| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি'র জল
সহজ সরল, সত্য স্বীকারোক্তিতে বিশ্বাসী। বর্তমানে আনন্দ খুঁজে নিয়ে সামনের দিনে এগিয়ে যাই।
কথা বলতে বলতে একদিন আমরা বোবা হয়ে যাই
আমাদের রাজ্যের যত কথা ছিল
সব হারিয়ে যায় দূরের কোন সমুদ্রের ঢেউয়ে।
সেসব পাখিদের কথা আর বলিনা আমরা
পাখিটির নাম কি, গায়ের রঙ কি,
ঠোঁটটি দেখে পরিচয় মেলে না
গায়ের ঐ সবুজ নীলচে রঙ দেখে বুঝে নেই আমরা
তা আর কিছু নয় মাছরাঙ্গা।
মেঘগুলো এখনো ভীষণ রেগে রেগে কালো হয়
কখনো অভিমানে উড়ে যায় এদিক ওদিক,
বাতাসে সব করে এলো মেলো
জানালার উইন্ডচাইম টা ছিঁড়ে পড়ে যেন-
তবুও আর কিছু নিয়ে কথা বলিনা
কথা বলতে বলতে বোবা হয়ে গেছি আমরা।
পাশের বাড়ির জানালায় চলে যে খেলা
সে কথা আর বলিনা কাউকে,
রাস্তায় মানুষ মাস্কহীন, গ্লাভসবিহীন
রেস্তরায় কাবাব,আর ইটালিয়ান খাবার
কেনায় ভীর জমায়
সেটিও জানাইনা আর।
কি যে ঝুম বৃষ্টি আর মেঘের গর্জন
বিজলির আলো,
ক্যামেরা বন্দি হয় ঠিক
কিন্তু তা আর দেখানো হয়না।
আমাদের কারো মন খারাপ হয়, কারো হয় অসুখ
কেউ থাকি অভিমানে, কেউ বা আত্মহংকারে
মনের ভেতর ঝড় বয়ে চলে জানাইনা আর কিছু।
কেউ বই পড়ে, কাজের কিছু কাগজ দেখে
দু' একজন কাছের মানুষের সাথে কথা বলে-
আবার বা কেউ গান শোনে, কাজের ভেতর মত্ত থেকে
সিনেমা দেখে, অন্ধকারে তাকিয়ে পার করে দেই দিন
পার করে দেই সময়।
তবুও আমরা আর কথা বলিনা কারন
কথা বলতে বলতে আমরা এখন বোবা হয়ে গেছি।
ছবিঃ গুগল
১২ ই জুন, ২০২১ সকাল ১০:৩৪
বৃষ্টি'র জল বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
জি নাম বদলেছি, তাই খুশিও বটে ![]()
নাম পরিবর্তন নিয়ে লিখছি একটু সময় করে।
২|
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:১৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সময়ের বিবর্তনে মানুষের ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার কবিতা। ভালো লেগেছে।
১২ ই জুন, ২০২১ সকাল ১০:৪০
বৃষ্টি'র জল বলেছেন: হুম, সময় মানুষদের বদলে দেয় পুরো। মানুষ সময়ের কাছে বাঁধা।
ধন্য বাদ মন্তব্যের জন্য ![]()
৩|
০৭ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৯
খায়রুল আহসান বলেছেন: শব্দহীন হলেই মানুষের কথা বলা থেমে থাকে না। সময়ের বিবর্তনে এক সময় মানুষ নিজের সাথে কথা বলতে চায়, কথা বলে চলে।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
১২ ই জুন, ২০২১ সকাল ১০:৪০
বৃষ্টি'র জল বলেছেন: খুব সুন্দর মন্তব্য ![]()
ধন্যবাদ এবং শুভ কামনা
৪|
০৮ ই জুন, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১২ ই জুন, ২০২১ সকাল ১০:৪১
বৃষ্টি'র জল বলেছেন: ধন্যবাদ ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। অসাধারণ। মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। আপনার যে-কটা কবিতা পড়েছি, এটাই সেরা মনে হলো আমার কাছে। খুব ভালো লাগলো- সাবলীল, নিপাট লেখা।

আচ্ছা, আপনার নাম দেখেই বুঝতে পেরেছিলাম নামটা বদলানো সম্ভব হয়েছে। সেই অভিজ্ঞতাও একটু বলুন। সেই সাথে অভিনন্দনও গ্রহণ করুন