![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।
সুন্দরী প্রতিযোগিতার পক্ষে আমি কখনোই ছিলাম না। এই সুন্দরী প্রতিযোগিতাটা অনেকটা আঙ্গুল তুলে দেখিয়ে দেয়ার মত যে দেখ এরা হচ্ছে ফর্সা,এদের চামড়া ভালো, এদের বুক সুডৌল , এদের হিপ বিস্তৃত।
আসলে এই প্রতিযোগিতার প্যারামিটার কি সেটাই একটার প্রশ্নের বিষয়। আমি আজ পর্যন্ত এদেশে কোন কালো মেয়েকে জয়ী হতে দেখলাম না। তারমানে কি কালো মানেই সে সুন্দরী নয়? তারপর শরীরে হালকা মেদ থাকলেও সে বাদ! অথচ পর্ণসাইটগুলোয় জিরো ফিগারের চেয়ে মেদযুক্ত মেয়েদের চাহিদা বেশী দেখা গেছে। অর্থ্যাৎ সাধারণ মানুষের দৃষ্টিতে তারা বেশী আবেদনময়ী! তাহলে যার মেদ আছে তাকে কেন বাদ পড়তে হবে?
এবার আসি বিচারকদের কথায়। বিচারকদের বিশ্লেষণ দেখলেও আমার হাসি আসে। যেমন একজন বলছে, "তোমার হাটাটা ঠিক আছে কিন্তু গতিটা ঠিক হয়নি। তুমি আরেকটু স্লো মোশনে আসতে পারতে "। বুঝেন অবস্থা! এটা কি আর্মি ট্রেনিং চলতেছে গতির এদিক সেদিক হলে সমস্যা হবে! কোন এক সুন্দরী প্রতিযোগিতায় দেখেছিলাম একজন সিংগারকে বিচারকের আসনে। একজন গায়ককে বিচারকের আসনে বসানোর কারণ যে টি.আর.পি এটা দুধের শিশুও বুঝার কথা অথচ আমরা বুঝি না। বুঝিনা বলেই আমরা সাধারণ পাবলিক আর আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে ব্যবসায়ীরা খেয়ে যাচ্ছে।
টি.আর.পি. এর কথাটা যখন আসলো তখন ব্যবসা নিয়ে একটু বলি। দেখা গেছে গুণের চেয়ে পাবলিক সিম্পাথি যার প্রতি বেশী সে বরাবর চ্যাম্পিয়ন হয়ে আসছে। অমুক মেয়েটা গরীব ঘর থেকে এসেছে তার প্রতি পাবলিকের আলাদা সিম্পাথি কাজ করবে স্বাভাবিক। আর এই স্বাভাবিক ব্যাপারটাকেই পূজি করে চলে ব্যবসাটা। ফলাফল- গরিব কোটায় মেয়ে চ্যাম্পিয়ন, টি.আর.পি. বৃদ্ধি, পাবলিকও খুশি, মিডিয়া পার্টনাররাও খুশি,ব্যবসায়ীরাও খুশি।
শেষ একটা ব্যাপার না বললেই না সেটা হচ্ছে যৌন কেলেঙ্কারি। আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা জানি গিভ এন্ড টেকের ব্যাপারটা আজকাল কমন হয়ে গেছে। আয়োজক অথবা পরিচালক তোমাকে পেয়ে খুশি মানে তোমার কপাল খুলে গেছে। তখন তোমার হাটার গতি এদিক সেদিকে কিছু আসবে যাবে না।
সিস্টেম নিয়ে সমলোচনা করলে এরকম হাজার ফ্যাক্টের কথা বলা যাবে। কিন্তু সবকথার মোদ্দা কথা যে অনুষ্ঠান সামাজিক মূল্যবোধের অবক্ষয় করে তা কিভাবে সর্বজনবিদিত স্বীকৃত হতে পারে? তা যদি না হয় তাহলে একজন কালো অথবা মেদযুক্ত কোন গুণী মেয়েকে চ্যাম্পিয়ন করুন, মেয়েদের পণ্যের মত শো না করে তাদের সত্যিকার সুন্দর যেভাবে দেখা যায় সেভাবে উপস্থাপন করুন, ব্যবসার চেয়ে ফেয়ার প্যারামিটার এর ব্যবস্থা করুন, তাহলে হয়তো আজ যে মেয়েটি কালো বলে কষ্ট পাচ্ছে সেও নিজেকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাবে।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২
মহাপুরুষের ডায়েরী বলেছেন: বাকিকিছু বলতে পারবোনা তবে আমি বিয়ে করার আগে দুজনের শিক্ষাগত যোগ্যতা দেখবো এইটুকু জানি। কালো মোটা যদি শিক্ষিত হয় তাহলে তাকেই বেছে নিব, চামড়া দেখে নয়।
কৃষাঙ্গ সুন্দরী আছে আমিও জানি, আমি কথাটা আমাদের দেশের হিসেবে বলেছি পড়ে দেখেন।
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৩
লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: আমি বিবাহিত লোক। এইসব সুন্দরী প্রতিযোগিতা দেখে আফসোস বাড়াই না।
এই ধরনের প্রতিযোগিতায় একটা বিশেষ শ্রেণী অংশগ্রহণ করে। তারা রূপ বেচে পেট চালাতে চাইলে চালাক, আমরা এগুলি ইগনর করলেই তো হয়।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দরী প্রতিযোগিতা হল লাইসেন্সধারী পতিতা বানানোর কারখানা।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬
রাজীব নুর বলেছেন: আমাদের মতো দরিদ্র দেশে সুন্দরী প্রতিযোগিতা মানায় না।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৫
মহাপুরুষের ডায়েরী বলেছেন: কোন দেশেই ঠিক না, একদলকে সিলেক্ট করে অন্যদলকে আঙুল তুলে অবজ্ঞা করার মানে নেই!!!
৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৪
মানিজার বলেছেন: সুন্দরী প্রতীযুগীতায় না আসা মেয়েগুলা কি সুন্দরী না ? এইসব প্রতিযুগীতা টতিযুগীতা ব্যবসা ছাড়া কিছুই না ।
০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬
মহাপুরুষের ডায়েরী বলেছেন: ঠিক বলেছেন.....
৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯
নীল আকাশ বলেছেন: সুন্দরী প্রতিযোগিতা হল লাইসেন্সধারী পতিতা বানানোর কারখানা । স হ ম ত।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিয়ে করেছেন? একটা কালো ও মেদযুক্ত মেয়ে, আরেকটা ফর্সা ও স্লিম দেহের অধিকারী- কোন মেয়েটাকে বিয়ে করবেন? দু একজন আবেগের বশবতী হয়ে কালো মেয়েকে বিয়ে করতে চাইবেন, কিন্তু বাস্তবে যৌতুকের বড় অংক না পেলে কেউ করবেন না। এ ব্যাপারে প্রভাতকুমার মুখোপাধ্যায়ের একটা সুন্দর গল্প আছে।
মোটের উপর আপনি অনেকগুলো ভুল ধারণার উপর আছেন বলে আমার মনে হচ্ছে। একবার সাউথ আফ্রিকার এক কালো মেয়ে মিস ওয়ার্ল্ড হয়েছিল। তো, এগুলো অনেকটা ভূ-রাজনৈতিক ব্যাপারও।