নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসানুল কবির বরন

নিজের সম্পর্কে এখনও জানার চেষ্টা করছি...

আহসানুল কবির বরন › বিস্তারিত পোস্টঃ

"স্বেচ্ছা", একটি স্বেচ্ছাসেবী অনলাইন ব্লাড ডোনার আর্কাইভ (মানুষের প্রয়োজনে মানুষ, জীবনের প্রয়োজনে জীবন)

০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৪

‘স্বেচ্ছা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এর একটি অনলাইনভিত্তিক ব্লাড ডোনার আর্কাইভ(ওয়েবসাইট)। রক্তের প্রয়োজনে খুব সহজে দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে পেতে, দেশের সকল এলাকার স্বেচ্ছায় রক্তদানকারীদের তথ্য সাধারন মানুষের কাছে কোন ঝামেলা ছাড়া পৌঁছে দেয়ার উদ্দ্যেশেই ‘স্বেচ্ছা’র আবির্ভাব।

‘স্বেচ্ছা’র ওয়েব অ্যাড্রেসঃ swapnotthan-sust.org/sweccha



স্বেচ্ছা’র বর্তমান ফিচারসমূহঃ

স্বেচ্ছায় রক্তদানকারী যে কেউ আমাদের এই ওয়েবসাইটে ডোনার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্টার্ড সকল ডোনারের তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে, ফলে যে কোন রেজিস্টার্ড মেম্বার, রক্তের প্রয়োজনে এই সাইট থেকে জেলা, থানা, এলাকা, ব্লাড গ্রুপ দিয়ে সার্চ করে তার কাঙ্খিত রক্তদাতার তথ্য(ফোন নাম্বার সহ) পেয়ে যাবে এবং তারপর সেই রক্তদাতার সাথে সরাসরি যোগাযোগ করে রক্ত নিতে পারবে। রেজিস্টার্ড যেকোনো ডোনার রক্ত দান করার পর তার প্রোফাইলে রক্তদানের স্থান, সময় আপডেট করে দিতে পারবে, ফলে একবার রক্ত দেয়ার পরবর্তী চারমাস, তার তথ্য আর্কাইভে দেখা যাবেনা (যেহেতু একজন ডোনারের পক্ষে একবার রক্ত দেয়ার পরবর্তী চারমাস আর রক্ত দেয়া সম্ভব নয়)। এতে করে চারমাসের মধ্যে তাকে ফোন করে আর কেউ বিরক্ত করবেনা। চারমাস পরে তার তথ্য অটোমেটিকালি আবার সবাই আর্কাইভে খুঁজে পাবে। তাছাড়া কোন কারনে কিছুসময়ের/ কিছুদিনের জন্য কোন ডোনার রক্ত দিতে অপারগ হলে সেটাও তার প্রোফাইলে আপডেট করে দিতে পারবে, ফলে ঐ সময়ের জন্য কেউ তার তথ্য আর্কাইভে খুঁজে পাবেনা।



এছাড়া ওয়েবসাইটে যেকোনো রেজিস্টার্ড মেম্বার, প্রয়োজনে রক্তের গ্রুপ, প্রয়োজনীয় রক্তের পরিমান, নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে ব্লাড রিকুয়েস্ট দিতে পারবে। এই রিকুয়েস্ট গুলো প্রত্যেক রেজিস্টার্ড মেম্বার দেখতে পারবে এবং নিজের তথ্যসহ সেই রিকুয়েস্টের রেসপন্স দিতে পারবে। এতে যে রিকুয়েস্ট করেছে, সে পরবর্তীতে ওয়েবসাইটে লগিন করলে তার রিকুয়েস্টের রেসপন্স দেখে ডোনারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে।



এছাড়া ওয়েবসাইটে একটি ব্লগ সেকশন রয়েছে, যেখানে যে কোন রেজিস্টার্ড মেম্বার রক্তদানের অভিজ্ঞতা, রক্তদান এবং স্বাস্থ্য বিষয়ক যে কোন গুরুত্বপূর্ণ বিষয় পোস্ট করে সবার সাথে শেয়ার করতে পারবেন। ফলে সবার মধ্যে রক্তদান নিয়ে ভয়ভীতি দূর হবে এবং সচেতনতার সৃষ্টি হবে।

মুলত রক্তের প্রয়োজনে সাধারন মানুষের সাথে স্বেচ্ছায় রক্তদানকারীদের একটি সরাসরি সেতুবন্ধন করে দেয়াই ‘স্বেচ্ছা’র কাজ! রক্তের জরুরি প্রয়োজনে কাউকে যেন দিশেহারা হয়ে এদিক সেদিক ছোঁটাছোটি করতে না হয়, অসহায় গরীব মানুষগুলোকে যেন উচ্চমূল্য দিয়ে রক্ত কিনতে না হয়, সেই ব্যবস্থাই করে দেবে ‘স্বেচ্ছা’। আমরা অনেক সময়ই যে গ্রুপের রক্ত হন্যে হয়ে খুঁজে বেড়াই, সেই গ্রুপের কোন রক্তদাতা হয়ত আমাদের আশেপাশেই থাকে, কিন্তু না জানার অভাবে তার সাথে যোগাযোগ করতে পারিনা। সেই যোগাযোগটিই করে দেবে ‘স্বেচ্ছা’!



আমাদের পরবর্তী লক্ষ্যঃ আমাদের পরবর্তী লক্ষ্য ব্লাড ডোনার আর্কাইভ টিকে ওয়েবসাইটে সীমাবদ্ধ না করে মোবাইল এসএমএস বেইসড করে ফেলা এবং জিপিএস এর ব্যাবহার(ডোনারদের বর্তমান অবস্থান নির্ণয় করা) সহ স্মার্টফোনের এপ্লিকেশনের সাথে একে ইন্টিগ্রেট করা। এতে করে যে কেউ জরুরি প্রয়োজনে, কোন প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই একটি সাধারন মোবাইল ফোনের মাধ্যমেও তার চারপাশের ডোনারদের তথ্য পেয়ে পাবে।



এই প্রজেক্টটিকে সফল করে তোলার জন্য প্রয়োজন সবার অনশগ্রহন অর্থাৎ রেজিস্ট্রেশন। স্বেচ্ছায় যারা রক্ত দান করেন, তারা সবাই যদি স্বতঃস্ফূর্ত ভাবে এই ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করেন, তাহলে আমরা অনেক বড় একটি ব্লাড ডোনার কমিউনিটি গড়ে তুলে আমাদের পরবর্তী লক্ষ্য বাস্তবায়ন করতে পারব এবং দেশের সর্বস্তরের মানুষের মাঝে সহজে ব্লাড ডোনারদের তথ্য পৌঁছে দিতে পারব।



যেকোনো প্রয়োজন / পরামর্শ দানের জন্য যোগাযোগঃ ০১৭৩৭২৮১৪৬৪ (আহসানুল কবির)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

ফলক বলেছেন: ভালো উদ্যোগ।

০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

আহসানুল কবির বরন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.