![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।
আমার ফ্রেন্ডলিস্টে আমার বেশ কয়েকজন শিক্ষক আছেন। আবার, আমার লিস্টে এমন কিছু মানুষ আছে যাদের আমি একটা সময় পড়িয়েছি। সে হিসেবে আমিও একজন শিক্ষক।
শিক্ষকতাকে বলা নোবেল প্রোফেশন। কিন্তু আমাদের দেশে এটাকে দ্বিতীয় শ্রেণীর পেশারও পদমর্যাদা দেয়া হয়না। এর জন্য আমি কখনো সাধারণদের দোষ দেই না। দোষটা মূলত শিক্ষকদেরই। শিক্ষকেরা নিজেরাই নিজেদের মূল্য মাটিতে নামিয়ে এনেছে। কিভাবে? বলছি।
আমি যখন হাইস্কুলে পড়তাম তখন আমাদের গণিতের একজন শিক্ষক ছিলেন। তার কাজ ছিলো সকাল-বিকাল আমাকে বিভিন্ন অযুহাতে শাস্তি দেয়া। অনেকগুলো অপরাধের মধ্যে আমার একটা অপরাধ ছিলো আমি তার বাসায় প্রাইভেট পড়তাম না। তার শাস্তির প্রক্রিয়াও ছিলাম অভিনব। ক্লাসে কোন অরাজকতা হয়েছে কি প্রথম পিটুনি আমার কপালেই ছিলো। স্কুলে থাকতে প্রতিজ্ঞা করেছিলাম একদিন তাকে পিটাবো। এখন যদিও চাইলেই তাকে পিটাতে পারি কিন্তু তাকে কোন এক কারণে ক্ষমা করে দিয়েছি। কিন্তু তার সম্মান আমার কাছে নেই। তাকে রাস্তায় দেখলে পাত্তা দেই না। আমার সামনে দিয়ে তাকে এখন মাথা নিচু করে যেতে হয়। এর জন্য দায়ী কে? কেন তাকে দেখলে আমি সম্মান করছি না?
ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিৎ বইকেন্দ্রিক। সেই সম্পর্ক যদি বিনিময় মূল্যে চলে যায় তাহলে সম্মানীর সম্মানের তলায় পিষে যায়। কলেজে থাকতে আমি দেখতাম বেশীরভাগ শিক্ষক টাকার বিনিময়ে ব্যাচ করে পড়াচ্ছে। আমি নিজেও পড়তাম। এমনও হয়েছে স্যারের বাসায় গিয়ে আমরা পড়ছি অথচ স্যার আমাদের চিনেন না। মাসে মাসে টাকা নিচ্ছেন আর পড়িয়ে যাচ্ছেন। আমি বলছিনা শিক্ষকদের টাকার দরকার নেই, কিন্তু ব্যাপারটা যদি এমন আমি শুধু টাকা নিলাম আর পড়ালাম, ছাত্র চিনলাম না, আচার চিনলাম না, রিভিউ বিবেচনা করলাম না তাহলে তো সেটা বাণিজ্য হয়ে গেল। আর আমাদের দেশে হচ্ছেই সেটা। টাকার বিনিময়ে শিক্ষা আমরা পেয়ে গেলে আমরা কেন শিক্ষা পেয়ে যাওয়ার পর আর তাকে সম্মান করবো। তাকে তো আমাদের আর প্রয়োজন নেই।সে টাকা পেয়েছে আমাদের একাডেমিক শিক্ষা দিয়েছে।ব্যস, তার সাথে আমাদের সম্পর্ক এটুকুই।এখানে সম্মানের আর বালাই নেই।
বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা এসব দিক থেকে এক কাঠি উপরে। এরা লড়াই করে ইগোর জন্য, টাকার জন্য নয়। আমি দেখেছি প্রায় বিশ্ববিদ্যালয় এর শিক্ষকেরা অন্য বিশ্ববিদ্যালয়কে হেয় করতে পছন্দ করে। তাদের দৃষ্টিতে তারাই সেরা,দেশের আর কোথাও তাদের মত সার্ভিস দেয়া হয়না। বাস্তবতা এই পর্যন্ত সীমাবদ্ধ হলে ভালো ছিলো কিন্তু বাস্তবতায় এরা অন্য ডিপার্টমেন্টকেও পাত্তা দিতে নারাজ। একজন শিক্ষক আরেকজন শিক্ষকের নামে দূর্নাম করছে। সেটা চেম্বারে, ক্লাসে এমনকি সমাবেশে! তারা এটা বুঝতেছে না এই যে তারা আরেকজন শিক্ষককে অসম্মান করে কথা বলছে এতে তাদের সম্মানও কমছে। ছাত্ররা তার সম্পর্কেও বিরূপ প্রতিক্রিয়া ধারণ করছে। কাউকে অমর্যাদা করে মর্যাদা পাওয়া যায় না। তারপর কিছু শিক্ষক রাজনৈতিক ছত্রছায়ায় আছেন। রাজনৈতিক আদর্শ এক ব্যাপার আর ছত্রছায়ায় থাকা আরেক ব্যাপার। কেউ যদি রাজনীতিকে ব্যবহার করে বিশেষ উদ্দেশ্য হাসিল করে বা করতে চায় সেটা সে হাসিল করলেও কিন্তু সত্যটা সাধারণ ছাত্রদের কাছে বের হয়ে আসেই। ফলে, তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল হলেও তাদের জন্য বরাদ্দ সম্মানের ঘরটা সংকীর্ণ হয়ে যায়।
মজার একটা ব্যাপার বলি। এই তিন ধরনের শিক্ষকেরাই বাইরের দেশে যখন যান, কিভাবে যেন ভুজংভাজাং ছেড়ে আদর্শিক হয়ে পড়েন।বাইরের দেশে তো আর আমাদের দেশের মত পেশা বেচে খাওয়ার সুযোগ নেই, ওখানে খেতে হয় খেটে,যোগ্যতায়,মেধা দিয়ে, পরিশ্রম করে।
আমি বলছিনা সব শিক্ষকেরাই এমন। এমন স্কুল শিক্ষক আছেন যাকে দেখলে এখনো আমরা দাঁড়িয়ে পড়ি, এমন কলেজ শিক্ষক আছেন যিনি। রাস্তায় আমাদের দেখলে হয়তো চিনতে পারেন না এবং নিজ হতে আগ বাড়িয়ে সালাম দিয়ে বলি আমরা আপনার কলেজের অমুক শেসনের ছাত্র ছিলাম,এমন বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন যাদের আমরা শিক্ষক নয় ভাই হিসেবে শ্রদ্ধা করি। এরাই এখনো শিক্ষতাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রেখেছে। নাহলে হয়তো একজন মুদি ব্যবসায়ী আর শিক্ষকের পার্থক্যটা আমরা কখনোই জানতে পারতামনা।
জগতের সকল শিক্ষকেরা ভাল থাকুক।
০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:২৫
মহাপুরুষের ডায়েরী বলেছেন: ঠিক বলেছেন, এদের কোনদিক দিয়েই সঙ্গায়িত করা যায় না।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৫
অবনি মণি বলেছেন: বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা এসব দিক থেকে এক কাঠি উপরে। এরা লড়াই করে ইগোর জন্য, টাকার জন্য নয়। আমি দেখেছি প্রায় বিশ্ববিদ্যালয় এর শিক্ষকেরা অন্য বিশ্ববিদ্যালয়কে হেয় করতে পছন্দ করে।
রিলেটেড আমার ব্লগটি পড়ে আসেন।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৭
অবনি মণি বলেছেন: ব্লগ পড়া শেষে প্রফাইল দেখলাম।খুব পরিচিতই মনে হলো।লল!
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৬
মলাসইলমুইনা বলেছেন: "বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা এসব দিক থেকে এক কাঠি উপরে। এরা লড়াই করে ইগোর জন্য, টাকার জন্য নয় " I
খুবই মনখারাপ কথাটা আপনি এমন প্রকাশ্যেই বললেন ? হ্যা, ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে যে ইগোটা এদের তৈরী হবার কথা একাডেমিক কাজ দিয়ে সেটা করার সক্ষমতা আমাদের বেশির ভাগ শিক্ষকেরই নেই I হয়তো সেই প্রাতিষ্ঠানিক সুযোগও কম, রাজনৈতিক হস্তক্ষেপতো আছেই I সব মিলিয়ে তাই ইনারা লড়াই করে বিশাল পান্ডিত্যটা জোর করে এস্টাব্লিস্ট করার জন্য, অন্যদের ছোট করে যেটা আপনিও বললেন I এটা আরো অনেক দিন ধরে চলবেই | থামার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না কোথাও I
৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১১
আহমেদ জী এস বলেছেন: মহাপুরুষের ডায়েরী ,
"শিক্ষকতা একটি নোবেল প্রোফেশন"
সর্বদেশে যুগযুগ ধরে একথাটিই প্রতিষ্ঠিত । কিন্তু আমাদের দেশে সব সুন্দর সুন্দর প্রবাদ বাক্যগুলি এসেই মার খেয়ে যায় ।
কেন ?
আমাদের পারিবারিক-সামাজিক ও রাষ্ট্রিক স্তরে চলে অবিরাম ছলচাতুরী প্রবঞ্চনার খেলা । এখানে প্রতিযোগিতা প্রচুর । মানুষের মানসিকতায় রাতারাতি "আঙ্গূল ফুলে কলাগাছ" হবার প্রবনতা তীব্র । তাই অনৈতিকতা নিয়ন্ত্রিত যান্ত্রিক জীবনে আমাদের মন মননে সন্দেহ-অবিশ্বাস-জিজ্ঞাসা - বিরক্তি -কৌতুহল জাগে না বলে জ্ঞান-বুদ্ধি-যুক্তি-বিবেক-বিবেচনা প্রয়োগে নতুন চিন্তা - চেতনার অনুশীলন আমাদের পক্ষে সম্ভব হয় না । তাই "শিক্ষকতা একটি নোবেল প্রোফেশন" এটা কাগজে কলমেই দেখতে ভালো লাগে , পাঠ করে সুখ পাই মাত্র।
০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩১
মহাপুরুষের ডায়েরী বলেছেন: কথা হচ্ছে বাইরের দেশে শিক্ষকতা কিন্তু এখনো নোবেল প্রোফেশনই আছে। এদেশের যারা যায় তারাও সেই ভাবাদর্শে কিছুদিন চলে।তারপর দেশে আসলেই যেন আবার আগের মত হয়ে যায়। এটা তারা কেন করে আমি ঠিক জানিনা।তারা যদি এই কাজ না করতো তাদের সম্মান হয়তো এত নীচে নামতোও না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতার পর, শিক্ষকেরা একবারও বলেনি যে, সবাইকে শিক্ষার সুযোগ দিতে হবে; এরা আসলে শিক্ষক নয়।