![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
এক পক্ষ কাল অপেক্ষার পর -
কখন তিথি মিলবে - আবার সে চাঁদ উঠবে ,
ভালোবাসায় সিক্ত হয়ে - নতুন কুঁড়ি ফুটবে !
প্রতীক্ষার ঐ পালা যখন - অতি দীর্ঘ হয় ,
হৃদয় নামের যন্ত্রটারও - হতেই পারে ক্ষয় ।
হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়ার- আকুল বাসনা !
এক নিমেষেই করতে পারে - যুদ্ধ ঘোষণা ।
ভালোবাসা পাওয়া সহজ - টেকানো কঠিন ,
তুচ্ছ ছলেও হতে পারে - শেষ ও একদিন !
আবেগ ছেড়ে বিবেক টাকে - যদি বানাও ঢাল ,
তবেই তুমি দিতে পারো - প্রেমীর তালে তাল ।
ভালোবাসা কারো কাছে - তুচ্ছ যতোই হোক ,
যে পবিত্রতা মানতে পারে - সে ই আসল লোক ।
প্রেম বল বা ভালোবাসা - তাকেই ত মানায় ,
ফেরেশতারাও সেই প্রেমেতে - সম্মতি জানায় !!
©somewhere in net ltd.