নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

buka_puka

আমি যাচ্ছি হেটে যাচ্ছি ঐ শহরেই হেটে যাচ্ছি আর তোমার জন্য একটি স্বপ্ন বুক পকেটে পুরে রাখছি..........!!!!!!!!

buka_puka › বিস্তারিত পোস্টঃ

কি চমৎকার দেখা গেল

২৭ শে মার্চ, ২০১৪ রাত ২:৩৫

মহান এই দিবসটিকে আরও মহান করার জন্য মাননীয় প্রধান মন্ত্রিকে অভিনন্দন দেয়া যেতেই পারে।অভিনন্দন সবাইকে যাদের প্রচেষ্টায় গোটা বেপারটা সফল হয়েছে। আরও কিছু মানুষকে অভিনন্দন না জানালেয়ই নয়। অভিনন্দন তাদেরকে যাদের কারনে সবচেয়ে বেশি মানুষ এর পায়ের নিচে নিজের দেশের পতাকাটিকে দেখেছে বিশ্ববাসী।

অভিনন্দন তাদেরকে যাদের কারনে আজ বিশ্ববাসী ও আমরা জানলাম ২৬ শে মার্চ বাঙালী জাতির জন্য বিশাল উৎসবের দিন যা মমতাজের পাঙ্কা গানের সাথে নেচে গেয়ে উৎযাপন করা হয়। এক সাথে এত মানুষ নেচে গেয়ে কোন কাল রাত/ দিবস পালন করাটা ও একটা বিশ্বরেকর্ড হওয়ার কথা।

মাত্র নব্বই কোটি টাকা খরচ করে আমরা পেয়ে গেছি এই বিশাল গৌরবময় রেকর্ডটি। এখানে মুক্কম ব্যাপার কোনটি গৌরবময় রেকর্ড ,টাকা নাকি দেশপ্রেম। রেকর্ড যদি হয় তবে আমরা সবাই জানি এটা আজ আছে তো কাল না ও থাকতে পারে। টাকা যদি হয় তবে সেটা আমাদের মত দেশের সরকার এর কিভাবে খরচ করা উচিৎ তা যদি আমাদের জানা না থাকে তাহলে তো বলার কিছু থাকতে পারে না। আর যদি দেশপ্রেম হয় তাহলে বলতে হয়, বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গাওয়াকে যদি দেশপ্রেম বলা হয় তবে পায়ের নিচে জাতীয় পতাকা পিষ্ট করাকে কি বলা উচিৎ।

এমন হুজুগে একটি রেকর্ডের পেছনে যখন একটি রাষ্ট্রও সরাসরি অংশগ্রহন করে, তখন বুঝতে হবে এই রাষ্ট্রের কোথাও কোনো নাটবল্টু একটু ঢিলা আছে। যে রাষ্ট্রে এখনও প্রায় তিন কোটি মানুষ দু'বেলা খাবার পায় না। যে রাষ্ট্রে এখনও প্রায় লাখ লাখ লোক বস্তিতে নিপিড়িত জীবনযাপন করে, যে রাষ্ট্রে এখনও প্রায় সারা দেশের যাতায়াত ব্যবস্থার অবস্থা ভঙ্গুর, যে রাষ্ট্রের রাজধানী ঢাকায় এখনও কেবল যানজটের কারণে হাজার হাজার শ্রমঘণ্টা নষ্ট হয়, সেই রাষ্ট্র কিনা গিনেস বুকে নাম লেখাতে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইল! আহা দেখার মত দৃশ্য বটে।

দেশের ভাল কাজের সাথে থাকাটা নিশ্চয়ই অনেক গর্বের ব্যাপার। তবে শিক্ষিত মানুষ হিসেবে আমরা যেন যুক্তিসঙ্গত কাজের সাথে থাকি এটাই সবার কাম্য।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৯

মনিরুল হাসান বলেছেন: হুঊঊঊঊঊউম (দীর্ঘশ্বাস) :(

২৭ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১২

buka_puka বলেছেন: ভাল............!!!!

২| ২৭ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৫৪

যোদ্ধা ৭১ বলেছেন: মুঠোফোনে প্রেরিত ক্ষুদে বার্তার মধ্যে অনেক ইন্সট্রাকশন থাকলেও পতাকা বিষয়ক কোন নির্দেশনা দেয়া হয়নি । আর এটাই এই ঘটনার জন্য বেশি দায়ী ।

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

buka_puka বলেছেন: ওখানে আশা করি সবাই দেশের প্রতি ভালবাসা নিয়েই গিয়েছিলেন............ তাহলে বলে দেয়ার তো কিছু নাই।

৩| ২৭ শে মার্চ, ২০১৪ ভোর ৬:৪২

মরদেহ বলেছেন: আহত সৈনিকদের নাকি মরফিন দেয়া হয়। হাত পা ছিন্ন-ভিন্ন মৃত্যুপথযাত্রী সৈনিকও নাকি তখন ঘোরের মধ্যে সুখস্বপ্ন দেখতে থাকে।

২৭ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

buka_puka বলেছেন: আমরা আমাদের রাস্তায় চলাচল করতে টুল দিতে হবে...............কিন্তু ইন্ডিয়া আমাদের রাস্তা ব্যাবহার করে টুল ছাড়া........................... মরফিন তো বটেই!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.