![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
বাজেট নিয়ে নানা রকম ভাবনা সবার রয় ,
যারা বাজেট তৈরি করেন তাদের আরও ভয় ।
কেমন ভাবে কাটবে বছর, কতো টাকা ব্যয়ে ?
এসব নিয়ে চলবে কথা শহর- পাড়া - গাঁয় ।
এই সরকার কেমন করে দেশটা চালাবে !
কেউ ভাবে তার কালো টাকা কোথায় লুকাবে ?
খসড়া করার পরে বাজেট নানা মিটিঙে
হরেক রকম যাচাই - বাছাই চলে সিটিং এ ।
দেশ দুনিয়ার হাল -চাল তার প্রভাব যেটুকু ,
পরবে নাকি এই বাজেটে ভাবেন সেটুকু !
চিন্তা করেন কোন খাঁতে যে রাখবে কতো খরচ ,
সব দিকেই খেয়াল রাখার চলে সবার গরজ ।
এসব নিয়ে হিসেব কষে দিন যে চলে যায় ,
সময় ঘড়ির নেই যে সময় ইচ্ছে মতন ধায় ।
ঘোষণারই আগের কদিন বরই কঠিন রয় ,
সংসদের সব কর্তারা তাই কাঁপতে থাকেন ভয় !
কেমন ভাবে নিবে মানুষ কেমন হবে হাল ,
বিরোধী দল চালবে নাকি নতুন কোন চাল ?
অনেক রকম জল্পনা আর কপ্লনাতে মিশে
যাবে নাতো গরীব মানুষ যাঁতাকলে পিষে !
সংশোধন ই থাকে যদি তখন করা হয় ,
প্রিন্টিং এর পরে তা আর বদল হবার নয় ।
প্রেস থেকে সেই প্যাকেট আসাও -কঠিন পরীক্ষা ,
কর্তারা তাই করতে থাকেন রাত - জেগে প্রতিক্ষা ।
অবশেষে প্যাকেট আসে রাত্রি শেষের ভোরে ,
এবার দেখো গুনে নাও তা - মিলিয়ে ঠিক কোরে ।
এই কাজেতে ন্যাস্ত যারা আরও আছে কাজ,
সব মিডিয়ার কাছে প্যাকেট দিতেও হবে আজ ।
মিডিয়ার সব কর্মীরাও হুমড়ি খেয়ে পরে
সবার আগেই কে কার প্যাকেট নিবে নিজের ঘড়ে !
সময় হল অধিবেশন বাজেট ঘোষণা
অর্থ মন্ত্রী দাড়িয়ে এবার পড়বে রচনা ।
এর পরেই সুরু হবে চেনা ঘটনা ,
কোন দল কি বিবৃতি দেয় - কি ছরায় রটনা !
কেউবা এবার বলবে বাজেট খুবই সহনশীল ,
বিরোধী দল বলবে এটা মৃত্যু কুপের ঝিল !
কারো কাছে এই বাজেট ই হবে যথার্থ
কেউবা আবার বলবে রেগে - ধুর সরকার ই ব্যর্থ !!
০৬-০৬-২০১৩... ঐক্য ...
©somewhere in net ltd.