নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

buka_puka

আমি যাচ্ছি হেটে যাচ্ছি ঐ শহরেই হেটে যাচ্ছি আর তোমার জন্য একটি স্বপ্ন বুক পকেটে পুরে রাখছি..........!!!!!!!!

buka_puka › বিস্তারিত পোস্টঃ

মানববন্ধন সমাচার

২৪ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৮

বেলা ১২ টা মত বাজে।মাত্র পরীক্ষা দিয়ে বের হলাম। সারারাত নির্ঘুম। সকাল থেকে একফোঁটা পানি ও পেটে পরেনি।বন্ধুদের নিয়ে তাই প্রাতরাশটা সারব বলে যাচ্ছি। যেই মাত্র ভাস্কর্য চত্বরটা পেরিয়েছি তখনই খুব পরিচিত একটা মুখ বাজখাই গলায় বলে উঠল এই ছেলেরা এদিকে এসে লাইন এ দাড়াও। তারপর তিনি একপ্রকার আমাদেরকে জোর করেই লাইন এ দাঁড় করিয়ে দিলেন।আমরা তখন ও কিছুই জানি না এটা কিসের লাইন।শুধু দেখছি একদল ভদ্র ছেলেরা(!!!) খুব উৎসাহ নিয়ে আমাদের মত ছাত্রদেরকে জোর করে লাইন এ দাঁড় করাচ্ছেন,আর কেউ একজন খুব মিষ্টি করে অভদ্র ভাষায় কেউ একজনকে গালাগাল করছেন!!!আর একদল ভদ্রলোক একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন। একপ্রকার বাধ্য হয়েই ব্যানারের লেখাগুলো পড়লাম।
একজন জাতীয় পিতাকে নাকি একজন জাতীয় বেয়াদব কটূক্তি করেছেন।ব্যাপারটা দেখে একটু হতাশই হলাম।একটা বেয়াদব ছেলে তার পিতাকে কটূক্তি করেছে আজকালকার দিনে এটা কোন বিষয়?এর জন্য জোর করে ছাত্রদের লাইন ধরে দাড় করিয়ে,মাইক দিয়ে গালাগাল চর্চা করতে হবে?গালাগালি করলে একটু আধটু তো খেতে ও হবে? এর জন্য বকনা বাছুরের মত লাফালাফি করার তো কিছু নাই!! জোর করে ছাত্রদের লাইনে দাড়াতে বাধ্য করা হচ্ছে কেন?তাহলে কি জাতির পিতার প্রতি তার সন্তানদের শ্রদ্ধা,ভালবাসা উঠে গেছে?নাকি শুধু বাংলাদেশটাই স্বাধীন হয়েছে একটা দেশ হিসেবে, তার নাগরিকরা এখনও পারেনি স্বাধীন হতে? অবশ্য আমাদের এই সব বোঝার ও কথা না। এগুলো হচ্ছে যারা রাজাদের নীতি চর্চা করেন অর্থাৎ রাজনীতি করেন তাদেরই বোঝার কথা।
সম্মান অর্জন করার বিষয় এটা জোর করে আদায় করা যায় না।আর যদি সেটা কেউ জোর করে আদায় করতে চায় তবে সেটা মূর্খতা ছাড়া আর কিছু নয়।যারা এই জাতীর পিতার নাম বেঁচে খাচ্ছেন, তারা নিজেরা যে এই দেশ জাতীর প্রতি সম্মান প্রদর্শন করতে জানেন না সেটা বার বারই প্রমানিত হয়। আর তাই তাদের তো অনেক দুরের কথা তাদের বাবার প্রতি সম্মানটা ও এখন জোর করে আদায় করতে হয়।
মাথায় যদি গিলু থাকে তবে একবারের জন্য হলে ও তা ব্যাবহার করুন,নিজেদের তো সম্মান অর্জন করার যুগ্মতা নাই,তবে কেন একজন সম্মানী মানুষের সম্মানটা নষ্ট করছেন।নিজের ঢোলটা আর কত নিজে বাজাবেন মশাই? অন্যদের একটু বাজাতে দিন।নাকি ঢোল ভেঙ্গে যাওয়ার ভয় হয়.........!!??!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.