নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখন বোধ হয় ফুল ঝরানোর পালা...

বৃষ্টিধারা

সিমকো মাকো রাকোই কুহুই কুহুই ক্যা, ডেগো বিটি দুলোরিয় ডেগো ফিরিত মেয়...

বৃষ্টিধারা › বিস্তারিত পোস্টঃ

মেন্টাল টেলিপ্যাথি

০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫০



















সাধারণত,মেন্টাল টেলিপ্যাথি মানে হল - কোন কথা-বার্তা না বলে কিংবা কোন দেখা - সাক্ষাৎ না করে দূরবর্তী ২জন মানুষের যোগাযোগ করার ক্ষমতা । দূরত্ব এক রুম থেকে অন্য রুমের হতে পারে,আবার একটা টেবিলের ২টা চেয়ারের মাঝখানের দূরত্ব ও হতে পারে । আবার পৃথিবীর ২ প্রান্তে ২জন, এরকম দূরত্ব ও হতে পারে । গুরুত্বপূর্ন কথা হল - কিভাবে এটা সম্ভব ??







মিলিয়ন মিলিয়ন কেইস রয়েছে মেন্টাল টেলিপ্যাথির । এছাড়া ও এমন অনেকেই আছেন যারা মেন্টাল টেলিপ্যাথির অস্তিত্বে বিশ্বাস করেন না কিন্তু এরকম উদাহরণ দিতে পারবেন যা মেন্টাল টেলিপ্যাথির সংগার সাথে মিলে যায় ।



মেন্টাল টেলিপ্যাথির সক্ষমতা পরীক্ষা করার সবচাইতে আদর্শ উপায় হল - কোন ১টা ছবি কিংবা ডিজাইন অন্য একজন মানুষের কাছে পাঠাতে হবে ( আশা করা যায়- সে ছবিটা পাবে ) এবং যার কাছে পাঠানো হল সে পেয়ে সেটা নোট করবে । এই পরীক্ষায় মেন্টাল টেলিপ্যাথির সব চাইতে গুরুত্ত্বপূর্ণ ব্যাপার টা ই থাকে না । আর তা হলো - ইমোশান । আমরা জানি, যেসব ক্ষেত্রে মেন্টাল টেলিপ্যাথি হয়েছে সেই সব গুলোতেই ইমোশানের একটা বড় ভূমিকা রয়েছে । একজন মা তার বাচ্চা ব্যথা পেলে টের পান , একজন স্ত্রী তার স্বামীর হার্ট এয়াটাক হলে টের পান , সন্তান বড় হয়ে গেলে মা-বাব মারা গেলে আগে থেকে টের পায় । এই কেইস গুলা কে কিভাবে পরীক্ষা করে ব্যাখ্যা করা সম্ভব ??



আমার মনে হয় না কোন গবেষণা করর সময় কেউ তত টা ইমোশান দিতে পারবে যত টা দিলে মেন্টাল টেলিপ্যাথির অস্তিত্ব সহজে প্রমাণ করা সম্ভব হবে । আমার মনে হয় - মেন্টাল টেলিপ্যাথি করতে হলে পেছন থেকে সেই ইমোশনাল ধাক্কা টা দিতে হবে যা দিলে কেউ খুব সহজে মন থেকে মনে তথ্য পাঠাতে পারবে । কারণ , কেউ যদি বাস্তবে কারো উপরে রাগান্বিত না থাকে তো সে কি করে কাউকে মেন্টাল ক্রোধ পাঠাবে ?? তাছাড়া, বেশির ভাগ কেইসগুলা তে দেখা গেছে - মেন্টাল টেলিপ্যাথি শুধু মাত্র ঘনিস্ঠ বন্ধু কিংবা আত্মীয়ের মধ্যে কাজ করছে ।



এজন্য ই গবেষকরা ২জন অপরিচিত মানুষের মধ্যে পরীক্ষা করে যে ফলাফল পেয়েছেন তার থেকে অধিক বেশি শক্তিশালী ফলাফল ছিল আত্মীয় কিংবা রক্ত সম্পর্কীয় ২জন মানুষের মধ্যেকার টেলিপ্যাথিতে ।



দেখা যাক - কি করে মেন্টাল টেলিপ্যাথি আমরা করতে পারব ?? মেন্টাল টেলিপ্যাথি ২ রকমের হয় । একটা তে ২জন মানুষের দূরত্ব থাকে পৃথিবী ব্যাপি । কেউ কাউকে না দেখেই এবং কথা না বলেই তথ্য পাঠাবে । আরেকটাতে ২জন মানুষ ২জন কে দেখবে কিন্তু কোন কথা না বলে শুধু মাত্র যুক্তি সংগত চিন্তা করে তথ্য পাঠাবে । এভাবে যোগাযোগের যত বেশী চেষ্টা মানে প্র্যাকটিস করা হবে তত বেশি এই যোগাযোগ সোজা হয়ে যাবে । প্রথমেই এমন কাউকে নিতে হবে যাকে পুরোপুরি বিশ্বাস করা হয় এবং যে এই ব্যাপারে আগ্রহী । দিনের একটা নির্দিষ্ট সময়ে মন খুলে অন্যজনের কাছে তথ্য পাঠানোর জন্য বসতে হবে । এভাবে চিন্ত চেতনা অনুভূতি শেয়ার করার চেষ্টা করতে হবে । একজন কে সেন্ডার হতে হবে অন্যজন কে রিসিভার হতে হবে । প্রথমে ছোট ছোট ব্যাপার শেয়ার করতে হবে - যেমন কোন নাম কিংবা রং । পরে যত বেশী পারফেক্ট টেলিপ্যাথার হতে থাকবে তত তথ্য গুলো ও বড় হতে থাকবে ।





সবাই চেষ্টা করুন এবং ফলাফল জানান .... :)







মন্তব্য ২৪১ টি রেটিং +২৯/-০

মন্তব্য (২৪১) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৩

রাজসোহান বলেছেন: ইদানিং দেখি ডাক্তার হৈসেন :|

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:০৭

বৃষ্টিধারা বলেছেন: আমার বাপ-মা ডাক্তার । আমি ডাক্তার না .... :)

ডাক্তারের কাজ বুঝি টেলিপ্যাথি কইরা রুগী ডাইকা আনা ?? ;)

২| ০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৬

লেখোয়াড় বলেছেন: দ্বিতীয় +++ লেখা ভালা।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১০

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ পিলাচের লাইগা । :)

৩| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৪

আধাঁরি অপ্সরা বলেছেন:

আরে আফু এতু গেয়ানি পুষ্ট!! :-B :-B :-B



খেলা দেখ না??? /:)

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১০

বৃষ্টিধারা বলেছেন: নাহহহহহহহহহহহহহ

নিজের দেশ বাদ পড়ার পর আর খেলা দেখি নাই .... :(

৪| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৭

রং রিয়াজ বলেছেন: সেন্ড করছি কিন্তু মনে হয় নেটওয়ার্ক এর সমস্যা। উত্তর আসে না।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১৩

বৃষ্টিধারা বলেছেন: অপেক্ষা করেন । ফ্রিকুয়েন্সি আসুক .... :)

৫| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৮

িমরর বলেছেন: মেন্টাল পুষ্ট!

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১৪

বৃষ্টিধারা বলেছেন: মেন্টাল কমেন্ট ।

৬| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৮

মন মোর মেঘের সঙ্গী বলেছেন:

‌‌‌''প্রথমেই এমন কাউকে নিতে হবে যাকে পুরোপুরি বিশ্বাস করা হয় ....''

এই এমন কাউকে খুজেঁ পাওয়াটাই তো আসল সমস্যা!!

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১৫

বৃষ্টিধারা বলেছেন: নিজের কোন সোল মেইট নাই যাকে বিশ্বাস করতে পারেন ??

৭| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১০

অনন্ত জীবন বলেছেন: রিসিভার খুজতে হবে

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১৫

বৃষ্টিধারা বলেছেন: খুঁজতে থাকুন ।

৮| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৪

আরিফ রুবেল বলেছেন: যার সাথে টেলি্প্যাথির প্র্যাকটিস করা যায়, এখন উপায়। :( :( :(

বাকী দুই প্রকার টেলিপ্যাথির ব্যাপারে জাতি অতিসত্বর জানতে চায় :P :P :P

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১৬

বৃষ্টিধারা বলেছেন: আর পারুম না ভাই । :( :(

এইবার মাফ চাই ....

৯| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৬

আরিফ রুবেল বলেছেন: এমন কেউ নাই* [লেখলাম কিন্তু হইল না কেন!!!]

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:১৭

বৃষ্টিধারা বলেছেন: বুঝলাম না কি বলতে চাইলেন । :(

১০| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব আগ্রহ নিয়ে পড়া শুরু করেছিলাম, কিন্তু মনে হলো শুরুতেই লেখাটা শেষ হয়ে গেছে হঠাৎ করে। আরও বিস্তারিত লিখলে ক্লিয়ার একটা কনসেপ্ট পাওয়া যেতো।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২১

বৃষ্টিধারা বলেছেন: খুব সোজা করে এবং ছোট করে বুঝাতে চাইলাম সব কিছু । বুঝেন নাই ?? :(

বড় পোষ্ট অনেকের ই বিরক্তির উদ্রেক করে । :(

১১| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৯

কি নাম দিব বলেছেন: গিয়ানী পুস্ট ভয় পাই :|

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২২

বৃষ্টিধারা বলেছেন: কিনাদি, ভয় পাওয়ার মত কঠিন না কিন্তু । :)

১২| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:২১

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: রং রিয়াজ বলেছেন: সেণ্ড করছি। কিন্তু মনে হয় নেটওয়ার্ক এর সমস্যা। উত্তর আসে না!

B-) B-) B-)

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৪

বৃষ্টিধারা বলেছেন: :) :) :)

১৩| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩০

তেরো বলেছেন: আরো ডিটেইল লেখা চাই এই বিষয়ে।ভালো লাগলো।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৫

বৃষ্টিধারা বলেছেন: আর লিখার ক্ষমতা নাই আমার । :( :( :(

মাফ কইরা দেন .....

১৪| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৬

সায়েম মুন বলেছেন: বুঝেছি। আপনে কপি আপটাপের কাছ থেকে হিপ্নোটপি নিছেন :P

জানলাম কিছু মিছু। এজন্য আপনেকে এক বস্তা ধইন্যাপাতা:)

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৭

বৃষ্টিধারা বলেছেন: এত ধইন্যা কি করবাম আমি ?? :( :(

আমার দোয়ায় কাজ হয় নাই,নাহ ?? নতুন পোষ্ট কই ??

হাদিয়া তে ২ নাম্বারি ছিল বোধ হয় । ;)

১৫| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৯

তামজীদ বলেছেন: হুমমম

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৭

বৃষ্টিধারা বলেছেন: জুমমমমমমমম

১৬| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

আরিফইসলাম বলেছেন: জানলাম কিছু মিছু। এজন্য আপনেকে এক বস্তা ধইন্যাপাতা।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৮

বৃষ্টিধারা বলেছেন: কিছু ধইন্যা নিয়া যান ভাই । গরমে ধইন্যার আর টেস্ট নাই । :)

১৭| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৯

নীলমেঘ আমি বলেছেন: আপনাকে লেখক ডট ক মে
http://www.lekhok.com e আমন্ত্রন।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৯

বৃষ্টিধারা বলেছেন: গিয়ে দেখে আসলাম ।

সামু ছাড়া কোথাও মজা নাই ভাই ।

১৮| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২২

তন্ময় ফেরদৌস বলেছেন: মডুডের সাথে টেলিপ্যাথি করা দরকার।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩০

বৃষ্টিধারা বলেছেন: কইরা দেখেন । সুফল পাইলে জানাইয়েন ।

১৯| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩২

ফারহান দাউদ বলেছেন: ধরাছোঁয়ার বাইরের জগৎ নিয়ে আপনার বেশ উৎসাহ দেখা যাচ্ছে।

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩১

বৃষ্টিধারা বলেছেন: সবার ই এই ব্যাপারে উৎসাহ থাকে,কি বলেন ??

অধরা কে ধরতে চাই বলেই তো আমরা মানুষ । :)

২০| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

শব্দহীন জোছনা বলেছেন: টেলিপ্যাথি ঠিক বুঝটে পারলাম না। :( :( :( :(

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩৩

বৃষ্টিধারা বলেছেন: ব্যর্থ আমি .... :( :( :(

২১| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

জয় রাজ খান বলেছেন: আমার ব্যালেন্স শেষ!!! রিং যাইতাছে না। :#) :#)

হুম প্যাথি লইয়া একটা পোষ্ট দিয়েন :-B

গেয়ানমূলক পোষ্টের জন্য থেঙ্কু :-<

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩৫

বৃষ্টিধারা বলেছেন: টেহা-পয়সা লাগে না টেলিপ্যাথি করতে । নাকি ইদানীং ইমোশান ও বাজারে কিনতে পাওয়া যায় ??

২২| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৮:৪৩

রেজোওয়ানা বলেছেন:
রহস্যময় মনোজগত!!

টোটাল ব্যপারটাই খুব রহস্যময় মনে হয় আমার কাছে, মানুষের অবচেতন মনের খেলা?

এটাকে কি এক ধরণের ইএসপি পাওয়ার বলা যায়?

০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩৭

বৃষ্টিধারা বলেছেন: হুম,সুমী আপু । আগের পোষ্টে বলেছি এটা এক ধরনের ই,এস,পি ।

আছ কেমন তুমি ? খোঁজ ও তো নাও না আমার । :(

২৩| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:০২

নিয়ম ভাঙার কারিগর বলেছেন: রেজোওয়ানা আপু, ন্যান, আপনার ই.এস.পি. টেস্টটা কইর‌্যা দেখেন।

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০১

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ লিংকের জন্য ।

২৪| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:২৪

সংগ্রামী মানুষ বলেছেন:
বাহ্ ! খুব সুন্দর একটা পোষ্ট
মেন্টাল টেলিপ্যাথি আমি অনেক আগে থেকে চর্চা করি ,আর আমি যে ধরনে কাজের সাথে জড়িত এটা আমার জন্য খুবই প্রয়োজনীয় । আপনাকে ভালো লেগেছে , আমার সংস্থায় আপনাকে স্বাগতম :


আসুন মানুষ ও মানবতার পক্ষে সংগ্রাম করি
আমরা সংগ্রামী সহযোদ্ধা চাই
বিস্তারিত জানতে কথা বলুন : ০১৭১২৫৯০৯২৩, ০১১৯১৮৩০৫৮৩
অথবা ই-মেইল করুন : [email protected]

সংগ্রামী মানবাধিকার কর্মীদের দলে আপনাকে স্বাগতম ।

বি:দ্র: যদি কোন ব্লগার আমাকে ফোন করে না পান তাহলে আপনার ব্লগার নেম লিখে ০১৮১৬৬২২৭৬৩ নাম্বারে একটি বার্তা পাঠান, আমি আপনাকে কল করবো । ধন্যবাদ ।

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০০

বৃষ্টিধারা বলেছেন: আপনাকে ধন্যবাদ পোষ্ট পড়ার জন্য ।

২৫| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩১

ফাইরুজ বলেছেন: আপুপুপু আমিতো আপনার ব্লগ দেইখা পুরা মুগ্ধ।কত বিষয় যে আপনি জানেন আপু।টেলিপ্যাথি কি আসলে চর্চা করে হয়।খুব আজব লাগতেছে।তাও চেষ্টা করব।

২৬| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৩২

ফাইরুজ বলেছেন: আপুপুপু আমিতো আপনার ব্লগ দেইখা পুরা মুগ্ধ।কত বিষয় যে আপনি জানেন আপু।টেলিপ্যাথি কি আসলে চর্চা করে হয়।খুব আজব লাগতেছে।তাও চেষ্টা করব।

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৯

বৃষ্টিধারা বলেছেন: হুম,ইমোশান থাকলে সব ই সম্ভব টেলিপ্যাথি দিয়ে ।

ভালো থেকো ।

২৭| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৪৭

জসিম বলেছেন: টেলিপ্যাথির ধারাবাহিক

খুবই ভালো লাগলো

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৮

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

২৮| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:০০

সায়েম মুন বলেছেন: হাদিয়া ঠিকই আছিল। যাকে বলে খাস নিয়ত। দোয়ায় কোন গড়বড় হৈছে বোধয় :P

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৮

বৃষ্টিধারা বলেছেন: হুম ..... দোয়া ও ঠিক ই আছিল .... যাকে বলে পীর সাহেবের দোয়া ... :)

আজ ই তো ফলাফল দেখলেন ।

২৯| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:২১

ভিনদেশী তারা বলেছেন: খুব ভালো লাগলো। কখনো সুযোগ পেলে পরীক্ষা করে দেখব।

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৮

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।

পরীক্ষা করে ফলাফল জানাতে ভুলবেন না যেন ।

৩০| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:২৫

বাঘ মামা বলেছেন: আমি আপনাকে একটা ম্যাসেজ পাঠাইসি, আপু আপনি কি পাইসেন?

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৮

বৃষ্টিধারা বলেছেন: মামা,আমি তো আপনার ভাগনী হব । আপু না । :( :(

মেসেজ পাইছি । বলে দেব সবার সামনে ??

৩১| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:২৯

কাজী রাকিবুল ইসলাম বলেছেন:

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৬

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।

৩২| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৪৩

ভুত. বলেছেন: ট্রাই করে দেখতে হবে, তবে কার সাথে ট্রাই করব বুঝতেছি না।
পাইছি আমার দোস্ত আছে না ;) ;)

পোস্টে +

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৫

বৃষ্টিধারা বলেছেন: ঐ,দোস্তের লগে টেরাই কইরা ফলাফল জানাইলি না যে !!!

৩৩| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৪৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: পোস্টের ভিতরে প্রবেশের পূর্বেই শেষ করে দিলেন ? এধরনের পোস্ট বিস্তারিত না হলে ভাল লাগে ? একটা অতৃপ্তি রয়েই গেল !

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৩

বৃষ্টিধারা বলেছেন: আর বিস্তারিত লিখার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই ....:(

৩৪| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৪৮

মুনসী১৬১২ বলেছেন: নেটওয়ার্ক জ্যাম

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৮

বৃষ্টিধারা বলেছেন: কয়জনের লগে টেরাই মারতাছেন ??

৩৫| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ১১:১৯

হাসানুর বলেছেন: আমি আইজকাই আপনারে টেলিপ্যাথি করমু...বলতে হবে আমার প্রিয় রং কি ?

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৪

বৃষ্টিধারা বলেছেন: আমি কি আপনার ঘনিষ্ঠ কেউ ?? নাকি আপনার আত্মীয় ??

৩৬| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৫৮

অনিক বলেছেন: অন্যরকম লেখা। ভাল লাগলো।

ভাল থাকিস। শুভ কামনা রইলো।

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৩

বৃষ্টিধারা বলেছেন: দাদা,তোমার ভালো লেগেছে জেনে খুশী হলাম ।

তুমি ও ভালো থেকো ।

৩৭| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জ্ঞ্যানী পোস্টে এসে অজ্ঞান হয় গেলুম :-*

(টেস্ট করে ফলাফল জানানো হইবেক) :)

উপরের ছবিটা এক্স মেন এর প্রফেসর জনাব এক্সেভিয়র এর না? B-))

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২১

বৃষ্টিধারা বলেছেন: মনে হয় উনার ই ছবি ।

অজ্ঞান হয়ে তো মুসিবতে ফেলাইলেন আমাকে । পানির ছিঁটা দিমু কেমনে এখন ??

ফলাফল জানার অপেক্ষায় রইলাম ।

৩৮| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:০৫

মহাবিশ্ব বলেছেন:
অন্য রকম একটা বিষয় নিয়ে খুব ভালো লিখেছেন বৃষ্টিধারা। যেহেতু এটা সুপারন্যাচারাল একটা বিষয়, তাই বিজ্ঞানসম্মত ডকুমেন্টেশান হয়তো নেই। যোগসাধনা এবং অধ্যাত্মবাদের চর্চা যাঁরা করেন, তাঁদের কাছে এটা একটা অর্জিত ক্ষমতা বলে কথিত। আমার নিজের জীবনে অবাক করা ছোট্ট অভিজ্ঞতা রয়েছে ফোর্সড টেলিপ্যাথির, আধ্যাত্মিক জীবনের এক মানুষের কাছ থেকে। কিন্তু এটা এমন এক জিনিস খুব সহজে টেস্ট করেই রেজাল্ট পাওয়া গেল, এমনটা নাও হতে পারে।
ভালো লাগলো বৃষ্টিধারা, সুপ্রভাত। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভকামনা।

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১৮

বৃষ্টিধারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

ভালো থাকবেন নিরন্তর .....

৩৯| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:১৫

চাঙ্কু বলেছেন: ;) ;)

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১৭

বৃষ্টিধারা বলেছেন: চোখ টিপি দেন কেন ?? :( :( :(

৪০| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ৯:২৬

রেজোওয়ানা বলেছেন: তোমার উপর নজর আছে :)

আমি নিজেই গতকাল ঢং করে বৃষ্টিতে ভিজে এখন তার খেসারত দিচ্ছি :(

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১৬

বৃষ্টিধারা বলেছেন: বেশী নজর দিও না ।

লজ্জায় পর্দার আড়ালে গেলাম গা .... ;)

আমাকে ভিজতে দেয় না কেউ ... :( :(

৪১| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:০০

ইমন জুবায়ের বলেছেন:

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১০

বৃষ্টিধারা বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই ।

এক দিন পর আসলেন !! :( :(

ভালো আছেন তো ??

৪২| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৮

শেখ আমিনুল ইসলাম বলেছেন: আপাতত টেলিপ্যাথি করা যাচ্ছে না পার্টনারের অভাবে :| :|

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১২

বৃষ্টিধারা বলেছেন: পার্টনার পেলেই ট্রাই কইরেন .... :)

৪৩| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৪১

ঝটিকা বলেছেন: আমার মা'র সাথে অনেক হয়। কোন বিপদ হওয়ার আসংকা হলেই মা জানি কিভাবে বুঝে ফেলেন, নয়তো স্বপ্ন দেখেন। তাই আমি এটা বিশ্বাস করি।

আপু তোমার পোষ্টে আসলে আমি কোন বাস্তব উধাহারন দেখতে চেয়েছিলাম।

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১৪

বৃষ্টিধারা বলেছেন: হুম,আমি তো বলেছি ই কাদের মাঝে বেশি হয় টেলিপ্যাথি । বাস্তব উদাহরণ মা-বাবার সাথে অনেক আছে আমার । এগুলো লিখে পোষ্ট বড় করার মত ধইরয আমার নাই,আপুনি ।

ভালো থেকো ।

৪৪| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১৮

খন্ডকাব্য বলেছেন: ট্যালিপ্যাথি দিয়ে আপনার মাথার মধ্যে কি সব উদ্ভট চিন্তাভাবনা চলতেছে সব কিনতু আমি বুঝতেছি..... ;) ;)

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:১৯

বৃষ্টিধারা বলেছেন: বলেন তো আমি আজ সকাল থেকে কি কি করেছি ....

৪৫| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৫

নিউট্রন বলেছেন: বিস্তারিত চাই

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৬

বৃষ্টিধারা বলেছেন: আর কত বিস্তারিত লিখুম ভাই ?? :( :(

মাফ চাই ।

৪৬| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৬

খন্ডকাব্য বলেছেন: কি কি করছেন পাবলিকলি বলব ;) ;)
সবাই জেনে গেলে পরে আবার আমাকে দুষ দিবেন না তো :P :P

এখন কি বলা শুরু করব.............

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩১

বৃষ্টিধারা বলেছেন: আমি এমন কিছু করি নি যা পাবলিকলি বলা যাবে না ।

বলেন...দেখি আপনে কি কি জানলেন আমার সম্পর্কে .....

৪৭| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪২

খন্ডকাব্য বলেছেন: আপনি সকালে উইঠাই ব্লগে ড়ুকলেন...আর শুধু অপেক্ষায় ছিলেন কখন আমি কমেন্ট করব আর আপনি আরেকটা ক্যাচালে জড়াবেন :P :P

ঠিক বলেছি না ;) ;)

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৩

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

আপনে তো দেখি টেলিপ্যাথির মাষ্টার !! পোষ্ট দেন না কেন একটা ??

৪৮| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৫

সমুদ্র কন্যা বলেছেন: আমি পারি...আমি পারিইইইইইইইই...:D

সবচেয়ে বেশি হয় আমার জানু মনু বান্ধবীটার সাথে, দেখা যায় ও ফোন করেছে কিনা দেখার জন্য আমি মোবাইলটা হাতে নিয়েছি আর তখনই ওর ফোন এসেছে...কতবার যে এমন হয়েছে...অনেক অনেক অনেক ভালবাসা থাকলে টেলিপ্যাথী হবেই হবে :)

০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৫

বৃষ্টিধারা বলেছেন: হুম,আপু । ঠিক ই বলেছ । সব কিছু ইমোশান আর ফিলিংস এর উপর নির্ভর করে ।

ভালো থেকো ।

৪৯| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৬

ইমন জুবায়ের বলেছেন: ইলেকশন নিয়ে ব্যস্ত !:#P তাই একদিন পর আসলাম। :(

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৯

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

চিন্তা করবেন না বেশী । আমাদের সবার শুভ কামনা আপনার সাথে ....:)

৫০| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৭

খন্ডকাব্য বলেছেন: পুস্ট আর দিমু কেমতে....আপনি তো ট্যালিপ্যাথি দিয়া আমার থেকে চুরি কইরা নিজেই পুষ্ট দিয়া দিছেন :( :(

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৯

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

আরো ২টা টেলিপ্যাথি আছে,যেগুলা আমি আর লিখুম না ঠিক করছি । আপনে লিখেন । আর চুরি করব না আপনার থেইকা ..;)

৫১| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৪

রোদেলা বলেছেন: টেলিপ্যাথি দিয়ে একটা চমৎকার কবিতা এনে দাওনা বৃষ্টি..

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৮

বৃষ্টিধারা বলেছেন: আপু,তুমি নিজে ট্রাই কর না কেন ? চলে আসবে কবিতা তোমার কলমের ডগায় ...

৫২| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৫

জয় রাজ খান বলেছেন: কোন দুনিয়ায় আছেন!! :-* টেয়া পয়সা ছাড়া কিছু অয় নাকি?? :-0

টেয়া থাকলে বাঘের দুধ কিনতে পাওয়া যায় :#> আর ইমোশন তো বাজারে সস্তা জিনিস!!! /:) /:)

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৭

বৃষ্টিধারা বলেছেন: কি কয় এই ছেমড়া !!!

ইমোশান কেমনে বেচে ? কেজির দরে নাকি হালি হিসাবে ???

৫৩| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৮

জয় রাজ খান বলেছেন: টাকা দিয়া বেচে!! ঐটা আপনের খুশি কেজিতে কিনেন আর হালিতে :|| কিনতে চাইলে আওয়াজ দিয়েন!! :-/


ও আপনার কাছে তো টাকা ছাড়া সব আছে!!! :#) :#) থাক আপনার আর কিনন লাগবো না /:) /:)

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:০৩

বৃষ্টিধারা বলেছেন: ওওও বুঝলাম ।

তো,আমারে কি একটু ফ্রী দেওন যায় না ?? দেখতাম আর কি,কেমন ইমোশান বেচে বাজারে ...

৫৪| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:০৬

অনিক বলেছেন: তোর জন্য এই ছড়া-

এ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি
সবই গেল রসাতলে,
এবার এলো টেলিপ্যাথি
চেষ্টা করলে সবই ফলে।

যতদূরেই থাকুক সেজন
একটু ভাবো মনে মনে,
মুঠোফোন না থাকলেও
কথা হবে তাহার সনে।

ব্রেইন ওয়েভ রয় যে সজাগ
যতই তুমি ঘুমিয়ে থাকো,
মনের চোখে তাইতো রাতে
হাজার রকম স্বপ্ন দ্যাখো।

দূরের মানুষ হয় যে কাছের
টেলিপ্যাথির এমন যাদু,
তাইতো আমি বুঝতে পারি
কেমন আছে আমার দাদু।

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:০৯

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

দাদা,খুব ভালো লিখেছ তুমি । খুব ভালো লাগলো পড়ে ।

ভালো থেকো তুমি অহর্নিশ ।

৫৫| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:১৪

সেজুতি_শিপু বলেছেন: টেলিপ্যাথি ব্যপারটা আমাকে আকৃষ্ট করে । বুঝতে চাই মাঝে মাঝে আসলেই সে ক্রিয়াশীল কিনা ।

ঠিক স্পষ্ট করে বুঝতে বা ধরতে পারি না যে ।

লেখার জন্য ধন্যবাদ ।

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৩২

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।

৫৬| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:২৯

নষ্টছেলে বলেছেন: পড়লাম :| :|

আমি পৃথিবীর সব সুন্দরীদের জন্য টেলিপ্যাথি ফিল করি যেমন কোনো সুন্দর মেয়ের বিয়ে হইতে দেখলেই আমার বুক ছ্যাৎ কইরা উঠে কিন্তু দুঃখজনক হলে ও সত্যি সুন্দরীরা আমার জন্য কোনো টেলিপ্যাথি ফিল করে না :( :( :(( :(( :((

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৩

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

মজার কমেন্ট ।

৫৭| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৩০

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পড়িনাই, পরে পড়ে নেমুনে।

আছো কেমুন? শরীর ভালা ?? মিষ্টি খামু কুখুন ??



আমি এই কুই দিন আছিলামনা, আর এই ফাকে ইমন ভাইয়া তোমারে কত্তকিছু খাওয়াইতাছে, আমি রাগ কুরছি কইও। /:)

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৫

বৃষ্টিধারা বলেছেন: রাগ কইরেন না । আপনি ও খান একটু । আমি ভেজাল করুম না ।

ভালো আছি । মিষ্টি জুলাই তে খাবেন ইনশাল্লাহ ..... আপনি কিরাম ?

কই ছিলেন এই কয় দিন ?

৫৮| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কাজে বিজি আছিলাম, মেলা কাম পইড়াছিল। এর ভিতরে বসের ঝাড়ি খাইলাম একখান। ভালা আছিলামনা তেমুন।


নিজের প্রতি যত্ন নিও, নেটে কম বসতে চেষ্ঠা করিও। ভালো থাকিও।

০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৫

বৃষ্টিধারা বলেছেন: ভাইয়া,ঝাড়ি কেন খাইছেন ? কাম-কাজে মন দেন না ??

নেটে একটানা বসে থাকি নাতো । ঘরের কাজ-কাম ও করি লগ ইন থাইকা ই ....

আপনি ও ভালো থাকবেন সব সময় ।

৫৯| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আরে কইওনা, মাঝে মইধ্যে চুকে বেশী দেহি, আবার কম। ওইদিন একজনরে বেতন দিতে বেশী দিয়ালাইছি। শায়মাপু ঠিক কইছিল কানের সরি চুকের পাওয়ার চেক করন লাগপ।

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৩৩

বৃষ্টিধারা বলেছেন: তো,ডাক্তার দেখান না কিল্লাইগা ??

এইরাম ভুল করলে তো আমি কানে ধরে চাকরি থেকে ই বের কইরা দিতাম । :) :) :)

৬০| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:১৯

আরিশ ময়ুখ বলেছেন: জীবনেও কারো সাথে এই ধরনের যোগাযোগ হইল না :(

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৩৪

বৃষ্টিধারা বলেছেন: আহারে .... :( :(

মা-বাবর সাথে ও হয় নি এইরকম ??

৬১| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:২১

আরিশ ময়ুখ বলেছেন: আপনার পদ্ধতি কাজে লাগানো যায় কি'না ভাবতেসি

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৩৯

বৃষ্টিধারা বলেছেন: কাজে লাগাইয়া দেখেন । ফল পাইলে জানাইয়েন ... :)

৬২| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৪

রিয়েল ডেমোন বলেছেন: গতকাল মেট্রোতে বসে অনেকগুলা মাইয়ারে নক করছি।কেউ ফিরাও তাকায় নাই।


মেন্টাল টেলিপ্যাথি তো আমারে মেন্টাল প্রমানিত করবো দেখতাছি।

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:০২

বৃষ্টিধারা বলেছেন: দুইন্যার মাইয়ারে এক লগে নক করলে এইরাম ই হইব । :( :(

এক মনে একটা মাইয়ারে নক কর,ভাইডি .....

৬৩| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৪

পথেরহাট. বলেছেন: আয় আয় আয় .............

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:০৩

বৃষ্টিধারা বলেছেন: এত দিন পর ভাইগনা !!!

কারে ডাকে আয় আয় কইরা ??

৬৪| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৩

anisa বলেছেন: বৃষ্টি অনেক ভালবাসা রইলো দিনের এই শেষ মুহুর্ত্তে যখন উঠব উঠব করছে মন তোমার লেখা পরলাম............
মনের তিনটে স্টেজ আছে যদি তুমি সেই স্তরে যেতে পারো তো এটা সম্ভব সাধারণের পক্ষে সম্ভব নয়
মন এ হয় এখন তোমার এসব না ঘাটাই ভালো..............কুভি আফ্তাভ কি হিপ্নথেরাপি দিল নাকি
এই তুমি কি রাগ করেছ..........ওরে পাগলি সোনা আজ শরীরটা খুব খুব খারাপ............মাথাটা ফাকা ফাকা লাগছে
আমার সহজ বুদ্ধি তে বলে যার সাথে মনের যোগ আছে তার সাথেই টেলিপএথি সম্ভব না হয় মা সেদিন কেন এমন করলো
আমার জন্য কান্না কাটি শুরু করেছিল আমার কিছু হয়েছে ভেবে সত্যি আমি সেদিন খুব বিপদের মাঝে ছিলাম....
এসব সব কিছুর মনস্তাত্ত্বিক ব্যাখা আছে..............এখন আমি তো টেলিপেথী তে বুঝলাম বৃষ্টি রাগ করেছে............
হা হা নো রাগ কেবল হাসি........
অনেক আদর ...................রইলো ভালবাসা এক আকাশ ................

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৫২

বৃষ্টিধারা বলেছেন: আপু,মন টা ভালো হয়ে ও হয় না । খুব খারাপ সময় যাচ্ছে আমার । কিচ্ছু ভালো লাগে না । কিচ্ছু ... না ।

দোয়া কইরো তো একটু । আর,তুমি ভালো থেকো ।

আপু,তোমার ছেলের ১টা ছবি দাও তো,দেখি ।

৬৫| ০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০২

এম.. মাহমুদ বলেছেন: আমার মনে হয় এই কাজের জন্য একই চিন্তাধারার দুইজন মানুষ দরকার। অথবা মানুষের মধ্যে ইনস্টল করার মত একটা সফটওয়্যার।।

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৫

বৃষ্টিধারা বলেছেন: চিন্তাধারা এক না হলে ও সেইম ইমোশান ফিল করে এইরকম ২জন মানুষ তো অবশ্য ই লাগবে ।

৬৬| ০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৩

মোঃ জুলকার নাঈন বলেছেন: মেন্টাল টেলিপেথি--
আমি বিশ্বাস করিনা-- কিন্তু আমার পরিচিত একটা মেয়েবলে-- আমি যা চিন্তা করি সেও নাকি তাই চিন্তা করে।কি অবাক কাহিনি তাইনা আফা---------------

তবে আপনার লেখায় অনেক বৈচিত্র দেখি।
আজ টেলিপেথি-- কাল কবিতা-- পরশু মন খারাপ---- ভাল চালিয়ে যান

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৮

বৃষ্টিধারা বলেছেন: যখন যা মন চায়,তাই করি ভাই । খুব খেয়ালী মানুষ আমি ।

ভালো থাকবেন ।

৬৭| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:২৩

মাহী ফ্লোরা বলেছেন: আপু তুমি কই?আসোনা আড্ডা দি :#)

০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১০:৩০

বৃষ্টিধারা বলেছেন: মাহী, আছিস এখন ??

আজ মন খুব ই খারাপ ছিল,তাই আর নেটে বসি নাই দুপুরের পর ...

৬৮| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৯:০৩

শব্দ-সওয়ারী বলেছেন: প্রথম কথা হল, মনকে যে সচেতন-অবচেতন ইত্যাদি ভাগে ভাগ করা হয় - ব্যাপারটাই কেমন খুঁতখুঁত লাগে! আপনি ডাক্তারের মেয়ে, সুতরাং আপনার পক্ষে হয়তো জেনে নেয়া সহজ, আসলে আমরা সোজা ভাষায় যাকে "মন" বলি, সেটা আসলে সেরেব্রামের এক ধরণের Higher Motor Function - বিভিন্ন নিউরন এবং তাদের Neurotransmitter এর Chemical Interaction. এবং সেক্ষেত্রে মেন্টাল ট্যালিপ্যাথির কোন বিজ্ঞানসম্মত ভিত্তি থাকেনা। ট্যালিপ্যাথি ট্যালিপ্যাথিই ! আমার এক বন্ধু বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল শুরুর আগেই বলেছিল, ইন্ডিয়া ছয় উইকেটে জিতবে; এবং কাকতালীয়ভাবে তা-ই হল! এখন এর পেছনে আপনি কোন বিজ্ঞানসম্মত অবকাঠামো খুঁজবেন কি?
যা হোক, আমি স্রেফ আমার মতামত জানালাম। এর মাঝে ভুল থাকলে, আশা করি সহব্লগারগণ সেটা ধরিয়ে দেবেন।
আপনাকে অভিনন্দন এ বিষয়ে আলো ফেলার এবং আলোচনার ক্ষেত্র তৈরী করে দেয়ার জন্য।

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৩

বৃষ্টিধারা বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য । আপনি হয়ত ঠিক ই বলেছেন । কিন্তু আমার মনে হয় টেলিপ্যাথি আছে । থাক,এসব যার যার দৃষ্টিভংগীর ব্যাপার ।

ভালো থাকবেন ।

৬৯| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:০৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তুমি আমারে এইরাম কথা কইতে ফারলা ?? :( /:) আড়ি X((

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৫

বৃষ্টিধারা বলেছেন: আপনারে কইছি নাকি আমি ?? যদি আমার অফিসে চাকরী করত কেউ ... তাইলে কি হইত তা ই না কইলাম !! :( :(

আড়ি নিয়েন না ... এমনি তেই মন ভালো না । :(

৭০| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:৫৬

শূণ্য উপত্যকা বলেছেন: আমি অনেক আগে একবার পাগলের মত ট্রাই করতাম। হয় নি। এবারও যে হবে মনে হচ্ছে না। তবু দেখি।

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৬

বৃষ্টিধারা বলেছেন: নিজের উপর এবং পার্টনারের উপর আস্থা থাকলে সব ই সম্ভব টেলিপ্যাথি দিয়ে ।

আচ্ছা,ট্রাই করে দেখেন ... ফলাফল জানাবেন কিন্তু ।

৭১| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ২:১৮

সোহরাব সুমন বলেছেন: !

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২৭

বৃষ্টিধারা বলেছেন: ?

৭২| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ২:৩৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম---বিশ্বাস করি। কিন্তু সব সময় হয়না।।

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪১

বৃষ্টিধারা বলেছেন: ধইরজ ধরে করলে এক সময় চাইলেই হবে । :)

৭৩| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ২:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম---বিশ্বাস করি। কিন্তু সব সময় হয়না।।ধন্যবাদ এই লিখার জন্য।

৭৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ ভোর ৪:৫৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: পার্টনার পাইনা :(

০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪২

বৃষ্টিধারা বলেছেন: আহারে বেচারা ..... :) :)

৭৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ ভোর ৬:১৩

উদাসী স্বপ্ন বলেছেন: লুপ হোলস:

একখান পোলা একটা মেয়েরে খুব ভালোবাসতো। তারে বলছিলো তার মনের কথা। মেয়েটা সাড়া না দিলেও পোলাটার লগে হয়াং আউট করতো, আর পোলাটা সারাদিন ট্রাই করতো ওর মন খান পাওনের জন্য!

একদিন জানবার পারলো মাইয়াটার বিয়া হইয়া গেলো, বিয়া হইয়া বৈদেশ পাড়ি দিলো জামাইর লগে!

পোলাটা সেইর রাতে খুব কান্দে খালি কয় দি একবার তারে বুঝাইতে পারতাম এই বুক টা খুইলা তারে আমি কত ভালোবাসি! সে যদি জানতো তারে ছাড়া আমি বাচুম না!

দৈনিক এমুন কয়ডা পোলা বা মাইয়া ছ্যাকা খায় বা দেয়? তাইলে সেই কান্দন গুলোন বা মনের ইচ্ছা গুলান কি র‌্যান্ডমলিও যাইবার পারে না`? ঐখানে কিন্তু ১০০% নিয়ত বা ইমোশন সবকিছুই এক্সট্রিম ভাবে ইনভলভ!

অল্টারনেটিভ:

কোয়ান্টাম ফিজিক্সে একটা থিওরী আছে এনট্যাঙ্গলম্যান্ট যেটা কোনো কানেকশন ছাড়াই স্হানিক স্হানাংকে সাব এটমিক লেভেলে স্পিন রোটেশন ইনফো পাঠায়! যদি এটা সময়ের স্হানাংকে করা যায় তাহলে অতীত ভবিষ্যতে সব খানেই কোনো কানেকটিভিটি বা নেটওয়ার্ক ছাড়াই এটা করা যাবে! তবে এটা এখনো হাইপো লেভেল থিকা সবে থিওরীতে জনস্ট্রাক্ট হইতাছে যার ল্যাব এক্সপেরিমেন্ট হিসাবে একটা পোস্ট সিটিসি অলরেডি করাও হইছে জার্মানীর একখান ইউনিতে!

এইটার সাথে কুনোভাবে লিংকড আপ হইলে সম্ভব হইলেও হইতে পারে নাইলে পরে হিরোস এর মতো নাকামুরার তেলেসমাতী খালি স্বপ্নেই থাইকা যাইবো!

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০০

বৃষ্টিধারা বলেছেন: এত গিয়ানী কমেন্টের কি উত্তর দিমু,বুঝতেছি না । তাই ক্ষমাপ্রার্থী । মাফ কইরা দিয়েন ।

ভালো থাকবেন সব সময় ....:)

৭৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ ভোর ৬:৫০

এলোমেলো রকস বলেছেন: হাসানুর বলেছেন: আমি আইজকাই আপনারে টেলিপ্যাথি করমু...বলতে হবে আমার প্রিয় রং কি ?
০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:২৪

লেখক বলেছেন: আমি কি আপনার ঘনিষ্ঠ কেউ ?? নাকি আপনার আত্মীয় ??
[/sb



হোহোহো... হোয়াট এ্যা সেন্স অব হিউমার

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৭

বৃষ্টিধারা বলেছেন: পোষ্টের কমেন্ট না দিয়া কমেন্টের কমেন্ট দিলেন !!!

৭৭| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১০:২৩

পথেরহাট. বলেছেন: কালাম্মা, কেমুন আছেন? আপনারে ডাকতাছিলাম। কিন্তু আপনে তো আইলেন না।

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৪

বৃষ্টিধারা বলেছেন: আমাকে ডাকলেন,অথচ আমি টের ই পাইলাম না !! মাইনাস আমারে ।

আছেন কেমন আপনি ?

৭৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৩

সরলতা বলেছেন: আপু! খুব খুব ভাল লেগেছে। আগের পোষ্টেই জানিয়ে গিয়েছিলাম টেলিপ্যাথি নিয়ে আমার আগ্রহের কথা। তাই লেখাটা পড়ে মন ভাল হয়ে গেল,কিন্তু মন যে ভরল না!

আরো আরো লেখা চাই এ বিষয়ে। আর খুব খুব ভাল থেক তুমি। :)

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৯

বৃষ্টিধারা বলেছেন: পরীপু,তুমি ও ভালো থেকো খুব ।

আর লিখা দিতে পারব কিনা জানি না,তবে চেষ্টা করব ...

৭৯| ০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ২:৫১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কি ২০টি কই তুমি??

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৮

বৃষ্টিধারা বলেছেন: আমি বাসায় .... ভালো লাগে না কিছু,তাই বসি না সামু তে .... :(

আপনি কিরাম আছেন ?

৮০| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৬

অচেনা রাজ্যের রাজা বলেছেন: বেফুক জ্ঞান অর্জন করিলাম B-)

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৭

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ দেন তাইলে .... :)

৮১| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৫

সোহরাব সুমন বলেছেন: দৈনিক এমুন কয়ডা পোলা বা মাইয়া ছ্যাকা খায় বা দেয়? তাইলে সেই কান্দন গুলোন বা মনের ইচ্ছা গুলান কি র‌্যান্ডমলিও যাইবার পারে না`? ঐখানে কিন্তু ১০০% নিয়ত বা ইমোশন সবকিছুই এক্সট্রিম ভাবে ইনভলভ! (উদাসী স্বপ্ন বলেছেন: লুপ হোলস:....)

৮২| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১০:৩৮

আন্না০০৭ বলেছেন: ভাল আছিস??????

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪১

বৃষ্টিধারা বলেছেন: নারে দোস্ত,ভালো নাই । মন টা বিক্ষিপ্ত খুব ।

তোর খবর কি ?

৮৩| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১১:২৯

রিয়েল ডেমোন বলেছেন: এখন বুঝলাম


ইউরোপিয়ানরা তো বাংলা জানে না ;) ;) ;)

বাংলায় নক করছি বইলা বুঝে নাই :D :D :D :D

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৯

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

তোর তো দেখি জটিল বুদ্ধি রে .... :)

ভালো আছিস ?

৮৪| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৭

মোঃ জুলকার নাঈন বলেছেন: আপনি আমার কমেন্টএর উত্তর দেন নাই কেন?
মনটাই খারাপ হইয়া গেল--- আর আসুমনা কিন্তু--- =p~ =p~ =p~

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৭

বৃষ্টিধারা বলেছেন: কমেন্টের উত্তর দিতে দেরী হয়ে গেল,দুকখিত ....:(

৮৫| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:১১

এম, এস, হাসনাত বলেছেন: বাসা খালি থাকলে একদিন ট্রাই করবো..... :P

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩৪

বৃষ্টিধারা বলেছেন: বাসা খালি থাকতে হবে কেন !! বুঝলাম না ... :(

৮৬| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইন্টারেষ্টিং - ট্রাই করে দেখব :)

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩১

বৃষ্টিধারা বলেছেন: ট্রাই করে রেজাল্ট জানাবেন কিন্তু .. :)

৮৭| ০৫ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:০৪

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন:
আপনি টেলিপ্যাথি দিয়ে আমার মাথা থেকে পোস্টটা নিয়ে ছাপায় দিলেন, কাজটা ঠিক করেন নাই।
এরপর আপনার প্রতিটা পোস্ট আমি আগে টেলিপ্যাথি দিয়ে জেনে নিয়ে আগেই পোস্ট করে দিব।

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩০

বৃষ্টিধারা বলেছেন: কই ভাই,নতুন পোষ্ট দিলেন নাতো !! সকাল থেকেই তো আমার মাথায় একটা পোষ্ট ঘুরছে ... :)

৮৮| ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১৬

গানচিল বলেছেন: এত মন্তব্য??.....তয় আঁই কিছু কমুনা। সবাই আঁর কথা কইয়া ফালাইছে। আঁই যাই।

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৯

বৃষ্টিধারা বলেছেন: আপনি কি নোয়াখালীর মানুষ নাকি,ভাইয়া ??

৮৯| ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:২৩

পৃথিলা আফনান বলেছেন: kemon aso brishtidhara??

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৮

বৃষ্টিধারা বলেছেন: ভালো নেই পৃথিলা ।

তুমি কেমন আছ ?

৯০| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৯

রেজোওয়ানা বলেছেন:
ঐ, কি খবর?

আছো কেমন?

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২১

বৃষ্টিধারা বলেছেন: ভালো নাই আপু । অকারণ মন খারাপ .... :( :(

খবর ও তাই খারাপ ।

৯১| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২১

মরুর পাখি বলেছেন: কি হে তোমার মন মেজাজ ভাল তো?
কেমন চলছে দিনকাল?
লেখাটা জ্ঞানী হয়েছে।
ভাল থেকো।

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭

বৃষ্টিধারা বলেছেন: পাখিপু,জানি না কেমন চলছে দিন-কাল । হয়ত ভালো,হয়ত না .....

তুমি ভালো থেকো ।

৯২| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৩

িনর্বাক বলেছেন: মেন্টাল টেলিপ্যাথি আমি অনেক আগে থেকে চর্চা করি

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৫

বৃষ্টিধারা বলেছেন: চর্চার ফলাফল টা শেয়ার করেন আমাদের সাথে ।

৯৩| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪১

িনর্বাক বলেছেন: চর্চার ফলাফল কাজ হইছে।

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৬

বৃষ্টিধারা বলেছেন: উদাহরণ দিয়ে বললে ভালো হইত না ??

৯৪| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৩

িনর্বাক বলেছেন: ভালো হত না

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৯

বৃষ্টিধারা বলেছেন: আচ্ছা .. :)

৯৫| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৭

রিয়েল ডেমোন বলেছেন: আছি বুবু ভালোই।

তুমি কেমন আছো?

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১০

বৃষ্টিধারা বলেছেন: মন খারাপ রোগে ধরেছে রে ....আমাকে ।

ভালো লাগে না কিছু । :(

৯৬| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৫

অফ টপিক বলেছেন: এইখানে কি হৈতেয়াছে?

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:২২

বৃষ্টিধারা বলেছেন: দেখেন না কি হয় ???

৯৭| ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কেন ভাল লাগেনা কেন??

০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৬

বৃষ্টিধারা বলেছেন: তা জানলে কি আর নিজে সমাধান করতাম না ?

৯৮| ০৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১২

গানচিল বলেছেন: আরে না ! আমি খাস সিলেইট্যা। তয় তাদের ভাষা মাঝে মঝেমধ্যে ব্যবহার করতে ভালই লাগে

০৫ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

বুঝলাম ।

ভালো থাকবেন ।

৯৯| ০৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪১

তির্যক রহমান বলেছেন: বেশ ভাল।োনেক কিছু জানলাম

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২২

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১০০| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১:২৮

তুহিন দাস বলেছেন: যাক একটা চাপ্টার তো শেষ, ফিজিকাল টেলিপ্যাথি কবে পাচ্ছি।

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৪

বৃষ্টিধারা বলেছেন: জানি না । হয়ত খুব শিঘ্রী,হয়তো কখনো না । :)

১০১| ০৬ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:২৮

রিয়েল ডেমোন বলেছেন: বুবু দেখলাম ব্লগে একডা কবিরাজ নিক আছে।

ওরে ধইরা লাই্য়ামু??? :-B :-B :-B :-B


ডাক্তারও আছে............

আমাগো বিলাইয়াপ্পু!!! ;) ;) ;) ;)

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭

বৃষ্টিধারা বলেছেন: ঐ,তুই ডাক্তারের মাইয়ারে ডাক্তারের ভয় দেখাস !!! বাপ-মা ২ টাই ডাক্তার আমার। বুঝছস ??

আর,এইসব রোগ ভালা করন ডাক্তারের কাম না । বুঝস না ??

১০২| ০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:০৫

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: লেখক বলেছেন: কই ভাই,নতুন পোষ্ট দিলেন নাতো !! সকাল থেকেই তো আমার মাথায় একটা পোষ্ট ঘুরছে ...

ধুর, ওইটা একটা পোস্ট হই্ল ;) ???
ভাল পোস্ট পাইলে দেইখেন...........

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৮

বৃষ্টিধারা বলেছেন: আমি কি ভাবলাম আর আপনে কি পোষ্ট দিলেন !! এই আপনের টেলিপ্যাথি বিদ্যা !!

ধিক ..... ;)

১০৩| ০৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১২

পাহাড়ের কান্না বলেছেন: কি কন এডি আমি টেলিপ্যাথি খেলমুনা। /:)

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩২

বৃষ্টিধারা বলেছেন: সোজা কথায় না খেললে কভি বাথটাব রে ডাক দিমু কিন্তুক .... :)

১০৪| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৭

রিয়েল ডেমোন বলেছেন: :D :D :D :D :D :D :D


ডরাইছি

আমারেও টেনশনের রোগে ধরছে।লিটল বিট টেনশিত।

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৭

বৃষ্টিধারা বলেছেন: গল্পের মোইলিকতা নিয়ে বেশী টেনশানো ঠিক না । :)

ডরাস কেন ? কিলাইছি আমি তোরে ? হুহ

১০৫| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৫

আর.এইচ.সুমন বলেছেন: এই বিষয়টা খুব চমৎকার ....। আমি নিজেও প্রমান পেয়েছি ......।

আমার একটা মেয়ে বান্ধবী যে কিনা আমাকে পছন্দ করে খুব বেশি ., ওকে দেখেছি ,আমি যদি অন্য কোন মেয়ের সাথে ফোন এ বা মোবাইলে কথা বলি , বা অন্য কোন মেয়েকে নিয়ে চিন্তা করি ,, সেদিনই ও কিভাবে যেন বুঝতে পারে ।
এমন কিছু বলে যা আমাকে আশ্চর্য করে ..।

এই ধরনের পোস্ট আরও দিতে পারেন :) ভাল লাগে ।

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৮

বৃষ্টিধারা বলেছেন: সুমন ভাই,একজন থাকতে আরেক জনরে নিয়া চিন্তা করা কিন্তু হারাম ... :)

ভালো থাকবেন ।

১০৬| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১২

আর.এইচ.সুমন বলেছেন: ছি ছি কি যে বলেন .... আমি কি বলেছি যে আমি অন্য মেয়েদের সাথে প্রেম করি ??? তবে আমি যেটা মিন করেছি সেটা আপনি অন্যভাবে না নিয়ে সোজা ভাবে ধরেন বুঝতে পারবেন ।

ও যেটা বলছিলাম ,,,,,,,,,,, আপনি এধরনের পোস্ট আরও করতে পারেন .। এই সব বিষয়ে আমার আবার বেশ আগ্রহ :)

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৩

বৃষ্টিধারা বলেছেন: হি হা হা

মজা করলাম ভাই,মাইন্ড করলে স্যরি ।

চেষ্টা করব আরো লিখতে ।

ভালো থাকবেন ।

১০৭| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩১

পাহাড়ের কান্না বলেছেন: কভি বাথটাবের লগে খেলমু :)

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৫

বৃষ্টিধারা বলেছেন: উনি তো কই জানি হারাইয়া গেছেন ..... :(

মাইকিং করন লাগব মনে লয় ....

১০৮| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৩৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো ড. বৃষ্টিধারা। আগেই পড়েছি

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৬

বৃষ্টিধারা বলেছেন: আমি ড. না ভাইয়া । আর এই জিনিস হইতাম ও চাই না । খিকজজজজ

পড়ার জন্য ধন্যবাদ ।

১০৯| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫২

রিয়েল ডেমোন বলেছেন: ভাবতাছি এইখানে একটা মেন্টাল এলোপ্যাথির ব্রান্ঞ খুলমু।


বুবু তোর জ্ঞানী অজ্ঞানি পোষ্টো থাইকা চিকিৎসা দিমু। B-) B-) B-) B-) B-) B-) B-)

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৮

বৃষ্টিধারা বলেছেন: তুই ডাংতার হইলি কবে থেকে রে ??

আমি কিন্তু হাতুড়ে ডাংতার ভুই পাই .... :( :(

১১০| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৩

আর.এইচ.সুমন বলেছেন: আরে না আমি খুব কম মাইন্ড করি :) নিজেকে সব সময় ফানি রাখতে ও ভাবতে চেষ্টা করি ... আর আমি রাগ করতে গেলে হাসি চলে আসে তো এই জন্য রাগ করাও হয় না বেশি একটা :)

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৭

বৃষ্টিধারা বলেছেন: খুব ভালো তো ....

সব সময় হাসবেন । তাহলেই কোন দুকখ ছুঁতে পারবে না আপনাকে ।

১১১| ০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৩

পাহাড়ের কান্না বলেছেন: হায় হায় কি কন। আমি তাইলে কার লগে খেল্মু?/ :((

০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫২

বৃষ্টিধারা বলেছেন: না কাইন্দা কভি রে খুঁজনের ব্যবস্থা করেন ... :)

১১২| ০৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১৩

সবুজ মানব বলেছেন: Apnar shathe telepathyr maddhome missedcall missedcall khelte chaile raji hoben?

০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৪

বৃষ্টিধারা বলেছেন: আমি সেই কখন মিসকল দিয়া বইসা আছি । আপনি মিসকল ব্যাক করেন না কেন,ভাই ?? :(

১১৩| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৮

রিয়েল ডেমোন বলেছেন: আমিতো হাতুরে ডাক্তার না হামারে ডাক্তার।হামার দিয়া পিটাইয়া রোগী আরোগ্য করি। B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৪

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

তোরে পিটুনি ....

১১৪| ০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:২০

সংগ্রামী মানুষ বলেছেন: আপনি/আপনারা দয়া করে আপনাদের পরিচিত সবাইকে নিচের এই লিখাটির ব্যাপারে অবগত করে মানুষ ও মানবতার কল্যানে শরীক হবেন, এটাই আমার অনুরোধ ।
-----------------------------------------------------------------------------
আপনার বা আপনার আশে পাশের কেউ কি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ?
পৈত্রিক সম্পত্তি বা ক্রয়-কৃত সম্পত্তি বেদখল হয়ে আছে ?
আমরা আপনার ন্যায্য অধিকার আদায় করে দেব ।

আপনি বা আপনার আশে পাশের কোন নারী বা শিশু কি পারিবারিক নির্যাতনের শিকার ?
যৌতুকের জন্য নির্যাতিতা ?
যেকোন পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সহায়তা দেব ।

আপনি কি মিথ্যা-হয়রানি মুলক মামলার শিকার ?
আপনার পরিচিত কেউ কি বিনা বিচারে ও নিবর্তনমুলক আদেশ আটক হাজতী ?
আমরা আপনার পাশেই আছি ।

আপনার কোন মামলা থানায় গ্রহন করছে না ?
আপনার কোন মামলা থানায় গ্রহন করেও কোন পদক্ষেপ নিচ্ছে না ?
আমাদেরকে জানান আমরা আপনার পক্ষে পদক্ষেপ নেব ।

সঠিক সাক্ষ্য প্রমান সহ আমাদের কাছে লিখিত অভিযোগ করুন ।
বিস্তারিত জানতে কথা বলুন: ০১৮১৬৬২২৭৬৩,০১৭১২৫৯০৯২৩ ।


বাংলাদেশের প্রতিটি জেলায় শাখা অফিস করা হবে । আগ্রহীরা যোগাযোগ করুন।

------------------------------------------------------------------------------
আন্তর্জাতিক মানবাধিকার প্রতিরক্ষা ও বার্তা সংস্থা ও
সার্বজনীন পরিবেশ মানবাধিকার সংস্থার যৌথ উদ্যোগ

http://ihrdps1.webs.com/

০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৬

বৃষ্টিধারা বলেছেন: আচ্ছা ।

ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকবেন ।

১১৫| ০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৫

সুপান্থ সুরাহী বলেছেন:
দেরি কইরা আইলাম কিতা কইবাম বুজবার পারছিনা...

সবাই সব কইয়া ফালছে...
আমি আগে মোবাইলে পর্ছিলাম...

তয় টেলিপ্যাথি শব্দটাই আমার কাছে বাল লাগে...

০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:০০

বৃষ্টিধারা বলেছেন: খালি শব্দ টা ই ভালো লাগে ?? আর প্রোসেস টা ??

লেইট করনের লাইগা মাঈণাছ ।

১১৬| ০৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৪

আমি বন্য বলেছেন: ভালো লিখেছ.।তবে আমার মনে হয় এটা পুরাপুরি বিশ্বাসের ব্যাপার ...
বিশ্বাস যত গভীর হবে এটা সত্য হওয়ার possibility বেড়ে যাবে,...

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৪

বৃষ্টিধারা বলেছেন: হুম,আমার ও তাই মনে হয় ।

ধন্যবাদ আপনাকে ।

১১৭| ০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১২

সজল শর্মা বলেছেন: আমি একটা পাঠাইছি। পাইছেন?

তথ্যটা ছিল- পোস্ট পড়ে আউলা হয়ে গেছি। :D :D :D :D :D


হ্যাঁ অনেক উদাহরণ আছে। কিন্তু সেগুলোকে ব্যতিক্রম হিসেবেই ধরা যায়। ইচ্ছে করে বসে পাঠানো সম্ভব কি না জানি না।

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৬

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

ধন্যবাদ আপনাকে ।

১১৮| ০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০২

সবুজ মানব বলেছেন: call dilam. dhoren na ken?

০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১২

বৃষ্টিধারা বলেছেন: কাজ করছিলাম তো তাই ধরতে পারি নি । এখন থেকে কল দেয়ার আগে ১টা এস এম এস ড্রপ কইরেন । :)

১১৯| ০৮ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৭

সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: ইন্ট্রাস্টিং

০৯ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১২

বৃষ্টিধারা বলেছেন: হুম ..... :)

১২০| ০৯ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৭

ৈহমনতী বলেছেন:

১০ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৪

বৃষ্টিধারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

১২১| ১৮ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৩২

সোনালীডানা বলেছেন: ভাল্লাগসে গো ... চালাই যান ... :)

১৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩২

বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।

১২২| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৭

ইষ্টিকুটুম বলেছেন: টেলিপাথির মাধ্যমে কি আমার মনের মানুষ্কে জানাতে পারবো আমার মনের কথা? !:#P !:#P

২২ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৮

বৃষ্টিধারা বলেছেন: অবশ্য ই পারবেন কুটুম আফা । :)

১২৩| ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ২:৩৩

ইব্রাহীম খলিল বলেছেন: পরীক্ষীত.............
এটা একদিন প্রমাণ হবেই
কারন বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে, বিজ্ঞান ঘটনাকে ব্যখ্যা, করে মাত্র.. অর্থাৎ যারা এখনও বিশ্বাস করছেন না, তারা একটু অপেক্ষা করুন,এটা সময়ের ব্যপার মাত্র..
কোয়ান্টাম মেথড(ধ্যান) এর সর্বোচ্চ পর্যায়ে গেলে, এটা খুব সহজেই সম্ভব...

২৭ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫০

বৃষ্টিধারা বলেছেন: হুম....:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.