নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই স্বার্থপর,আমিও হতে চাই

উপকার করতে না পারি,ক্ষতি করবনা অন্তত

অর্ধমৃত সাকিব

বিদায়ের বাঁশী শুনছি

অর্ধমৃত সাকিব › বিস্তারিত পোস্টঃ

চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!! পর্ব ৪ :):);)

০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২



★►►একজন পূর্ণ বয়ষ্ক মানুষের

শরীরে

☺♥•যে চর্বি আছে তা দিয়ে একটি আস্ত কাপড়

পরিষ্কারের সাবান এবং প্রায় ৬ ডজন

মোমবাতি তৈরি করা যাবে !

☺♥• যে ফসফরাস আছে তা দিয়ে ২০ প্যাকেট

দেশালাই তৈরি করা যাবে !

☺ ♥• যে কার্বন আছে তা দিয়ে ৯ হাজার

পেন্সিলের শিস তৈরি করা যাবে !

☺ ♥• যে লোহা আছে তা দিয় ৭ টি চা চামচ

তৈরি করা যাবে !

☺ ♥• যে বিদ্যুত্ আছে তা দিয়ে ২৫ পাওয়ারের

বাল্ব অন্তত ৫ মিনিট

জ্বালানো যাবে !



★►►চীনের প্রথম রাজা শিন শিন হুয়াংগুপ্ত

হত্যাকারীদের

ভয়েপ্রতি রাতে তার শোয়ার স্থান পরিবর্তন

করতেন।

শত্রুদের ভয়েরাজা শিন চীনের মহাপ্রাচীরও

নির্মাণকরেছিলেন।



★►►বেশির ভাগ ঘড়ির

বিজ্ঞাপনে ঘড়িতে যে সময়টা দেখানো হয়

তা ১০: ১০টা। কারণ এ সময় ঘড়ির কাঁটাগুলো এমন

কৌণিক

অবস্থানে থাকে যে তা একটি মৃদু হাস্যময় মুখের

মতো দেখায়



★►►১৯৮০ সালে লাস ভেগাসের এক হাসপাতালের

কিছু

কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল, কারণ

তারা একজন

রোগী কখন মারা যাবে এই নিয়ে বাজি ধরেছিল।



★►►গ্রিসের জাতীয় সংগীতে মোট ১৫৮টি পঙিক্ত

আছে।



★►►কাঠবিড়ালীরা পিছু হটতে পারেনা।

পেছনদিকে

যেতে চাইলে তাদেরকে পুরো উল্টা ঘুরে তারপর

পিছন

দিকেযেতে হয়।



★►►জেলি ফিশের শরীরের ৯৫ ভাগই পানি। এখন

তো মনে হচ্ছে জেলি ফিশকে পানি ফিশ বললেও

খুব

একটা ভুল হবে না!



★►►একটি সুন্দর সপ্নের মাঝখানে যদি ঘুম ভেঙ্গে যায় তাহলে ৮০% মানুষই স্বপ্নটি চালিয়ে যাবার উদ্দেশে আবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করে





★►►মৃত্যুর পর মানুষের কোন অঙ্গ কতসময়

সক্রিয় থাকে???

► চক্ষু = ৩১ মিনিট।

► অন্তর বা হৃদয় = ১০ মিনিট ।

► ব্রেন = ১০ মিনিট।

► পা = ৪ ঘণ্টা।

► চামড়া = ৫ দিন ।

► হাঁড় = ৩০ দিন।



★►►ইংরেজরা প্রথম অস্ট্রেলিয়ার

মাটিতে পদার্পণ করার পর ক্যাঙ্গারু

প্রাণীটি দেখে স্থানীয় এক অধিবাসীর

কাছে প্রাণীটির নাম জানতে চায়।

স্থানীয় বাসিন্দা উত্তরে বলে " ক্যান - গু- রু "

পরবর্তিতে যা "ক্যাঙ্গারু" শব্দটি ইংরেজি নাম

হিসেবে সবার কাছে পরিচিত লাভ করে । কিন্তু

মাজার বিষয়টি হলো " ক্যান - গু- রু " এই শব্দটির

অর্থ " আমি - বুঝি -নাই '।



★►►আমেরিকার গৃহযুদ্ধ কালীন

সময়ে সৈন্যরা যখন কোন প্রকার

ক্ষয়ক্ষতি ব্যতীত ছাউনিতে ফেরত আসত তখন

সেলেট পাথরে বড় করে লিখে রাখত " 0 killed" । সেই থেকেই O.K শব্দটি প্রচলিত হয়ে আসছে যার অর্থ সব কিছুই

ঠিকঠাক আছে ।

যদি ১১১.১১১.১১১.

সংখ্যাটিকে ১১১.১১১.১১১. দিয়ে গুন করা হয়

তাহলে ফলাফল

আসবে ১২৩.৪৫৬.৭৮৯.৮৭৬ .৫৪৩.২১।



★►►যদি একটি তেলেপোকার মাথা কেটে দেহ

থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে সে নয় দিনের

মধ্যে মারা যাবে, তবে মাথা কেটে ফেলার জন্য নয়,

তার মৃত্যু হবে অনাহারে থাকার কারণে ।



★►►গরুকে যদি সিড়ি দিয়ে উঠতে দেয়া হয়

তাহলে সে অনায়াসে সিড়ি বেয়ে উঠতে পারবে কিন্তু

নামার সময় সে নামতে পারবে না ।



★►►মশার হুল এবং দাত দুটোই আছে



★►►ডাঙার প্রানীদের মধ্যে একমাত্র

প্রাণী হাতি, যে লাফ দিতে পারে না ।



★►►বিশ্বে সর্বপ্রথম মনোরোগ-সংক্রান্ত হাসপাতাল

নির্মান করা হয় ইরাকের বাগদাদে , ৭৯২ সালে।





কেমন লাগল জানাবেন!!

উপরের তথ্যগুলো বিভিন্ন স্থান থেকে সংগৃহীত।কিছু তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।আশা করি আপনার কমেন্টে এমন আরো তথ্য দিয়ে পোস্টকে আরো সমৃদ্ধ করবেন!!ভাল থাকবেন!!



চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!!

চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!! পর্ব ২

চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!! পর্ব ৩



সবশেষে আমার একটি প্রিয় গল্প দিলাম সাম্প্রতিক সময়ের ঘটনার ভিত্তিতে,



বহু আগে একজন ব্রিটিশ লোক এক আরবের

কাছে আসল এবং কথায় কথায় জিগ্যেস করলো, 'একজন

পুরুষের সাথে একজন মহিলার হাত

মিলানো(হ্যান্ডশেক করা)

ইসলামে নিষিদ্ধ কেন?'

আরব বললেন,

'আপনি কি রানী এলিজাবেথ এর

সাথে হাত মিলাতে পারবেন?'

ব্রিটিশ লোকটি বললো, 'অবশ্যই নয়,

শুধু মাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট

ব্যাক্তি তার সাথে হাত মিলানোর

সুযোগ পায়'

তখন আরব বললেন, 'আমাদের

কাছে নারীরা ঠিক রানীর মত

সম্মানিত এবং রানীরা কোন অপরিচিত

ব্যাক্তির সাথে হাত মিলায় না। '

ব্রিটিশ লোকটি আবার জিগ্যেস করলো,

'আপনাদের নারীরা কেন চুল এবং শরীর

ঢেকে রাখে? '

আরব হাসলেন

এবং দুটি মিষ্টি নিলেন।

তিনি একটি মিষ্টি খোলা রাখলেন

এবং আরেকটি মিষ্টি ঢেকে রাখলেন।

এরপর

তিনি খোলা মিষ্টিটি কে নোংরা মেঝেতে ফেললেন

এবং ব্রিটিশ লোকটিকে বললেন,

'আমি যদি আপনাকে এই

দুটি মিষ্টি হতে যেকোন

একটি নিতে বলি আপনি কোনটি নিবেন?

লোকটি বললো, 'অবশ্যই

যেটি ঢাকা আছে সেটি নিবো। '

আরব বললেন, ' ঠিক

এভাবে আমরা আমাদের নারীদের

মূল্যায়ন করি ও দেখি।



ভাল থাকবেন।







মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আতিকুল০৭৮৪ বলেছেন: nice

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

অর্ধমৃত সাকিব বলেছেন: ধন্যবাদ!!!

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

নিরবতা বলেছেন: বেশ ভালো লাগলো গল্পটা...।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

অর্ধমৃত সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ!!!

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

দি সুফি বলেছেন: লকহীড এ.ছি. 130H স্পেক্‌টর :> :> B-) B-)

গল্পটা বেশি ভাল লেগেছে। !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

অর্ধমৃত সাকিব বলেছেন: উপরের কথাটা মাথার উপ্রে দিয়ে গেছে!!
এনিওয়ে ধন্যবাদ!!

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালোই লিখেছেন।

সাধারণত এসব পোস্টগুলো ঠিকঠাক পড়লেও এগুলোতে কম মন্তব্য করি। কেননা এসব তথ্যগুলো মজার হলেও এগুলো কয়েকঘন্টার মধ্যেই আমি ভুলে যাবো।

কিন্তু শেষ গল্পটা পড়ে দারুণ লাগলো। এই কারণে ভালো লাগা জানাতেই মন্তব্য করলাম।

প্লাস।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

অর্ধমৃত সাকিব বলেছেন: গল্পটা আমাকে খুব নাডা দিয়েছিল,তাই শেয়ার করা!!!অনেক ধন্যবাদ আপনাকে!!

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জুবাইর রেযা বলেছেন: দারুণ লাগলো। ধন্যবাদ.

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

অর্ধমৃত সাকিব বলেছেন: আপনাকেও অন্নেক ধন্যবাদ!!

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শিক কাবাব বলেছেন: ★►►বেশির ভাগ ঘড়ির
বিজ্ঞাপনে ঘড়িতে যে সময়টা দেখানো হয়
তা ১০: ১০টা। কারণ এ সময় ঘড়ির কাঁটাগুলো এমন
কৌণিক
অবস্থানে থাকে যে তা একটি মৃদু হাস্যময় মুখের
মতো দেখায়




সম্পূর্ণ ভুল !! X(

মানুষকে ভুল কেন শিখান?

টেন + টেন মিলে টিক চিহ্ন হয়। টিক মানে রাইট চিহ্ন। মানে এটাই ঠিক, এটাই নেব।

ঘন্টার কাটা ছোট, মিনিটের কাটা বড়, ফলে, রাইট চিহ্নটা খুবই পরিষ্কারভাবে ফুটে উঠে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

অর্ধমৃত সাকিব বলেছেন: আন্দাজে ক্যাচাল করেন ক্যান??আমি কি স্কুল খুলছি যে মানুষ কে শিখাব???আর আমি কোথাও দেখলাম না যে 'টিক' চিহ্নের জন্য ১০ টা ১০ দেখায়।আন্দাজে কিছু বলার আগে খেয়াল করে বলবেন!
Click This Link
Click This Link

মূলত দুটি কারন দেয়া হয়।
১। clocks' hands in advertisements are set at 10:10 because this was
the time of day when Abraham Lincoln was shot, or the time when he
died. This is a fascinating explanation, but there isn't a shred of
evidence for it (and, in fact, Lincoln was shot at 10:15 PM, and died
the next morning at 7:22). Exactly the same myth is sometimes reported
with John F. Kennedy or Martin Luther King as the person being
memorialized in the clock ads.

২।The consensus
of opinion (confirmed by Timex) is that clock and watch hands in
advertisements are typically set at 10:10 so that the company's logo
will be well-displayed. In addition, this position of the hands
resembles a smile.

এবার নিশ্চয়ই বলবেন যে টাইমেক্স কোম্পানী পান্তাভাত??!!

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: +

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

অর্ধমৃত সাকিব বলেছেন: ধইন্যা!!

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

দুঃখ বিলাসি বলেছেন: +

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

অর্ধমৃত সাকিব বলেছেন: ধইন্যা!

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

ঘর কুনো বলেছেন:
হেডস্যার ;)

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

অর্ধমৃত সাকিব বলেছেন: ;);););)

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

ৈহমনতী বলেছেন: পিলাচ

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

অর্ধমৃত সাকিব বলেছেন: ধইন্যা!!!

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

শীলা শিপা বলেছেন: ভালো লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

অর্ধমৃত সাকিব বলেছেন: ধন্যবাদ আপনাকে!!

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: উপরের কথাটা মাথার উপ্রে দিয়ে গেছে!!

আপনি যেই বিমানের ছবি দিছেন ঐটার নাম লকহীড AC 130H স্পেকটর। এটায় ৪টা হেভি গান আছেঃ ২টা ২০মি.মি. এম৬১ ভলকান, ১টা ৪০মি.মি. বোফোর্‌স এবং ১টা ১০৫মি.মি. এম১০২ কামান আছে। :> সেইরকম একটা বিমান। টাকা থাকলে কিনি ফেলতাম :>
বাংলাদেশে ৪টা এইটার আগের ভার্সন C 130 হারকিউলিস্‌ আছে B-)) B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

অর্ধমৃত সাকিব বলেছেন: ও আচ্ছা!!বিমান টা গুগল মামার কাছ থেইক্কা ধার করা,উইথাউট গবেষনা!! =p~ =p~

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

বসে বসে ভাবি বলেছেন: liked it. thanks for the post

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

অর্ধমৃত সাকিব বলেছেন: থ্যানক্স টু ইউ ঠু!!

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

শাকিল ১৭০৫ বলেছেন: ভালো বলেছেন

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

অর্ধমৃত সাকিব বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.