নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাতাল সমীরন

রোদন ভরা বসন্ত

মোর বিরহবেদনা রাঙালো....

রোদন ভরা বসন্ত › বিস্তারিত পোস্টঃ

টেলিকম ক্যাডার: কিছু মেধাবীর অপমৃত্যু

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

কিছুদিন অাগে হঠাৎ খেয়াল করলাম টেলিফোনে ডায়াল টোন নেই। অাজকাল টেলিফোনটা না বাজলে খেয়াল করিনা। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে পুরানো বন্ধুদের সাথে দীর্ঘ অালাপচারিতার সুবাদে টেলিফোনটার ব্যবহার হয়। বিল দিতে হয়না রোজ রোজ,দু তিন মাস জমিয়ে দিয়ে অাসি। লাইন কাটে না। সবমিলিয়ে টেলিফোনটা অনাহুত অতিথির মতো,থাকলে ভাল,না থাকলে অাপত্তি নেই। কিন্তু নম্বরটা অনেক পুরনো,সেই স্মুতিকাতরতা থেকে অার বাদ দিই নি।তাই ডায়াল টোন না থাকায়,ভেবেছি .লাইন হয়তো কেটে দিয়েছে। গেলাম রাজস্ব অফিসে।না লাইন কাটে নি।কোথায় কমপ্লেইন দেব,জানতে চাইলে ক্যাম্প অফিসের ঠিকানা পেলাম।কাছেই ক্যাম্প অফিস। অামার টেলিফোন সেটটির মতো ক্যাম্প অফিসটা জরাজীর্ন।
যিনি খাতা খুলে বসেছিলেন,নম্বরটা টুকে নিলেন। বললাম কোন স্লিপ দেবেন না ?কমপ্লেইন এন্ট্রি নম্বর? সম্ভবত ক্যাম্প অফিসের বড়কর্তা। অবাক হলেন। অাজকাল কেউ হয়তো এসব চায় না। জবাব দিলেন ,,চিন্তা করিয়েন না,ঠিক হয়ে যাবে। অামার পাবলিক সার্ভিসের মান নিয়ে সদা সংশয়।তাই কথা না বাড়িয়ে উনার বড় অফিসার কোথায় বসে জেনে নিলাম। রিক্সায় বাড়ী ফেরার পথে ভাবলাম ,একবার বলে যাই,না হলে অামার রাজস্ব ঠিকমত দিয়ে দেবার পরও অভিযান ব্যর্থ হবে।
টেলিফোন অফিসের মূল অফিসগুলো এখনোও মনে হয় বেশ ভালো নিয়মকানুনে চলে। বড় টাউয়ার ,ডিস এন্টেনা বসানো থাকে। গেটে নাম লিখতে হয়। গম্ভীর গলায় জিজ্ঞাসা করে ,,,কেন যাবেন?কার কাছে যাবেন?ইত্যদি।
আমি সিড়ি বেয়ে উপরে উঠছি অার ভাবছি ,,কেন যে অাসলাম,না জানি কত সময় পরে বড়কর্তার দেখা মিলে।সরকারী অফিস মানেই মিটিং সিটিং নানা কাজে ব্যস্ত।
অামি পিএ সাহেবকে অামার পরিচয় দিয়ে দেখা করার অনুমতি চাইলাম। এই প্রথম বুঝলাম দেরী হবে না। সরাসরি ঢুকতে বললেন।
অফিসে ঢুকে অামার ছেলের বয়সী একজন অফিসার দেখলাম। ভদ্রলোক অনেক কমবয়সী এবং বিনয়ী।কথা প্রসংগে অামার পরিচয় দিলাম। অামার ছেলে প্রকৌশলী জেনে তিনি মনে হয় ব্যাপারটা অনেক সম্মানের সাথে নিলেন।অামার কাছে মিনিট চার সময় নিয়ে মেশিন দেখতে গেলেন এবং ফিরে এসে অামাকে বললেন ,,বাসায় কথা বলুন।বাসায রিঙ বাজল এবং টেলিফোন ঠিক। অামি অামার সমুদয় পরিশোধ দেখানোর সুযোগ পেলাম না।
অামি অামার নিজের অভিজ্ঞতা থেকে বললাম...অাজকালতো টেলিফোন চলে না,অাপনারা চলেন কিভাবে?সরকার কি সাবসিডি দিচ্ছে? তাতে তো বিটিসিএল এর দায় বাড়বে,দেউলিয়া হবে। তারচে অামার দেখা ইংল্যান্ডের টেলিফোন কোম্পানীগুলোর মত অাপনারা ক্যাবল টিভি,ইন্টারনেট এসব ব্যবসা করলে পারেন।
ভদ্রলোক মৃদৃ হাসলেন....তারপর যা বললেন শুনে অামি অবাক। এই প্রতিষ্ঠানের কানেকট করার নেটয়ার্ক নাকি অনেক শক্ত। কিন্তু সরকারী প্রতিষ্ঠান বলে কেউ দাম দেয়না।অার উপরের দিকে সিদ্ধান্তহীনতার অভাব। দক্ষ জনবল নেই।সবচে অবাক হলাম এই ক্যাডারে নিয়োগ বন্ধ ৮ বছর অাগে। অর্থাৎ সরকার বিসিএস টেলিকম নামে যে ক্যাডারটি ছিল তাকে গলা টিপে মেরে ফেলেছে।এই প্রতিষ্ঠান চালানোর জন্য যে দক্ষ প্রকৌশলির প্রয়োজন ছিল তার ২৫শতাংশ লোকবল নেই।একেকজন তিন চারটি পদের দায়িত্বে অাছেন।দুর্নীতি অদক্ষতার দায়ে যে সব সিনিয়র কর্মকর্তা এই প্রতিষ্ঠানের বারোটা বাজিয়ে গেছেন তাদের পাপের প্রায়শ্চিত্য করছে এইসব জুনিয়র কর্মকর্তারা। সবশেষে এই প্রকৌশলী অফিসার যা বলল,তাতে অামার মনে হলো ........৪৪ বছর স্বাধীন বাংলাদেশে সিদ্বান্তহীনতার কারনে অামরা অনেক মেধাবী দক্ষ কর্মকর্তাদের বিপদে ফেলেছি। তা রাজনৈতিক কারনেই হোক,সরকারের ভুল সিদ্ধান্তেই হোক।একটা প্রতিষ্ঠান কিছু দক্ষ সৎ লােকের জীবনবাজিতে বেচে থাকে। অথচ এইসব অল্প কিছু লোককে তিলে তিলে মেরে ফেলা মানে প্রতিষ্ঠানটিকে ডুবিয়ে দেয়া। অামার মতো বাংলাদেশের অাপামর জনগন মনে করে প্রকৌশলবিদ্যা যারা পড়ে তারা মেধাবী। যারা সরকারী চাকুরী করে তাদের মধ্যে কিছু না কিছু সাহসী উদ্যমী সৎ কর্মকর্তা থাকবেই। কিন্তু সরকার এই ক্যাডারে নিয়োগ বন্ধ করে এইসব ভালো লোকদের যে বিপদে ফেলেছে....ম্লানমুখে নিজের প্রতিষ্ঠানের হতাশ কর্মকান্ডের কথা ব্যক্ত করে সেই কর্মকর্তা বিবর্ন মুখে কি যেন ভাবেন। অামি তার চেহারায় তার ছাপ দেখি।কিন্তু একটু অাগেই তার দক্ষতা এবং তৎপরতা অামাকে মুগ্ধ করেছিল। অামার বলার কিছু নেই। কোথাও না কোথাও ভুল তো হয়েছে ,সরকার কেন সেটা বুঝতে পারেনি?

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

বেগুনী ক্রেয়ন বলেছেন: T&T ফোনের তুলনা নেই

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

রাজীব বলেছেন: সরকারী অফিস, মানে যারা কাজ করে তারা পাগল আর যারা কাজ করে না তারা নেতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.