নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

তুমি আমায় নিয়েই রও।।

১০ ই জুন, ২০১৩ ভোর ৬:২৭

শুক্লাতিথী ডেকে বলে-আমি তোমায় পাশে চাই

শুকতারা টা হেসে যাই- চলো অন্য কথাও যাই ,

গ্রহ থেকে গ্রহান্তরে- নেব তোমায় সাথে কোরে ।

মেঘ বালকের পুঞ্জ আসি-বলবে তোমায় ভালোবাসি,

ওদের কথায় কান দিওনা- দুষ্টু প্রেমীর মন নিওনা ।

তুমি আমার আকাশ জুড়ে- থেকনা আজ অন্তপুরে,

ছড়াও তোমার পুলক রাশী - শুননা ওই শ্যামের বাঁশি !

তুমি কেবল নও গো তোমার -ওই মনটা শুধুই আমার,

আমি ভোলাবো না খেলার ছলে - ভেজাবো না চোখের জলে

তোমার হৃদয় মোহনাতে - দুঃখ সুখেও থাকব সাথে,

তুমি আমার হয়েই রও গো - তুমি আমার নিয়েই রও ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.