নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

buka_puka

আমি যাচ্ছি হেটে যাচ্ছি ঐ শহরেই হেটে যাচ্ছি আর তোমার জন্য একটি স্বপ্ন বুক পকেটে পুরে রাখছি..........!!!!!!!!

buka_puka › বিস্তারিত পোস্টঃ

বাউন্ডুলে কথা-১

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

শহীদ ফারুক সড়ক থেকে ডেমরা যাওয়ার রাস্তায় যেতে হলে, ফ্লাইওভার এর নিচ দিয়ে যাত্রাবাড়ী মোড় নামে অতিকায় ভয়ংকর একটি জায়গা পার হতে হয়। আমার কাছে ওই জায়গা টুকুন পার হওয়াটা সবচেয়ে ভয়ংকর কাজের একটি। ভাগ্য কিংবা দুর্ভাগ্য যেটাই হোক না কেন, আমাকে বিগত দুই মাস ধরে নিয়ম করে প্রায়ই ওই জায়গাটা পার হতে হয়। ফ্লাইওভারের নিচের ওই মোড়টার একটা বিশেষ ব্যাপার আছে। কোন এক বিচিত্র কারনে ওই জায়গায় সব মানুষ ও যানবাহন অতিমাত্রায় অস্তির হয়ে পরে। তাই ওই জায়গায় আমার নিজেকে অনেক অসহায় লাগে।হাত পা নেড়েছেরে লম্প জম্প দিয়ে কোনরকম জায়গাটা পার হতে পারলেই মনে হয়, যাক বাঁচা গেল আজকেও কিছু হয় নাই।

কিছু দিন যেতেই একজন মাঝ বয়সী ট্রাফিক সার্জেন্ট আমাকে রাস্তা পার হতে সাহায্য করা শুরু করেন।আমি ব্যাপারটা খুব একটা পাত্তা দেই নাই প্রথম দিকে।কিন্তু যখন ব্যাপারটা প্রায়ই হতে লাগল তখন আমার কাছে কেমন অসস্তিকর হয়ে দাড়াল। একজন মাঝবয়সী লোক আমাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছেন, এটা উপভোগ করার মত কোন ব্যাপার নয়।আগত্ত আমাকে বাধ্য হয়েই ওই ট্রাফিক সার্জেন্টকে এড়িয়ে চলাচল করতে হয়।

কিছুদিন আগে আবার তিনি এক প্রকার জোর করেই আমাকে রাস্তা পের করে দিলেন। ওই দিন বাধ্য হয়েই জিজ্ঞাস করলাম-

আপনি কেন আমাকে রাস্তা পার করতে সাহায্য করেন?

-এমনি ভাল লাগে।

-আপনি এমনি এমনি কাজটা কেন করবেন? আমারতো ব্যাপারটা ভাল লাগে না?

আমার এই কথার উত্তরে তিনি যা বললেন তা হচ্ছে- আমার বয়সী ওনার একটি ছেলে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে যাকেই পারেন রাস্তা পার হতে সাহায্য করেন।এর পর আর কোন কথা চলে না।আমি আমার গন্তব্যের দিকে হাটা দেই।

ভালবাসার বহিঃপ্রকাশ বোধহয় এমন সুন্দরই হয়। ভদ্রলোক যে আমাকে ভালবেসে কাজটা করছেন তা নয়,তার ছেলের প্রতি তীব্র ভালবাসারই বহিঃপ্রকাশ এটা।ভালবাসা ও ঘৃণা দুইটাই তীব্র মানুষিক অনুভূতি,পার্থক্য গড়ে উঠে শুধু তাদের বহিপ্রকাশে।সত্যি সত্যি যদি আমাদের সবার, আমাদের দেশ ও মানুষের প্রতি ভালবাসা থাকত তাহলে তার বহিঃপ্রকাশ গুলো ও বোধহয় এমন সুন্দর হত।

পৃথিবীতে কাউকে ভালবাসা খুবই সহজ কাজ কিন্তু কারও কাছ থেকে ভালবাসা পাওয়াটা বোধহয় সহজ নয়।এখন আমি প্রায়ই ভদ্রলোকের কাছে গিয়ে দাড়াই। তিনি খুব আনন্দের সাথে আমাকে রাস্তা পার করে দেন।একটি সত্যিকারের ভালবাসার বহিঃপ্রকাশ,দেখতে ভাল লাগে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

buka_puka বলেছেন: কোন এক বিচিত্র কারনে আমি কোন কমেন্ট দেখতে পাড়ছি না পোস্টে কিন্তু নোটিফিকেশানে আসছে।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩০

নীল আতঙ্ক বলেছেন: ওহ! আমি আগে ২ বার এটা তে কমেন্ট করেছি।
কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না আর।
আশা করি ঠিক হয়ে যাবে।

১৪ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৮

buka_puka বলেছেন:
মনে হয় ঠিক হয়েছে.........ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.