নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খ্যাংরা কাঠির ব্লগে স্বাগতম

সূর্যটাকে রাখিস খেয়াল

খ্যাংরা কাঠি

ফেবু আইডিঃ FB/broomstick91

খ্যাংরা কাঠি › বিস্তারিত পোস্টঃ

দুগ্ধপোষ্য বাবুসোনা

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

কয়েকদিন আগে লেকচার এ প্রবেশের আগে আগে এক আপুকে মোবাইলে কথা বলতে শুনলাম।

কথোপকথনের নমুনাঃ

আপুঃহ্যালো সোনা,তুমি কোথায়?

ওপাশেঃ.........

আপুঃএখনো ওঠনি,তাড়াতাড়ি উঠে পড়ো বাবু।

ওপাশেঃ.........

আপুঃএরকম করে না লক্ষীটি,তাড়াতাড়ি লেকচার এ আসো।

ওপাশেঃ.........

আপুঃ(রেগে) কিছু শুনতে চায় না,তুমি এক্ষুনি লেকচার এ আসবা(কেটে দিলেন)।

কথোপকথনের কতিপয় শব্দচয়ন (বাবু,সোনা) হতে মনে হয় তিনি কোন 'দুগ্ধপোষ্য শিশু'কে বলছেন,আবার লেকচার এ আসতে বলায় মনে হল শিশুটি দুগ্ধপোষ্য নয়।

ভাষা পরিবর্তনশীল।মোবাইল নামক যন্ত্রের ছোঁয়ায় তা আরো গতিপ্রাপ্ত হয়েছে।তবে তা যদি এমনভাবে আলোর গতিকেও ছাড়িয়ে যায় যে,ভাষা থেকে সম্পর্ক নির্ণয় করা কঠিন হয়ে য়ায় তাহলে তো সমস্যা।

এ বিষয়ে বাংলাদেশের সংবিধান বা বাংলা একাডেমির কোন নীতিমালা আছে কিনা জানি না।না থাকলে তা প্রণয়নে যথাযথ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহন একান্ত বাঞ্ছনীয় এবং কাম্য।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

রিওমারে বলেছেন: মনে হইতাছে সোনাটা খুব একটা ছোট না :P :P

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

খ্যাংরা কাঠি বলেছেন: ভাইজান, এক্কেবারে জায়গামত ধরসেন :D

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আহমেদ নিশো বলেছেন: রিওমারে বলেছেন: মনে হইতাছে সোনাটা খুব একটা ছোট না

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

ধুম্রজ্বাল বলেছেন: আমি অধঃস্তন সোনা বলে ডাকি।
দোষে'র কিছু কি ?

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

খ্যাংরা কাঠি বলেছেন: ভাইজান বাবুসোনার অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে টানাটানি করতাছেন নাকি? :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.