহির‍্যিন ব্লগে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.