নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সোনালী ডানার চিল › বিস্তারিত পোস্টঃ

শনিবারের সমীকরণ

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২



আমি ভেবে নিই আজ যেহেতু শনিবার তাই আমাকে কিছু ভাবতে হবে। নির্ধারিত দিনে অনির্ধারিত ভাবনা কখনও দ্বিধায় ফেলে দেয়। যেন একটা খাদের মধ্যে অসময় পড়ে যাওয়া।

শনিবারের সকালটা একটা ভাবনার কুয়াশায় থাকে। এবং শুনশান নিরাবতায়; মোহ আর শব্দের বাইরের অসচ্ছ্বতায়। যত ভোরে সকাল হয় তত ভোরে কল্পনার সহিস রথ নিয়ে এসে দাড়ায় সিংহদরজায়! হিম আর আদ্রতা স্পর্শ করে বেজে উঠে সিংহলী শাখ। তুহিনের পরিচ্ছদ খুলে এবার রাজত্ব নেয় অপরিসিম কুয়াশা-শাসক! আর আমি ত্রস্ত হাতে উঠে পড়ি আমার সংরক্ষিত পালকিতে এবার!

শনিবার আমি অদৃশ্য দীর্ঘ পালকিরথে চেপে ভ্রমণ করি দু’ঘন্টার সময়রাজ্য। সমুদ্র এবং আসমানের মাঝ অবধি। ধোয়া আর কুয়াশার বনভোজন, শীতলতার দূ:শাসন এবং নৈ:শব্দর এক অমিয় যাপনের মতো।

পাতাঝরা বৃক্ষেরা কুচ্ছিত শরীরে চোখ বন্ধ করে থাকে এসময়। তিনটি মাত্র সমুদ্রচিল ইতস্তত ঘুম ভেঙে দেখে আমাদের কুয়াশারথ- মানুষের মতো তারা বিস্মিত হয় এবং এসব অলৌকিক ভেবে আবারও এলিয়ে পড়ে উইকএন্ডের ভোরঘুমে।

শনিবার আমি শুধু একমগ ক্যাপাচিনো পান করি। ব্রাউন সুগারের গন্ধে আমার মস্তিস্কের কোষে কোষে বেজে উঠে বিশেষ দিনের আবহ- শুকনো টিস্যু দিয়ে আমি মুছে ফেলি সপ্তাহান্তের ক্লান্তি আর বিভ্রমের যাতনা!

দু’টো সাদা বৃদ্ধ সমুদ্রের পাশ দিয়ে হেটে যায়। আমি বুঝে নিই আমার সাপ্তাহিক কল্পভ্রমনের আজ এখানেই পরিসমাপ্তি। শব্দের দৌরাত্ম্যে আমার রথের চাকা বিকল হলেও সেই শব্দগুচ্ছসমেত প্রিয়তম ব্যকরণেই আমাকে লিখতে হবে নির্জনতার কূয়াশাপূরাণ!

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

নেওয়াজ আলি বলেছেন: দারুণ, শুভেচ্ছা সতত ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২২

সোনালী ডানার চিল বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে-
শুভকামনা রইল, খুব ভালো থাকুন!

২| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২২

সোনালী ডানার চিল বলেছেন:

আপনারও ভালো থাকা হোক-
শুভেচ্ছা!

৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

শের শায়রী বলেছেন: গদ্যকে কে অনবদ্য শব্দ মালা দ্ধারা কবিতার রূপ দেয়া যায় আপনি তার নিদর্শন রাখলেন। মুগ্ধ পাঠ প্রিয় ভাই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪

সোনালী ডানার চিল বলেছেন:

কৃতজ্ঞতা ভাই!
আপনার মন্তব্য সবসময় নতুন কবিতার অনুপ্রেরণা।
ভালো থাকুন!

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৫

অধীতি বলেছেন: গদ্য কবিতা না গদ্যের কাব্য রুপ?
আমি শুধু অবাক হই নির্জন শব্দগুচ্ছ কিভাবে আলোড়িত হয় আপনার ছন্দে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১

সোনালী ডানার চিল বলেছেন:

আমি জানিনা, হয়ত বলা যায় অনুভূতির শব্দকল্পনা!
আপনার পাঠ এবং প্রতিক্রিয়া আমাকে শক্তি দেয়-
শুভকামনা রইল; ভালো থাকুন সবসময়

৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: অনবদ্য শব্দমালায় গঠিত যেন এক অপরুপ গদ্যের মোড়কে অসাধারণ কাব্য ।
নির্বাক শব্দগুচ্ছের শাব্দিক কথামালা ।
চমৎকার।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮

পদ্মপুকুর বলেছেন: একেবারে শনিবারের মত স্নিগ্ধ সতেজ হয়েছে। +

৭| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.